DMCA.com Protection Status

Join Whatsapp Group

এবছর সময়ের থেকে তিন দিন আগে বর্ষা শুরু হবে

Spread the love

এবছর সময়ের থেকে তিন দিন আগে বর্ষা শুরু হবে

এবছর সময়ের থেকে তিন দিন আগে বর্ষা শুরু হবে

Monsoon in India 2018

 

এবছর সময়ের থেকে তিন দিন আগে বর্ষা শুরু হবে

এবছর সময়ের থেকে তিন দিন আগে বর্ষা শুরু হবে

মৌসুমি বায়ু সময়ের থেকে তিনদিন আগে কেরালা উপকূলে আছড়ে  পরবে বলে আবহাওয়া দপ্তর জানিয়েছে । দেশের কৃষকদের জলের যে চাহিদা তার ৭০ শতাংশ মৌসুমি বায়ু মিটিয়ে থাকে । ভারতবর্ষের অর্ধেকের উপর কৃষিক্ষেত্র যেখানে সেচের সুবিধা নেই সেখানে ফসল ফলানোর জন্য এই জুন থেকে সেপ্টেম্বর মাসের বৃষ্টিপাতের উপর নির্ভর করে থাকে ।

আবহাওয়া দপ্তর জানিয়েছে ২০১৮ সালে মৌসুমি বৃষ্টিপাতের পরিমান স্বাভাবিক থাকবে । কেরালার দক্ষিন উপকূলে সাধারনত ১ লা জুন মৌসুমি বায়ু প্রবেশ করে বৃষ্টিপাত ঘটায় এবং জুন মাসের মধ্যবর্তী সময় পর্যন্ত সারা দেশে মৌসুমি বায়ু প্রভাব বিস্তার করে ফেলে । সময়ে বৃষ্টিপাত শুরু হলে ধান , সয়াবিন এবং কার্পাস চাষের উন্নতি ঘটায় ।

কিন্ত এবার ১ লা জুনের বদলে ২৯ শে মে কেরালার দক্ষিন উপকূলে মৌসুমি বায়ু এসে পৌঁছাবে । এবিষয়ে বলে রাখা ভালো ২০০৫ সাল থেকে ভারতীয় মৌসম ভবন কেরালা উপকূলে মৌসুমি বায়ু আগমনের যে অনুমান করেছে তার কোন অন্যথা হয়নি । গত তেরো বছরের মধ্যে শুধুমাত্র ২০১৫ সালের অনুমান মেলেনি ।

এই অনুমান করার জন্য ভারতীয় মৌসম ভবন বেশ কয়েকটি নিয়ন্ত্রকের উপর নির্ভর করে থাকে । যথা – উত্তর পশ্চিম ভারতের সর্বনিম্ন তাপমাত্রা , দক্ষিন ভারতে মৌসুমি বায়ু আগমনের পুর্বের বৃষ্টিপাতের পরিমান প্রভৃতি ।

মৌসম ভবনের অনুমান অনুসারে এবছর ৯৭ শতাংশ বৃষ্টিপাত হবে , যা স্বাভাবিক বৃষ্টিপাতের নির্দেশক ।

 

 

 

 

 

 

 

 

wbcs history mock test

RRB group d preparation

wbcs online book store

wbcs guide books

IAS preliminary exam guide

ips preliminary exam guide

wbcs online help