DMCA.com Protection Status

Join Whatsapp Group

রেল-এ 14033 শুন্যপদে নিয়োগ (Railway Recruitment)

Spread the love
 রেল-এ 14033 শুন্যপদে নিয়োগ
(Railway Recruitment)

 Railway Recruitment Board একটি বিজ্ঞপ্তি জারি করেছে Junior Engineer, Assistant ও অন্যান্য পদে যোগদান করার জন্য । চাকরির বিবরণ, যোগ্যতা, বয়স নিম্নে দেওয়া হল ➡

✏

 নিয়োগকারী সংস্থা :- Railway Recruitment Board (RRB) দ্বারা যোগ্য প্রার্থীদের নিয়োগ করা হবে। প্রার্থী বাছাই করবে কলকাতা, মালদা, শিলিগুড়ি ইত্যাদি সংশ্লিষ্ট Railway Recruitment Board গুলি মিলিতভাবে।

✏

 পদের নাম:- যেসব পদে নিয়োগ করা হবে – Junior Engineer, Assistant, Depo Material Superintendent, Junior Engineer (Information Technology). 

✏

পদসংখ্যা:- মোট শুন্যপদে ভ্যাকান্সি রয়েছে 14033 টি। ▫ Junior Engineer – 13034 টি Vacancy ▫ Junior Engineer (Information Technology) – 49 টি Vacancy ▫ Depo Material Superintendent – 456 টি Vacancy ▫ Assistant – 494 টি Vacancy 

✏

 বেতন:- এইসব পদের জন্য কর্মীদের বেতন ধার্য করা হয়েছে 35,400 টাকা ও সাথে অন্যান্য ভাতা।

✏

 বয়সসীমা :- এইসমস্ত পদের জন্য প্রার্থীদের বয়স হতে হবে 1 জানুয়ারী 2019 তারিখের হিসেবে 18 থেকে 33 বছরের মধ্যে। 

✏

 যোগ্যতা :- বিভিন্ন পদের জন্য আলাদা আলাদা ক্যাটেগরিতে যোগ্যতার কথা বলা হয়েছে -▫ Junior Engineer – সংশ্লিষ্ট ডিসিপ্লিনে ইঞ্জিনিয়ারিং ডিগ্রী / ডিপ্লোমা যোগ্যতা থাকতে হবে। ▫ Depo Material Superintendent – যেকোনও শাখায় ইঞ্জিনিয়ারিং ডিগ্রী / ডিপ্লোমা যোগ্যতা থাকতে হবে। ▫ Junior Engineer (Information Technology) – কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা প্রতিষ্ঠান থেকে PGDCA/BSc (কম্পিউটার সায়েন্স) / BCA/B.tech (information technology) / B.tech (কম্পিউটার সায়েন্স) / ডোয়েকের ‘B’ লেভেল কোর্স তিনবছরের সময়সীমার বা সমতূল।▫ Assistant – ন্যূনতম 45 শতাংশ নম্বর নিয়ে Physics ও Chemistry সহ বিজ্ঞান শাখায় ব্যাচেলর ডিগ্রী যোগ্যতা থাকতে হবে। 

✏

 নিয়োগের পদ্ধতি :- কম্পিউটার ভিত্তিক দু-স্তরে পরীক্ষা, নথিপত্র যাচাই ও মেডিক্যাল পরীক্ষার মাধ্যমে নিয়োগ করা হবে। 

✏

 আবেদন মূল্য :- General এবং OBC প্রার্থীদের আবেদন ফি 500 টাকা। আর SC/ST প্রার্থীদের আবেদন ফি 250 টাকা ।

✏

 গুরুত্বপূর্ন তারিখ:- এইসমস্ত পদের জন্য আবেদন শুরু হয়েছে 02 জানুয়ারী সকাল 10 টায় এবং এর আবেদন শেষ হবে 31 জানুয়ারী 2019 তারিখ রাত 11:59 পর্যন্ত।

✏

আবেদনের পদ্ধতি :- নিম্নে দেওয়া নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। 
▫ কলকাতা – www.rrbkolkata.gov.in▫ আহমেদাবাদ – www.rrbahmedabad.gov.in▫ আজমির – www.rrbajmer.gov.in ▫ এলাহাবাদ – www.rrbald.gov.in ▫ বেঙ্গালুরু – www.rrbbnc.gov.in ▫ ভোপাল – www.rrbbpl.nic.in ▫ ভূবেনেশ্বর – www.rrbbbs.gov.in ▫ বিলাসপুর – www.rrbbilaspur.gov.in ▫ চন্ডীগড় – www.rrbcdg.gov.in ▫ চেন্নাই – www.rrbchennai.gov.in ▫ গোরক্ষপুর – www.rrbgkp.gov.in ▫ গুয়াহাটি – www.rrbguwahati.gov.in ▫ জন্মু ও কাশ্মীর – www.rrbjammu.nic.in ▫ মালদা – www.rrbmalda.gov.in ▫ মুম্বই – www.rrbmumbai.gov.in ▫ মুজফ্ফরপুর – www.rrbmuzaffarpur.gov.in ▫ পাটনা – www.rrbpatna.gov.in ▫ রাঁচি – www.rrbranchi.gov.in ▫ সেকেন্দ্রাবাদ – www.rrbsecunderabad.nic.in ▫ শিলিগুড়ি – www.rrbsilliguri.org▫ তিরুবনন্তপুরম – www.rrbthiruvananthapuram.gov.in
       


 Official Notification – CLICK TO DOWNLOAD