DMCA.com Protection Status

Join Whatsapp Group

মৌর্য সাম্রাজ্য for all competitive exam

Spread the love

 *মৌর্য সাম্রাজ্য*

মৌর্য সাম্রাজ্য

মৌর্য সাম্রাজ্য for all competitive exam

মৌর্য সাম্রাজ্য

       চানক্যের সহায়তায় ( কৌটিল্য / বিষ্ণুগুপ্ত )চন্দ্রগুপ্ত নন্দ বংশের উচ্ছেদ করেন এবং মৌর্য সাম্রাজ্য এর প্রতিষ্ঠা করেন ।

এই যুগের ইতিহাসের উপাদান হিসাবে কৌটিল্যের অর্থশাস্ত্র , বিশাখদত্তের মুদ্রারাক্ষস , সোমদেব ভট্টের কথাসারিতসাগর , ক্ষেমেন্দ্রের বৃহতকথামঞ্জরী সংস্কৃত গ্রহ্ন  এবং মেগাস্থিনিস, প্লিনি , অ্যারিয়ান  প্রভৃতি গ্রীক পন্ডিতের রচনা  উল্লেখযোগ্য ।

 

চন্দ্রগুপ্তঃ-

                                 (৩২২ -২৯৭ খ্রিঃপূঃ)

 

 

 

মৌর্য সাম্রাজ্য for all competitive exam

চন্দ্রগুপ্ত

চাণক্যের সাহায্যে মগধের সিংহাসন দখল করেন ।
চন্দ্রগুপ্ত স্যান্ড্রাকোট্টাস নামে পরিচিত ।
আলেকজান্ডারের মৃত্যুর পর এশিয়ার একটা বিশাল অংশ তার সেনাপতি সেলুকাসের অধিকারে আসে ।
৩০৫ খ্রিস্টপূর্বে চন্দ্রগুপ্ত সেলুকাসকে পরাজিত করে আফগানিস্থানের একটি অংশ অধিকার করেন ।
সেলুকাস চন্দ্রগুপ্তের রাজসভায় মেগাস্থিনিস নামে এক গ্রীক দূতকে পাঠান । মেগাস্থিনিস এর লেখা “ইন্ডিকা” ইতিহাসের একটি অমূল্য উপাদান ।
চন্দ্রগুপ্ত এক বিশাল সাম্রাজ্যের অধিকারী হন । শক রাজা রুদ্রদামনের জুনাগড় শিলালিপি থেকে জানা যায় তিনি গুজরাত বা সৌরাষ্ট্র জয় করেন ।
চন্দ্রগুপ্ত জৈনধর্ম গ্রহন করেন । মহিশূরের কাছে অবস্থিত শ্রবনগোলায় শেষ জীবন অতিবাহিত করেন এবং জৈন ধর্ম অনুসারে স্বেচ্ছা অনশনে মৃত্যুবরন করেন (৩০০ খ্রিস্টপূর্বে )
wbcs mock test

বিন্দুসারঃ-

( ৩০০- ২৭৩ খ্রিঃপূঃ)

 

চন্দ্রগুপ্তের মৃত্যুর পর তার পুত্র বিন্দুসার সিংহাসনে বসেন ।

গ্রীক লেখকেরা তাকে “অমিত্রাঘাত” বলে অভিহিত করেছেন ।

তার সময়ে গ্রীক দূত ডেইমাকোস ভারতে আসেন ।

wbcs mock test

অশোকঃ-

(২৬৯ খ্রিঃপূঃ – ২৩২ খ্রিঃপূঃ )

 

মৌর্য সাম্রাজ্য for all competitive exam

অশোকস্তম্ভ

 

 

 

বিন্দুসার অশোককে তক্ষশীলা এবং উজ্জয়ন পরিচালনার দায়িত্ব দেন ।
বিন্দুসারের মৃত্যুর সময় তিনি উজ্জয়নে ছিলেন । মনে করা তিনি জোরপুর্বক সিংহাসন অধিকার করেন ।
বৌদ্ধ গ্রহ্ন দিব্যবদান এবং সিংহলি গ্রহ্ন মহাবংশ অনুসারে তিনি তার নিরানব্বই জন ভাইকে হত্যা করে সিংহাসনে বসেন । যে কারনে তাকে চন্ডাশোক বলা হয় তার লিপিগুলি ব্রাহ্মী , খরোষ্টী ভাষায় লিখিত ।
মৌর্য সাম্রাজ্য for all competitive exam

সেলুকাস

জেমস প্রিন্সেফ প্রথম তার লিপিগুলি পাঠোদ্ধার করেন ।

মৌর্য-সাম্রাজ্য for all kind of competitive exam preparation

২৬১ খ্রিঃপূঃ কলিঙ্গ যুদ্ধ জয়ের পর তার মানসিক পরিবর্তন ঘটে এবং বৌদ্ধ ধর্ম গ্রহন করেন ।
 wbcs mock test
উপগুপ্তর কাছে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহন করেন ।
তিনি ধর্মমহামাত্র নামে এক শ্রেণির কর্মচারি নিয়োগ করেন । তাদের কাজ ছিল ভগবান বুদ্ধের বানী প্রচার , বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে সম্প্রীতি স্থাপন  এবং প্রজাবর্গের ইহলৌকিক ও পারলৌকিক মঙ্গলসাধন করা ।

SSC CGL mock test

বৌদ্ধ ধর্মের বিশুদ্ধতা এবং বৌদ্ধ সঙ্ঘের ঐক্য ও সংহতি বজায় রাখার উদ্দেশ্যে তিনি পাটলিপুত্রে তৃতীয় বৌদ্ধ সংগীত র অধিবেশন আহ্বান করেন ।
সিংহলে বৌদ্ধ ধর্ম প্রচারের উদ্দ্যেশে তিনি তার পুত্র মহেন্দ্র এবং কন্যা সঙ্ঘমিত্রাকে প্রেরন করেন ।
তিনি ঘোষণা করেন “সবে মুনিসে  প্রজা মম” ।
রাজুক , যুত , মহামাত্র , ধর্মমহামাত্র প্রভৃতি কর্মচারী নিয়োগ করেন ।
ঐতিহাসিক স্মিথের মতে “অশোক মানবজাতির প্রথম ধর্মগুরু” ।
তিনি দেবনামপ্রিয় এবং প্রিয়দর্শী নামে পরিচিত হন ।

karmasathe facebook fan page

 মৌর্য-সাম্রাজ্য for all kind of competitive exam preparation

       ১৮৭ খ্রিঃপূঃ ( মতান্তরে ১৮৫ খ্রিঃপূঃ ) এই বংশের শেষ সম্রাট বৃহদ্রথ কে হত্যা করে সৈনাধ্যক্ষ পুষ্যমিত্র শুঙ্গ সিংহাসনে বসেন  এবং মগধে শুঙ্গ বংশ প্রতিষ্ঠিত হয় ।

 

 

wbcs history mock test

RRB group d preparation

wbcs online book store

wbcs guide books

IAS preliminary exam guide

ips preliminary exam guide

wbcs online help

 

2 comments

  1. Very good study …all topic would be writer..

Comments have been disabled.