DMCA.com Protection Status

Join Whatsapp Group

বৌদ্ধ ধর্ম ও গৌতম বুদ্ধ for wbcs preliminary

Spread the love

 

বৌদ্ধ ধর্ম ও গৌতম বুদ্ধ for wbcs preliminary

 

 

"<yoastmark

 

 

বৌদ্ধ ধর্মের প্রসারের কারন –

#বৌদ্ধ ধর্ম ও গৌতম বুদ্ধ for wbcs preliminary

বৈদিক রীতিনীতি ব্যয়বহুল ছিল এবং ছিল খুব

জটিল এবং যা তার অর্থ হারিয়েছিল ।

বর্ন প্রথা দৃঢ় হয়ে উঠেছিল । অন্যদিকে বৌদ্ধ ধর্ম এবং জৈনধর্মে প্রত্যেককে

সম্মানিত স্থান দেওয়া হয়েছিল ।

#বৌদ্ধ ধর্ম ও গৌতম বুদ্ধ for wbcs preliminary

ব্রাহ্মণের সর্বশ্রেষ্ঠতা অস্থিরতা তৈরি করেছিল ।

সমস্ত ধর্ম গ্রন্থগুলি ছিল সংস্কৃতে যা সাধারণ মানুষ বুঝত না ।

বৌদ্ধ ধর্ম

বৌদ্ধ ধর্মের তিনটি স্তম্ভ ছিল –

১. বুদ্ধ ২. ধর্ম  ৩. সংঘ

বৌদ্ধ ধর্মের ত্রিরত্ন বলা একে ।

#বৌদ্ধ ধর্ম ও গৌতম বুদ্ধ for wbcs preliminary

গৌতম বুদ্ধ

"<yoastmark

ইনি শাক্যমুনি বা তথাগত নামেও পরিচিত ।

৫৬৩ খ্রিস্টপূর্বে কপিলাবস্তুর কাছে নেপালের লুম্বিনি উদ্যানে বৈশাখী পূর্ণিমায় জন্ম গ্রহন করেন ।

তার পিতা শাক্য বংশীয় নেতা ছিলেন ।

তার মাতা মহামায়া ( কোশল বংশীয় ) তার জন্মের সাতদিন পর মারা যান ।

১৬ বছর বয়সে শাক্য রাজকুমারি গোপা বা যশোধরার সাথে বিবাহ করেন ।তার পুত্রের নাম রাহুল ।

২৯ বছর বয়সে সত্যের খোঁজে বেরিয়ে পরেন যা মহাভিনিষ্ক্রমণ নামে পরিচিত ।

#বৌদ্ধ ধর্ম ও গৌতম বুদ্ধ for wbcs preliminary

তার প্রথম গুরু আলারা কালামা ।

৩৫ বছর বয়সে বুদ্ধগয়ার কাছে উরুবিল্ব নামক স্থানে তিনি দিব্যজ্ঞান লাভ করেন।

wbcs online books
যে অশ্বত্থ গাছের নিচে তিনি পরম জ্ঞান লাভ করেন তাকে বলা হয় বোধিবৃক্ষ এবং স্থানটির নাম বোধগয়া ।

তিনি প্রথম ধর্মপ্রচার করেন বারাণসীর ঋসিপত্তনের মৃগদাভে বা মৃগশিখা বনে। যার বর্তমান নাম সারনাথ ।

wbcs preliminary preparation
৪৮৬ খ্রিস্টপূর্বে মতান্তরে (৪৮৩ খ্রিস্টপূর্বে ) ৮০ বছর বয়সে মল্ল রাজ্যের রাজধানী কুশিনগরে মৃত্যুবরন করেন ।

#বৌদ্ধ ধর্ম ও গৌতম বুদ্ধ for wbcs preliminary

ধম্ম

বুদ্ধের চারটি আর্য সত্য –

১.দুঃখের অস্তিত্ব আছে

*বৌদ্ধ ধর্ম ও গৌতম বুদ্ধ for wbcs preliminary

২.দুঃখের কারন আছে

 

৩. দুঃখের নিবৃত্তি সম্ভব

$বৌদ্ধ ধর্ম ও গৌতম বুদ্ধ for wbcs preliminary

৪. দুঃখ নিবৃত্তির পন্থা আছে

#বৌদ্ধ ধর্ম ও গৌতম বুদ্ধ for wbcs preliminary

বৌদ্ধ ধর্মে নির্বাণ লাভের পথ হল অষ্টাঙ্গিক মার্গ – 1. সৎ বাক্য ,

                                                             2. সৎ কর্ম ,

                                                             3. সৎ সঙ্কল্প ,

                                                             4. সৎ জীবন ,

                                                             5. সৎ চেষ্টা ,

                                                             6. সৎ স্মৃতি ,

                                                             7. সম্যক দৃষ্টি ,

                                                             8. সম্যক সমাধি ।

বৌদ্ধের পূর্বজন্মের ঘটনা নিয়ে জাতক কাহিনী গড়ে উঠেছে ।

অশোক ও কনিস্ক হলেন বৌদ্ধ ধর্মের প্রচারক।

বৌদ্ধদের দুটি সম্প্রদায় হীনযান ও মহাযান ।

বৌদ্ধ সংগীতি বা সম্মেলন

প্রথম – ৪৮৩ খ্রিস্টপূর্বে রাজগৃহের সপ্তপর্নী গুহায় । হর্ষঙ্ক বংশের অজাতশত্রু ছিলেন এর পৃষ্টপোষক । ত্রিপিটক ( বিনয়পিটক , সুত্তপিটক , ও অভিধর্ম পিটক ) এর সংকলন করা হয় ।

দ্বিতীয় – ৩৮৩ খ্রিস্টপূর্বে বৈশালীতে। শিশুনাগ বংশের কালাশোক এর পৃষ্ঠপোষকতা করেন ।

বৌদ্ধ ধর্ম ও গৌতম বুদ্ধ for wbcs preliminary

তৃতীয় সম্মেলন – ২৫১ খ্রিস্টপূর্বে অশোকের পৃষ্ঠপোষকতায় পাটলিপুত্রে ।

চতুর্থ সম্মেলন – ৭২ খ্রিস্টাব্দে কনিস্কের পৃস্টপোষতায় । মহাযান ও হীনযানে বিভাজন ।

বিশ্ববিখ্যাত পাঁচ বৌদ্ধ পন্ডিত

১. অশ্বঘোষ

২. নাগার্জুন – মাধ্যমিকাসুত্র গ্রন্থের রচয়িতা

৩. অসঙ্গ

৪. বুদ্ধ ঘোষ

৫. বসুবন্ধু

বৌদ্ধ ধর্ম ও গৌতম বুদ্ধ for wbcs preliminary

1 comment

  1. Khub valo process .darun porasona hochhe..besi kore sikhte parchhi

Comments have been disabled.