DMCA.com Protection Status

Join Whatsapp Group

আয়ুষ্মান ভারত – ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবীমা ৫০ কোটি ভারতবাসীর জন্য

Spread the love

আয়ুষ্মান ভারত – ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবীমা ৫০ কোটি ভারতবাসীর জন্য

আয়ুষ্মান ভারত – ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবীমা ৫০ কোটি ভারতবাসীর জন্য

আয়ুষ্মান ভারত – প্রধান মন্ত্রী জন আরোগ্য অভিযান । এখন প্রকল্পটি একটি জ্বলন্ত বিষয় । আর হবেই না বা কেন ? মোট ভারতবাসীর ৪০ শতাংশ মানুষ যে এই প্রকল্পের দ্বারা উপকৃত হতে চলেছেন ।  গত ১৫ ই আগস্ট প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী খুবই গর্বের সাথে এই প্রকল্পের ঘোষণা করেছেন । তিনি এটিও বলেছেন আগামী ২৫ শে সেপ্টেম্বর ২০১৮ পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় এর জন্মজয়ন্তীতেই সূচনা করা হবে বহু আকাঙ্খিত এই প্রকল্পের ।

বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই প্রকল্প সমন্ধে খুঁটিনাটিভাবে আমাদের প্রত্যেকেরই জানা খুবই দরকার । যদি আপনি একজন চাকরি প্রার্থী হয়ে থাকেন তাহলে একদিকে যেমন আগামীদিনের বিভিন্ন পরীক্ষায় এই প্রকল্প সমন্ধে প্রশ্ন আসতে চলেছে , অন্যদিকে তেমনই এই প্রকল্পের আওতায় কর্মসংস্থান হতে চলেছে লক্ষ মানুষের । আবার যদি আপনি অর্থনৈতিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষ হয়ে থাকেন । তাহলে আপনিও এই প্রকল্পের সরাসরি সুবিধা পেতে চলেছেন ।

এখানে আরও একটি খুব গুরুত্বপুর্ন বিষয় হল প্রধানমন্ত্রী তার স্বাধীনতা দিবসের ভাষণে ঘোষণা করেছেন ১০ কোটি ( প্রায় ৫০ কোটি ভারতবাসী ) পরিবারের জন্য প্রাথমিকভাবে এই প্রকল্পের সূচনা করা হলেও পরবর্তীকালে এই সংখ্যা আরও বাড়তে চলেছে ।  পরবর্তীকালে এই প্রকল্পের আওতায় আসতে চলেছে মধ্যবিত্ত এবং উচ্চ-মধ্যবিত্ত পরিবারও । তাই সহজেই অনুমান করা যায় এই প্রকল্পের বিশালতাকে । তো চলুন এবার আমরা জেনে নি এই প্রকল্পের খুঁটিনাটি বিষয় ।

স্কিমের নামঃ–

আয়ুষ্মান ভারত – ন্যাশনাল হেলথ প্রোটেকশন মিশন

আয়ুষ্মান ভারত স্কিমের মূল বৈশিষ্ট্যঃ-

  • প্রাথমিকভাবে প্রায় ১০.৭৪ কোটি পরিবার অর্থ্যাৎ প্রায় ৫০ কোটি মানুষ এই প্রকল্পের আওতায় আসতে চলেছে ।
  • প্রত্যেক পরিবারপিছু বছরে ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবীমা পাবেন ।
  • যেকোন সরকারি অথবা নথিভুক্ত বেসরকারি হাসপাতালে বিনামুল্যে চিকিৎসা করাতে পারবেন ।
  • এই পলিসির ক্ষেত্রে পরিবারের সদস্যসংখ্যা , লিঙ্গ , বয়স কোনকিছুর ক্ষেত্রেই কোন বাধ্যবাধকতা নেই ।
  • SECC ( SOCIO ECONOMIC AND CUSTE CENSUS 2011 ) এর ডাটাবেস অনুসারে যোগ্য পরিবারের প্রতিটি সদস্য এই প্রকল্পের আওতায় আসবেন ।
  • পলিসি শুরু হওয়ার প্রথম দিন থেকেই সকল সুবিধা পাবেন পলিসিহোল্ডার ।
  • দেশের যেকোন সরকারি অথবা নথিভুক্ত বেসরকারি হাসপাতালে সম্পুর্ণ বিনামূল্যে চিকিৎসা করাতে পারবেন ।

আয়ুষ্মান ভারত স্কিমের আওতায় কারা কারা থাকছেন  ?

মোটামুটিভাবে যেসব নাগরিক এই স্কিমের আওতায় আসতে পারেন তাদের একটি  লিস্ট এখানে দেওয়া হল । তবে এই লিস্ট ভবিষ্যতে আরও বাড়তে চলেছে-

  • মাটির ঘরে বসবাসকারী
  • পরিবারে ১৫-৫৯ বছরের কোন পুরুষ মানুষ না থাকলে
  • নারী নির্ভর পরিবার
  • তফশিলি জাতি / উপজাতি
  • বাস্তুহীন
  • চুক্তিভিত্তিক শ্রমিক
  • ভিক্ষুক
  • পরিচারকের কাজে নিযুক্ত ব্যাক্তি
  • হকার
  • রাজমিস্ত্রী
  • কুলি
  • ঝাড়ুদার
  • পরিবহণ শ্রমিক
  • দোকানের কর্মী
  • ধোপা
  • চৌকিদার

এছাড়াও নিম্নবিত্ত প্রতিটি পরিবার এই প্রকল্পের আওতায় আসতে চলেছে । আগেই বলা হয়েছে SECC ( SOCIO ECONOMIC AND CUSTE CENSUS 2011 ) এর ডাটাবেস অনুসারে এই প্রকল্পের সুবিধাভোগীদের চয়ন করা হবে ।

প্রকল্পের রুপায়ন –

জাতীয় ক্ষেত্রে এই স্কিম রুপায়নের ক্ষেত্রে Ayushman Bharat National Health Protection Mission Agency (AB-NHPMA)  গঠন করা হবে । রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতেও নতুন বোর্ড গঠন করা হতে পারে অথবা আগের কোন অব্যবসায়ীক সংস্থার সাথে জুড়ে দেওয়া হতে পারে ।

আয়ুষ্মান ভারত স্কিমের সুবিধা –

  • ভারতের প্রায় ৪০ শতাংশ নাগরিক এই স্কিমের আওতায় আসতে চলেছেন ।
  • প্রতি পরিবার পিছু বছরে পাঁচ লক্ষ টাকার স্বাস্থ্য বীমা ।
  • স্বাস্থ্য ক্ষেত্রে উন্নতি ঘটবে ।
  • স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত নাগরিকেরা ভাল স্বাস্থ্য পরিষেবা পাবেন ।
  • উপযুক্ত সময়ে উপযুক্ত চিকিৎসা পাবেন ।
  • কর্মসংস্থানের দরজা খুলে যাবে ।
  • সবশেষে দেশের মানব উন্নয়ন সূচক বৃদ্ধি পাবে ।

আয়ুষ্মান ভারত স্কিমের ব্যয়ভার বহন কে করবে ?

এই প্রকল্পের ব্যয়ভার কেন্দ্র এবং রাজ্য সম্মিলিতভাবে করবে । দেশের অর্থদপ্তর দ্বারা নির্দিস্ট করে দেওয়া অনুপাত অনুসারে ব্যায়ভার কেন্দ্র এবং রাজ্যের মধ্যে বন্টিত হবে ।

উপসংহার –

পরিশেষে বলা যায় যে এই স্কিম তার প্রস্তুতির চূড়ান্ত সীমায় রয়েছে । যাতে প্রতিটি যোগ্য নাগরিক এই সুবিধা পায় সেকারনে বিশেষ সিস্টেম তৈরি করতে চলেছে কেন্দ্র । এই সিস্টেম এখন পরীক্ষাধীন । অন্যদিকে যেসব হাসপাতালগুলি এই স্কিমের আওতায় আসতে চায় তাদের নথিভুক্তকরন চলছে ।এখন শুধু সময়ের অপেক্ষা দেখা যাক এই স্কিম দেশের মানচিত্রে কতটা প্রভাব ফেলতে পারে । তবে যদি সফল হয় সেক্ষেত্রে এটি হতে চলেছে বিশ্বের বৃহত্তম স্বাস্থ্য বীমা প্রকল্প ! লেখাটি ভাল লাগলে অবশ্যই শেয়ার করবেন ।

আয়ুষ্মান ভারত – ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবীমা ৫০ কোটি ভারতবাসীর জন্য

আয়ুষ্মান ভারত – ৫ লক্ষ টাকার স্বাস্থ্যবীমা ৫০ কোটি ভারতবাসীর জন্য

1 comment

    • Rubel alom on September 23, 2018 at 8:38 pm

    Yes

Comments have been disabled.