DMCA.com Protection Status

Join Whatsapp Group

আজকের দিনেই বাবরি মসজিদ ধ্বংশ হয়েছিল , জানুন কি হয়েছিল সেদিন ?

Spread the love

আজকের দিনেই বাবরি মসজিদ ধ্বংশ হয়েছিল , জানুন কি হয়েছিল সেদিন ?

আজকের দিনেই বাবরি মসজিদ ধ্বংশ হয়েছিল , জানুন কি হয়েছিল সেদিন ?

 

আজকের দিনেই বাবরি মসজিদ ধ্বংশ হয়েছিল , জানুন কি হয়েছিল সেদিন ?

অযোধ্যাতে, আজ কারশেবরা ১৯৯২ সালে মাত্র 17 থেকে 18 মিনিটের মধ্যে বাবরি মসজিদটি ধ্বংস করে দিয়েছিল। আজও বাবরি মসজিদ ধ্বংসের ২৬ বছর পর, অযোধ্যা রাম মন্দিরের ইস্যু এবং বাবরি মসজিদের ধ্বংসযজ্ঞের ঘটনা রাজনীতির কেন্দ্রস্থলে রয়েছে। ভারতীয় জনতা পার্টি সহ দেশের বিভিন্ন রাজনৈতিক দল অযোধ্যা ইস্যুতে মুখ খুলছে । তাদের মতে, অযোধ্যার বিতর্কিত ভূমিতে কোনো বিলম্ব ছাড়াই ভগবান রামের একটি মন্দির হতে হবে । শুধুমাত্র রাজনৈতিক দল নয়, বিজেপি সাংসদেরও মন্দির নির্মাণ সম্পর্কে একের পর এক বয়ান দিয়ে চলেছেন ।  এম পি সাধুভী প্রচী বলেন, আগামী মাসে ছয় তারিখে রাম মন্দিরের শিলান্যাস করার কোথা বলেন । তিনি বলেন হয়ত ভগবান রামও এটি চান যে যেদিন বাবরি মসজিদের পতন হয়েছিল সেদিন থেকেই রামমন্দিরের নির্মাণের কাজ শুরু হবে । ৬ ই ডিসেম্বর, ১৯৯২ সালে বাবরি মসজিদটি ধ্বংশস্তুপে পরিনত হয় । চলুন জেনে নি ওইদিন আসলে কি ঘটেছিল –

আরও পড়ুন – 26/11 হামলার আজ দশ বছর পূর্ন হল / কি হয়েছিল সেই কালোদিনে ?

বাবরি মসজিদ ধ্বংশের আগে ৩০ নভেম্বর ১৯৯২ সালে  এল কে আদভানি মুরিলি মনোহর যোশির সহিত অযোধ্যায় যাওয়ার ঘোষণা করেন । এর পর বাবরি মসজিদের ধ্বংশের পরিকল্পনা শুরু হয়েচ যায় । যদিও আদভানির এই সফর সম্পর্কে তথ্য রাজ্য ও কেন্দ্র উভয় সরকারের কাছেই ছিল। গত 5 ডিসেম্বর ১৯৯২ সালের সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শংকর রাও চৌহান বলেন, অযোধ্যাতে কোন সমস্যা হবে না । বলা হয় , স্বরাষ্ট্রমন্ত্রী  উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কল্যাণ সিংকে তার গোয়েন্দা সংস্থার তুলনায় বেশি বিশ্বাস করতেন । যাইহোক, এই সময় গোয়েন্দা সংস্থাগুলির তরফ থেকে করসেবকদের ক্রমবর্ধমান রাগ সম্পর্কে খবর দেওয়া হয়েছিল । তারা বলেছিল যে কোন সময়ে বাবরি মসজিদে হামলা হতে পারে এবং সেটি ধ্বংশস্তুপে পরিনত হতে পারে । কিন্তু কোনধরনের  সাবধানতা অনুসরণ করা হয় নি। এবং অবশেষে বাবরি মসজিদের ধ্বংস করা হয় । এর কয়েক ঘণ্টা পর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কল্যান সিং পদত্যাগ করেন ।

আজকের দিনেই বাবরি মসজিদ ধ্বংশ হয়েছিল , জানুন কি হয়েছিল সেদিন ?