DMCA.com Protection Status

Join Whatsapp Group

আপনার এই কোম্পানির প্রিপেড সিম থাকলে মেয়াদ বাড়তে চলেছে , সাথে মিলবে টকটাইম !

Spread the love
coronavirus lockdown telecom companies giving extended time to prepaid customers
telecom companies giving extended time to prepaid customers

আপনার এই কোম্পানির প্রিপেড সিম থাকলে মেয়াদ বাড়তে চলেছে , সাথে মিলবে টকটাইম !

Coronavirus lockdown telecom companies giving extended time to prepaid customers : অবশেষে TRAI এর আবেদনে সাড়া দিল কয়েকটি টেলিকম সংস্থা ।  দেশে ২১ দিনের লক ডাউন চলছে । বেশিরভাগ স্থানে দোকানপাট বন্ধ ।

এমন অনেক সিম গ্রাহক রয়েছেন যারা অনলাইনে রিচার্জ করতে পারেন না । এই লক ডাউনে তাঁরা না পারছে অনলাইনে রিচার্জ করতে , না পারছে বাইরে গিয়ে রিচার্জ করতে । বাইরে বের হলেও বেশিরভাগ রিচার্জের দোকান বন্ধ রয়েছে ।

এই অবস্থা থেকে মুক্তির জন্য TRAI  প্রত্যেকটি টেলিকম সংস্থাকে আবেদন করেছিল যেন তাঁরা এই লক ডাউনের সময় বৈধতা বাড়িয়ে দেন ।যাতে করে তার বৈধতা শেষ হয়ে গেলেও তাদের ইনকামিং এবং আউটগোয়িং কল বন্ধ না হয় ।

আর এবার এই আবেদনে সাড়া দিল বিএসএনএল , এম টি এন এল প্রভৃতি রাস্ত্রায়ত্ত টেলিকম কোম্পানি সহ এয়ারটেল কোম্পানি ।

বিএসএনএল জানিয়েছে যদি কারো এই লক ডাউন এর সময় বৈধতা শেষ হয় তাদের বৈধতা আগামী ২০ এপ্রিল পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে । একইসাথে আগাম ১০ টাকার টকটাইমও দেওয়া হয়েছে সেইসকল গ্রাহকদের । পরবর্তী রিচার্জের সময় এই এই টাকা কেটে নেওয়া হবে ।

অন্যদিকে এয়ারটেল জানিয়েছে যারা কম পয়সা খরচ করেন সেই সকল গ্রাহকদের যদি এই লক ডাউন এর সময় এ বৈধতা শেষ হয় তাহলে তাদের বৈধতা আগামী ১৭ ই এপ্রিল পর্যন্ত বাড়ানো হচ্ছে । একইসাথে দেওয়া হচ্ছে ১০ টাকার টকটাইম ।  

এয়ারটেল জানিয়েছে তাদের এই পদক্ষেপের ফলে দেশে আট কোটি মানুষ উপকৃত হতে চলেছেন । পরিযায়ী শ্রমিক এবং দৈনিক মজুরেরা সব থেকে বেশি উপকৃত হবেন এই পদক্ষেপের ফলে ।

শেষ পাওয়া খবর পর্যন্ত বাকি টেলিকম সংস্থাগুলির এব্যাপারে কোন পদক্ষেপ নেয়নি । হয়ত খুব দ্রুত তারাও TRAI এর ডাকে সাড়া দিয়ে লক ডাউন সময়ে বৈধতা বাড়াবে ।

To know the news in english language –CLICK HERE