DMCA.com Protection Status

Join Whatsapp Group

wbcs-preparation-indus-valley-civilisation

Spread the love

WBCS Preparation| সিন্ধু সভ্যতা

#wbcs-preparation-indus-valley-civilisation

wbcs-preparation-indus-valley-civilisation

সিন্ধু সভ্যতা

.      

  • দয়ারাম সাহানি প্রথম আবিষ্কার করেন হরপ্পা ( 1921 খ্রিস্টাব্দ ) wbcs preparation

  • হরপ্পা রাভি নদীর তীরে ।
  • মহেঞ্জোদারো দবদের অর্থ “মৃতের স্তুপ “
  • 1922 খ্রিস্টাব্দে রাখালদাস বন্দোপাধ্যায় মহেঞ্জোদারো শহরটির খোঁজ পান ।এটি সিন্ধু প্রদেশের লারকানা জেলার অন্তর্ভুক্ত ।#wbcs preparation/indus valley civilization
  • সিন্ধু সভ্যতা ব্রোঞ্জ যুগের সভ্যতা ।#wbcs-preparation-indus-valley-civilisation
  • রেডিও কার্বন পদ্ধতি অনুযায়ী এই যুগের বিস্তৃতি হলো – 2500 bc-1750 bc.

 

  • তাদের তামার , ব্রোঞ্জের ও সোনার ব্যবহার জানা ছিল না । wbcs guide books

  • সিন্ধুভাসভ্যতার বৃহত্তম এবং আধুনিক আবিষ্কারটি হল গুজরাটের ধোলাবিরা ( 1985-1990 )
  • ধোলাবিরা আবিষ্কারে ভূমিকা নিয়েছিলেন JP JOSHI এবং RS BISHT.
  • মেহেরগড় সভ্যতা (1974) আবিষ্কার করেন জা ফ্রাঁসোয়া জারিজ ও রিচার্ড মিড
  • মহেঞ্জোদারোতে স্নানাগার পাওয়া যায় ।
  • শস্যাগার পাওয়া যায় হরপ্পাতে ।#wbcs preparation/indus valley civilisation
  • মহেঞ্জোদারোতে নটি স্তর এবং হরপ্পাতে ছটি স্তর পাওয়া যায় ।
  • সিন্ধু উপত্যকায় ঢাল , বর্ম , শিরস্ত্রান প্রভৃতি আত্মরক্ষামূলক অস্ত্রের কোন সন্ধান মেলেনি ।
  • এই সভ্যতায় দক্ষিণাত্য থেকে দামি পাথর , রাজপুতনা থেকে তামা , কাঁথিওবার থেকে শঙ্খ এবং বেলুচিস্তান , আফগানিস্তান ও ইরান থেকে শোনা রুপা টিন , সীসা আমদানি হতো ।#wbcs-preparation-indus-valley-civilisation

 

  • লোথাল ছিল বিশ্বের প্রাচীনতম বন্দর ।wbcs online books

  • পশ্চিম এশিয়ার আক্কাদ নামক স্থানে ভারতীয় বণিকদের উপনিবেশ ছিল ।
  • ধানের চাষ এবং মুরগি পালনের সূত্রপাত সিন্ধু উপত্যকাতেই ।#wbcs-preparation-indus-valley-civilisation