DMCA.com Protection Status

Join Whatsapp Group

West Bengal Public Service Commission  নিয়োগ করতে চলেছে Assistant Curator

Spread the love

 

West Bengal Public Service Commission  নিয়োগ করতে চলেছে Assistant Curator

West Bengal Public Service Commission (PSCWB)  নিয়োগ করতে চলেছে Assistant Curator . শূন্যপদটি রয়েছে ইন্সটিটিউট অফ ডি চন্দরনগর , হুগলির  Higher Education, Science and Technology and Biotechnology ডিপার্টমেন্টে । পদটি প্রাথমিকভাবে অস্থায়ী হলেও পরবর্তীকালে স্থায়ী হতে পারে । আগ্রহী প্রার্থীগন West Bengal Public Service Commission (PSCWB) এর অফিশিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনে আবেদন করতে পারেন । নিচে আপনাদের সুবিধার্থে এই পদের জন্য বয়স , শিক্ষাগত যোগ্যতা  এবং অন্যান্য বিষয়গুলি বিস্তারিতভাবে দেওয়া হল  –

 

WEST BENGAL PUBLIC SERVICE COMMISSION (PSCWB) INVITES ONLINE APPLICATION FOR 01 POST OF ASSISTANT CURATOR. LAST DATE — 30/07/2018

পদ-

ASSISTANT CURATOR 

শূন্যপদ :-

১ টি

শিক্ষাগত যোগ্যতা –

১.  Museology / Chemistry  নিয়ে গ্র্যাজুয়েশন ।

অথবা

Museology নিয়ে MA/ M.Sc

২. ফরাসী ভাষায় সার্টিফিকেট অথবা ডিপ্লোমা ।

৩.  ইংরাজি ও বাংলা টাইপিং সহ কম্পিউটারে সাধারন জ্ঞান ।

৪. আবেদনকারীকে অবশ্যই বাংলা ভাষায় লিখতে , বলতে ও পড়তে জানতে হবে ( যাদের মাতৃভাষা নেপালি তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয় ।

অভিজ্ঞতা –

মিউজিয়ামের প্রশাসনিক অথবা ডকুমেন্টেশন বিভাগে ১ বছরের অভিজ্ঞতা ।

বয়সসীমা –

০১.০১.২০১৮ অনুসারে ২১ থেকে ৩৬ বছরের মধ্যে । সংরক্ষিত ক্ষেত্রের প্রার্থীরা নিয়ম অনুসারে বয়সে ছাড় পাবেন ।

বেতনক্রম –

৯০০০ থেকে ৪০৫০০ । গ্রেড পে ৪৭০০ টাকা

আবেদন ফি –

১৬০ টাকা   । পশ্চিমবঙ্গের SC/ST/PH প্রার্থীদের কোন ফি লাগবে না । অন্য রাজ্যের  SC/ST/PH  সকল প্রার্থীকে ফি দিতে হবে ।  OBC দের কোন ছাড় নেই । পেমন্ট করা যাবে অনলাইন ডেবিট কার্ড , ক্রেডিট কার্ড , নেট ব্যাঙ্কিং এর মাধ্যমে । অফলাইনে চালানের মাধ্যমে পেমেন্ট করা যাবে সেক্ষেত্রে   WBPSC এর  অফিশিয়াল ওয়েবসাইট থেকে চালান প্রিন্ট করে নেবেন ।

প্রার্থী নির্বাচন পদ্ধতি –

প্রার্থী নির্বাচন করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে ।

পরীক্ষার সময় , তারিখ এবং স্থান যোগ্য প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে । একিসাথে এই সকল তথ্য  West Bengal Public Service Commission (PSCWB)  এর অফিশিয়াল ওয়েবসাইটেও পেয়ে যাবেন –

 http:// www.pscwbapplication.in

 

আবেদন পদ্ধতি –

West Bengal Public Service Commission (PSCWB) অফিশিয়াল ওয়েবসাইট থেকে  ( http:// www.pscwbapplication.in ) ১০.০৭.২০১৮ থেকে ৩০.০৭.২০১৮ তারিখের মধ্যে আবেদন করবেন । 

সফলভাবে আবেদন করার পর আপনি একটি রেজিস্ট্রেশন / একনলেজমেন্ট স্লিপ পাবেন । সেটি প্রিন্ট করে নেবেন ।  কিভাবে আবেদন করবেন তা বিস্তারিত জানার জন্য অফিশিয়াল নোটিশটি দেখুন  ।

 

গুরুত্বপুর্ন তথ্য –

আবেদন শুরু হবে – ১০.০৭.২০১৮ তারিখ থেকে

আবেদনের শেষ তারিখ – ৩০.০৭.২০১৮ তারিখ

 

West Bengal Public Service Commission (PSCWB)  এর অফিসিয়াল ওয়েবসাইট — http:// www.pscwbapplication.in

অফিশিয়াল নোটিশটি দেখুন  — 

অনলাইনে আবেদন করার জন্য লিঙ্কে ক্লিক করুন  — VISIT THE URL

 

KARMASATHE ANDROID  APP টি ডাউনলোড করুন  –