DMCA.com Protection Status

Join Whatsapp Group

SSK MSK শিক্ষকদের GO নিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী কি সুখবর দিলেন ?

Spread the love

SSK MSK শিক্ষকদের GO  নিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী কি সুখবর দিলেন ?

SSK MSK শিক্ষকদের GO  নিয়ে শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জী কি সুখবর দিলেন ?

গত আট বছর ধরে SSK MSK শিক্ষকদের একটি টাকাও বেতন বাড়েনি যানিয়ে তাদের মধ্যে রয়েছে তীব্র বিক্ষোভ । দীর্ঘ অপেক্ষার পর অবশেষে SSK MSK শিক্ষকেরা জীবনে প্রথমবারের জন্য বোনাস পেয়েছেন । একইসাথে GO এর অর্ডার যেকোনদিন হতে পারে এটাই শোনা যাচ্ছিল । অবশেষে গতকাল আমাদের সংবাদমাধ্যমকে SSK MSK সরকারপন্থী দলের নেতা মুকুলেস রহমান জানান “SSK MSK শিক্ষকদের GO এর ব্যাপারে শিক্ষামন্ত্রীর তরফ থেকে যা করণীয় তা তিনি করে ফেলেছেন । খুব শীঘ্রই GO প্রকাশিত হবে ।” আর এরপরই বিকেলের দিকে শিক্ষামন্ত্রী প্রেস কনফারেন্স করে এই সুখবরটি জানান । তিনি SSK MSK শিক্ষকদের ব্যাপারে বলেন

আরও পড়ুনঃ নয়া বেতন না ডিএ যোগে বর্তমান বেতন । কোনটাতে বেশি লাভ?

“যেটা হচ্ছে যে SSK MSK , SSK MSK এর আমরা ঘোষণা করেছিলাম যে বেতনবৃদ্ধিসহ নানারকম যে তাদের সঙ্গে এটপার করার প্যারাটিচারদের সেইটার অনুমোদন মুখ্যমন্ত্রীর তরফ থেকে লিখিতভাবে ফিন্যান্স দপ্তর জানিয়েছে  । আমরা SSK MSK এর ইতিমধ্যেই তাদেরকে বলেছিলাম যে তোমরা কোন অপশানে যাবে ? একটা 65 আছে ,একটা আমাদের 60 আছে  । এবং যে যে অপশাননে যাবে লিখিতভাবে দিলে তারা সেই অপশানেই যারা , 65 চায় তাহলে পুরোনো ইয়েতেই থাকবে ।আর যারা অপশান দেবে তারা নতুন ইয়েতেই থাকবে । কিন্তু ব্যা….ব্যা… যা নিয়ম অর্থাৎ প্রাইমারি টিচার হতে গেলে যে যোগ্যতা লাগে এবং যে নিয়মে ব্যা… প্রাইমারি শিক্ষক আমরা নিয়োগ করি তার বাইরে গিয়ে নতুন কোনো আর সুযোগ সুবিধা ADD করতে পারবো না । তারা যা পাচ্ছেন পাবেন , আমরা কাটতেও চাইনা , বলতেও চাইনা !” – পার্থ চ্যাটার্জী ( শিক্ষামন্ত্রী ) ০১.১০.২০১৯

আরও পড়ুনঃ ষষ্ঠ বেতন কমিশন অনুসারে আপনার বেতন কত হবে ?

শিক্ষামন্ত্রীর বক্তব্যের মূল সারকথা হল , তিনি প্রথম থেকেই বলে এসেছেন SSK MSK শিক্ষকদের পার্শ্বশিক্ষকের সমসুযোগ এবং সমমর্যাদা দেবেন  । এবং সেইব্যাপারে মুখ্যমন্ত্রীর তরফ থেকে লিখিতভাবে অর্থদপ্তর অনুমোদন দিয়েছে । শিক্ষকদের বয়সের ব্যাপারে ৬০ এবং ৬৫ যে সমস্যা রয়েছে সেখানে শিক্ষকদের বাছাইয়ের সুযোগ দেওয়া হবে । SSK MSK এর নিয়ম অনুসারে অবসরের বয়স ৬৫ বছর । অন্যদিকে শিক্ষাদপ্তরের নিয়ম অনুসারে অবসরের বয়স ৬০ বছর । সেক্ষেত্রে শিক্ষাদপ্তরের সুযোগ সুবিধা পেতে হলে অবশ্যই ৬০ বছরকে বেছে নিতে হবে । যদিও এই বয়সের বিষয়টি এখনও সম্পুর্ন পরিস্কার নয় । অর্থাৎ যারা ৬৫ বছর অপশান চাইবেন তারা কি শিক্ষাদপ্তরেরে আওতায় আসবেন ? না কি পঞ্চায়েত দপ্তরেই থেকে যাবেন । আবার অন্যদিকে নতুন শিক্ষানীতি অনুসারে ২০২২ এর পর , আর কোনচুক্তিভিত্তিক শিক্ষকের অস্তিত্বই থাকবে না। সেখেত্রে যারা পঞ্চায়েতদপ্তরে থেকে যাবেন তাদের ভবিষ্যৎ কি ? এরকম বেশকিছু প্রশ্ন উঠে এসেছে শিক্ষামন্ত্রীর বক্তব্যকে কেন্দ্র করে । শিক্ষকেরা আশাবাদী আগামীদিনে হয়ত বিষয়টি আরও পরিস্কার হবে ।

SSK MSK সমবেতন এবং সমকাজের মর্যাদা নিয়ে কি বললেন শিক্ষামন্ত্রী

   SSK MSK এ শিক্ষকদের দীর্ঘদিনের দাবী সমকাজে সমবেতন । এবিষয়ে শিক্ষামন্ত্রী সরাসরি কিছু না বললেও ঘুরিয়ে একটি কথা বলেছেন । প্রাইমারী শিক্ষকদের যেসব সুযোগসুবিধা দেওয়া হয় , সেইসকল সুযোগসুবিধা পেতে গেলে যে যোগ্যতা লাগে , এবং যে নিয়মে নিয়োগ করা হয় , সেই নিয়মের বাইরে গিয়ে আর কিছু করা যাবে না । অর্থাৎ SSK MSK  শিক্ষকদের আর কোনও সুযোগ দেওয়া সম্ভব নয় । তারা যা পাচ্ছেন সেটাই পাবেন । এব্যাপারে তাদের বেতন কমানো বা বাড়ানো কোনটিই করা হবে না ।