DMCA.com Protection Status

Join Whatsapp Group

কুষাণ সাম্রাজ্য for all kind of competitive exam

Spread the love

কুষাণ সাম্রাজ্য

কুষাণ সাম্রাজ্য

কুষাণ সাম্রাজ্য for all kind of competitive exam

কণিস্ক

  কুষাণ সাম্রাজ্য । কুষাণরা ছিল ইউ-চি নামে এক যাযাবর জাতির শাখা ।

প্রথম কদফিসিস বা কুজল কারা কদফিসিস ইউ চি জাতির সকল শাখাকে ঐক্যবদ্ধ করেন ।

পরবর্তী রাজা বিম কদফিসিস বা দ্বিতীয় কদফিসিস ই ভারতে প্রথম কুষাণ সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন । তিনি শিবের উপাসক ছিলেন । তার অন্যতম উপাধি ছিল “মহেশ্বর” ।

প্রথম কনিস্কঃ-

বিম কদফিসিসের পর প্রথম কণিস্ক কুষাণ সাম্রাজ্যের সিংহাসনে বসেন । তিনি কুষাণ বংশের সর্বশ্রেস্ট সম্রাট ছিলেন ।

তিনি ৭৮ খ্রিঃ সিংহাসনে বসেন এবং “শকাব্দ” নামে একটি সম্বৎ বা অব্দ প্রবর্তন করেন ।

পুরুষপুর ছিল তার রাজধানী ।

ঐতিহাসিক স্মিথ এর মতে বৌদ্ধধর্মের ইতিহাসে তিনি “দ্বিতীয় অশোক” এর ভূমিকা পালন করেন ।

রাজধানী পুরুষপুর বা পেশোয়ারে বুদ্ধদেবের দেহাবশেষের উপর তিনি একটি বিশাল বহুতলবিশিস্ট মঠ ও চৈত্য নির্মান করেন ।

বিখ্যাত বৌদ্ধপন্ডিত বসুবন্ধুর নেতৃত্বে তিনি কাশ্মীরে (মতান্তরে জলন্ধরে) চতুর্থ বৌদ্ধ সংগীতির আয়োজন করেন ।

এই অধিবেশনে বৌদ্ধ ধর্মগ্রহ্নগুলি সংস্কৃত ভাষায় অনুবাদের ব্যাবস্থা করা হয় । তিনমাসব্যাপী এই অধিবেশনে গৃহীত ও সংকলিত ত্রিপিটকের ব্যাখ্যাসমূহ মহাবিভাষা নামে পরিচিত ।

বিখ্যাত কবি , দার্শনিক , সংগীতজ্ঞ পন্ডিত অশ্বঘোষ , দার্শনিক নাগার্জুন , পন্ডিত বসুমিত্র , আয়ুর্বেদাশাস্ত্র চরক তার রাজসভা অলঙ্কৃত করতেন ।

তাকে “গুপ্ত নবজাগরনের পুরোধা” হিসেবে চিহ্নিত করা যায় ।

wbcs preliminary preparation

বৈদেশিক সম্পর্ক

কুষাণ সাম্রাজ্য for all kind of competitive exam

কনিস্কের স্বর্ণমুদ্রা

সুবর্ণ দ্বীপ – অর্থাৎ সুমাত্রা , জাভা , বোর্নিও প্রভৃতি অঞ্চলের সংগে ভারতে বানিজ্যিক ও সাংস্কৃতিক সম্পর্ক স্থাপিত হয় ।

কুষাণ সাম্রাজ্য

জনৈক অজ্ঞাতনামা গ্রীক নাবিক রচিত “পেরিপ্লাস অফ দ্য ইরিথ্রিয়ান সী” নামক গ্রহ্ন থেকে তৎকালীন ভারতবর্ষের ব্যবসা বানিজ্যের বিস্তৃত বিবরন পাওয়া যায় ।

কুষাণ রাজারাই এদেশে সর্বপ্রথম স্বর্ণমুদ্রার প্রচলন করেন ।

রেশম পথ বা সিল্ক রুট কুষাণ সাম্রাজ্যের অন্তর্ভূক্ত হওয়ায় শুল্ক আদায় করে কুশাণরা প্রচুর লাভবান হয় ।

সাংস্কৃতিক উন্নয়ন

কুষাণ যুগ “ধর্মীয় পুনরুত্থানের যুগ” নামে পরিচিত ।এই যুগে শৈব , বৈষ্ণব ,কার্তিকেয় প্রভৃতি ধর্মের উদ্ভব ও বিকাশ পরিলক্ষিত হয় ।

এই যুগের উল্লেখযোগ্য কাব্যের মধ্যে অশ্বঘোষ রচিত ‘বুদ্ধচরিত’ , ‘সুত্রালঙ্কার’, ‘বজ্রসূচী’ ও ‘সৌন্দরানন্দ’ বিশেষভাবে উল্লেখযোগ্য ।এছাড়াও নাগার্জুন রচিত শত-সহস্রিকা প্রজ্ঞা পারমিতা, মাধ্যমিক সূত্র উল্লেখযোগ্য । তার রচিত “মাধ্যমিক সূত্র’ প্রকৃতপক্ষে আপেক্ষিক তত্বের আলোচনা ।

কুষাণ সাম্রাজ্যের পতন

কণিস্কের পর বাশিস্ক , হুবিস্ক , দ্বিতীয় কণিস্ক ও বাসুদের সিংহাসনে বসেন । খ্রিস্টীয় নবম শতকে তাদের অস্তিত্ব সম্পূর্ণ বিলুপ্ত হয় ।

 ভারতের ইতিহাস

wbcs history mock test

RRB group d preparation

wbcs online book store

wbcs guide books

IAS preliminary exam guide

ips preliminary exam guide

wbcs online help