DMCA.com Protection Status

Join Whatsapp Group

মগধের রাজবংশ for wbcs rrb exam preparation

Spread the love

 

মগধের রাজবংশ 

মগধের রাজবংশ for wbcs rrb exam preparation

মগধের রাজবংশ for wbcs rrb  exam preparation

খৃস্টপূর্ব ষষ্ঠ শতকে উত্তর ভারত ষোলোটি ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত ছিল । এদের মধ্যে নিজের শক্তি বৃদ্ধির উদ্দশ্যে সশস্ত্র প্রতিদ্বন্দ্বিতা শুরু হয় । এবং শেষ পর্যন্ত মগধের উত্থান ঘটে । নিচে মগধের রাজবংশগুলি পর্যায়ক্রমে আলোচনা করা হল । এখান থেকে wbcs , psc , ssc , cgl , ias , ips , rail group D প্রভৃতি সকল প্রতিযোগীতামুলক পরীক্ষায় প্রচুর প্রশ্ন এসে থাকে । তাই এই আলোচনাটি খুব ভালোভাবে ঝালাই করে রাখুন । যা আপনার ভবিষ্যতের পরীক্ষাগুলিতে অনেক সাহায্যকারী হবে ।

মগধের রাজবংশ for wbcs rrb group d ias ips psc ssc cgl exam preparation

 

 

 

 

 

হর্ষঙ্ক বংশ

 

 

 

566 BC তে বিম্বিসারের পিতামহের দ্বারা এই বংশের  প্রতিষ্ঠা করেন যদিও এই বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা বিম্বিসার ।

বিম্বিসার ( 544 bc – 492 BC )

 

তিনি গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন ।

দক্ষিন ভারতের সংগে ব্যবসার উন্নতির জন্য তিনি অঙ্গ জয় করেন ।

তার রাজধানী ছিল রাজগির (গিরিব্রজ ) । নিজের শক্তি বৃদ্ধির উদ্দেশ্যে তিনি কোশল , বৈশালী  , এবং মদ্র রাজবংশে বিবাহ করেন ।

মগধের রাজবংশ for wbcs rrb group d ias ips psc ssc cgl exam preparation

অজাতশত্রু ( 492 BC – 460 BC )

 

 

তিনি ছিলেন বিম্বিসারের পুত্র । নিজের পিতাকে হত্যা করে সিংহাসন দখন করেন ।

তিনি কোশল ও বৈশালী জয় করেন । সেইসময় কোশলের রাজা ছিলেন প্রসেনজিত ।

গৌতম বুদ্ধ তার রাজত্বকালে মারা যায় । তিনি প্রথম বৌদ্ধ সংগীতির আয়োজন করেন ।

উদয়ীভদ্র ( 492 BC – 460 BC )

 

 

তিনি গঙ্গা এবং শোনের সঙ্গমস্থলে অবস্থিত পাটলীপুত্রে তার রাজধানী স্থাপন করেন । যা পরবর্তীকালে সমগ্র ভারতবর্ষের রাজধানীর মর্যাদা পাই ।

শিশুনাগ বংশ ঃ- 

430 BC হর্ষঙ্ক বংশের শেষ শাসক নাগদশককে হত্যা করে তার সভাসদ শিশুনাগ সিংহাসনে বসেন এবং শিশুনাগ বংশের প্রতিষ্ঠা করেন ।

মগধের রাজবংশ for wbcs rrb group d ias ips psc ssc cgl exam preparation

শিশুনাগের মৃত্যুর পর তার পুত্র কালাশোক বা কাকবর্ণ সিংহাসনে  বসেন ।  তার আমলে দ্বিতীয় বৌদ্ধ সংগীতি আয়োজিত হয় ।

 

 

 

নন্দ বংশ

 

 

 

এই বংশটিকে প্রথম অক্ষত্রিয় বংশ বলে মনে করা হয় ।

কালাশোককে হত্যা করে মহাপদ্ম নন্দ এই বংশের প্রতিষ্ঠা করেন । তাকে একরাট বা একচ্ছত্র সম্রাট , সর্বক্ষত্রান্তক বা সকল ক্ষত্রিয় রাজার উচ্ছেদকারী – সর্বক্ষত্রিয়চ্ছেতা এবং দ্বিতীয় পরশুরাম বলা হয় । রাধাকুমুদ মুখোপাধ্যায় এর মতে “মহাপদ্ম নন্দ ছিলেন উত্তর ভারতের প্রথম মহান ঐতিহাসিক সম্রাট ।”

ম্লহাপদ্মের পর তার আট পুত্র একে একে মগধের সিংহাসনে বসেন । এই বংশের শেষ রাজা ছিলেন ধননন্দ । তিনি বিশাল সাম্রাজ্য এবং শক্তিশালী সেনাবাহিনীর অধিকারী ছিলেন । তার আমলেই মহান বীর আলেকজান্ডার ভারত আক্রমন করেন ।

কৌটিল্য নামক জনৈক কূটনিতিজ্ঞ ব্রাহ্মনের সহায়তায় চন্দ্রগুপ্ত মৌর্য ধননন্দকে পরাজিত করে মগধে মৌর্য বংশের প্রতিষ্ঠা করেন ।

wbcs history mock test

RRB group d preparation

wbcs online book store

wbcs guide books

IAS preliminary exam guide

ips preliminary exam guide

wbcs online help