DMCA.com Protection Status

Join Whatsapp Group

রিজার্ভ ব্যাঙ্ক বের করল নতুন ১০০ টাকার নোট / জাল নোট থেকে সাবধান /চিনে নিন নতুন ১০০ টাকার নোট

Spread the love

রিজার্ভ ব্যাঙ্ক বের করল নতুন ১০০ টাকার নোট / জাল নোট থেকে সাবধান /চিনে নিন নতুন ১০০ টাকার নোট

 

রিজার্ভ ব্যাঙ্ক বের করল নতুন ১০০ টাকার নোট

ভারতীয় রিজার্ভ ব্যাংক শীঘ্রই ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর ড. ঊরজিৎ প্যাটেলের স্বাক্ষরসহ মহাত্মা গান্ধী (নিউ) সিরিজে 100 টাকার  নোট উদ্বোধন করবে।যা আগস্ট মাসের মধ্যে বাজারে চলে আসবে বলে মনে হচ্ছে ।  নতুন নোটের পিছন দিকে রয়েছে “রানি কি ভাভ” এর ছবি । যা আমাদের ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যকে তুলে ধরে  । নতুন নোটটি  ল্যাভেন্ডার রঙের । এছাড়াও নোটের অন্যান্য নকশা ,, জ্যামিতিক প্যাটার্নগুলি রঙের সাথে নোটের উভয়দিকে সামঞ্জস্যপুর্নভাবে রয়েছে ।  নতুন ১০০ টাকার নোটটির  ক্ষেত্রফল হল  ৬৬ মিমি x ১৪২ মিমি। যা বর্তমান ১০০ টাকার নোটের থেকে একটু ছোট এবং বর্তমান ১০ টাকার নোটের থেকে একটু বড় ।

 

মহাত্মা গান্ধীর (নিউ) সিরিজে 100 টাকার নোটের বৈশিষ্ট্য ঃ

 

সামনের দিকের ছবি –

রিজার্ভ ব্যাঙ্ক বের করল নতুন ১০০ টাকার নোট / জাল নোট থেকে সাবধান /চিনে নিন নতুন ১০০ টাকার নোট

নতুন ১০০ টাকার নোটের সামনের দিক

রিজার্ভ ব্যাঙ্ক বের করল নতুন ১০০ টাকার নোট / জাল নোট থেকে সাবধান /চিনে নিন নতুন ১০০ টাকার নোট

পিছনের দিকের ছবি –

রিজার্ভ ব্যাঙ্ক বের করল নতুন ১০০ টাকার নোট / জাল নোট থেকে সাবধান /চিনে নিন নতুন ১০০ টাকার নোট

নতুন ১০০ টাকার নোটের পিছনের দিক

 

নতুন ১০০ টাকার নোটের সামনের দিকের বৈশিষ্ট্য ঃ

 

  1. ইংরাজিতে ১০০ সংখ্যাটি লেখা রয়েছে ।

  2. দেবনাগরীতে ১০০ সংখ্যাটি লেখা থাকবে ।

  3. নোটের মাঝে  মহাত্মা গান্ধীর ছবি থাকবে ।

  4. ক্ষুদ্র অক্ষরে লেখা থাকবে  ‘RBI’, ‘भारत’, ‘India’ and ‘100’ ।

  5. নোট যাতে জাল না হয় সে বিষয়ে বেশ কিছু সতর্কতা মূলক পদক্ষেপ নেওয়া হয়েছে  এই নতুন নোটে ।  এই নোটের security thread এর ভারত এবং আর বি আই হিন্দিতে লেখা আছে ।  নোটটিকে হেলানো হলে  নোটের মধ্যে থাকা security thread  এর রঙ পরিবর্তন হবে ।নোটটিকে হেলানো হলে security thread টি  সবুজ থেকে নীল রঙের হয়ে যাবে ।

  6. মহাত্মা গান্ধীর প্রতিকৃতির ডানদিকে রয়েছে  আর বি আই গভর্নরের প্রতিশ্রুতি বাক্য এবং আর বি আই এর প্রতীকচিহ্ন ।

  7. নোটের একদম ডানদিকে রয়েছে অশোকস্তম্ভ ।

  8. মহাত্মা গান্ধীর প্রতিকৃতি এবং ইলেকট্রোটাইপ (100) এর  জলছবি ।

  9. উপরের বাম দিকে এবং নিচের ডানদিকে রয়েছে নোটের নম্বর ।

  10. দৃষ্টিহীনদের সুবিধার জন্য নোটের উপর মহাত্বা গান্ধী এবং অশোক স্তম্ভের ছবি খোঁদাই করা আছে ।

নতুন ১০০ টাকার নোটের পিছনের দিকের বৈশিষ্ট্য

  1. নোটের বাদিকে রয়েছে  মুদ্রণের বছর

  2. স্লোগান সহ “স্বচ্ছ ভারত” এর  লোগো ।

  3. ভারতীয় বিভিন্ন  ভাষায় ১০০ কথাটি লেখা ।

  4. “রানি কি ভাব” এর নকশা ।

  5. দেবনাগরীতে ১০০ সংখ্যাটি লেখা ।