DMCA.com Protection Status

Join Whatsapp Group

wbcs-preparation-rig-veda-era

Spread the love

ঋকবৈদিক যুগ (১৫০০ খ্রীঃপূঃ -১০০০ খ্রীঃপূঃ)

 

 

 

#3 Wbcs preparation ; ঋকবৈদিক যুগ (১৫০০ খ্রীঃপূঃ -১০০০ খ্রীঃপূঃ)

wbcs-preparation-rig-veda-era

ঋক বৈদিক যুগ

 

বৈদিক সভ্যতা

wbcs preparation

  • আর্য কথার অরথ সদ্বংশজাত বা অভিজাত মানুষ ।
  • অধ্যাপক ব্রান্ডেনস্টাইন সিদ্ধান্তে এসেছেন যে উরাল পর্বতের দক্ষিনে অবস্থিত খিরঘিজের তৃণভূমি হল আর্যদের আদি বাসস্থান ।
  • আনুমানিক ১৪০০ খ্রীঃপূঃ-১০০০ খ্রীঃপূঃ মধ্যে ঋকবেদ রচিত হয় ।

  • বেদ শব্দের উৎপত্তি বিদ শব্দ থেকে যার অর্থ জ্ঞান ।
  • প্রাকৃতিক বর্ণনা এবং প্রকৃতির দেবদেবীর স্তুতিগান ঋকবেদের বিষয়বস্তু ।
  • সামবেদের অধিকাংশ স্তোত্রই ঋকবেদ থেকে সংকলিত এবং যজ্ঞের সময় এই স্তোত্রগুলি গীত হয় ।
  • যজুর্বেদে যাগযজ্ঞের মন্ত্রাদি স্থান পেয়েছে ।
  • বৈদিক সাহিত্যের মুলতত্ব সংক্ষেপে ও নির্ভুলভাবে বুঝবার জন্য রচিত হয় সুত্রসাহিত্য । এর দুটি অংশ – বেদাঙ্গ ও ষড়দর্শন ।
  • বেদপাথের জন্য ছটি বিদ্যার প্রয়োজন হয় তাকে বেদাঙ্গ বলে । যথা – শিক্ষা , ছন্দ , ব্যাকরণ , নিরুক্ত , জ্যোতিষ ও কল্প ।

 

 

  • কপিলের সাংখ্যদর্শন , পতঞ্জলির যোগশাস্ত্র , গৌতমের ন্যায়শাস্ত্র , কনাদের বৈশেয়িক দর্শন , জৈমিনির পূর্বমীমাংসা , বেদব্যাস বা বদরায়নের উত্তর মীমাংসা ষড়দর্শনের অন্তর্ভুক্ত । wbcs guide books

  • ঋকবৈদিক যুগ মোটামুটিভাবে ১৫০০ খ্রীঃপূঃ – ১০০০ খ্রীঃপূঃ ।
  • ঋকবেদে ভরত , যদু সঞ্জয় , পুরু , তুর্বস প্রভৃতি নানা গোষ্ঠীর পরিচয় পাওয়া যায় ।
  • ঋকবেদে সুদাস নামে জনৈক শক্তিশালী রাজার উল্লেখ আছে ।#wbcs-preparation-rig-veda-era
  • গ্রানের শাসনকর্তাকে “গ্রামণী” বলা হত । কয়েকটি গ্রাম নিয়ে গঠিত হত বিশ । বিশের শাসনকর্তাকে বিশপতি । জনের প্রধাঙ্কে গোপ বলা হত ।
  • রাজাকে রাজন বলা হত । গনের শাসকদের গনপতি বা জ্যৈষ্ঠ বলা হত ।
  • রাজাকে সভা ও সমিতি নামে দুটি পরিষদের মত নিয়ে চলতে হত ।
  • সভা ছিল বয়জৈস্টদের ও জ্ঞান বৃদ্ধদের প্রতিষ্ঠান ।
  • বশিষ্ঠ ও বিশ্বামিত্র ছিলেন ঋকবৈদিকযুগের প্রভাবশালী পুরোহিত ।
  • পুলিশদের বলা হত উগ্র ।
  • পারস্পরিক বিবাদে যিনি মধ্যস্ততা করতেন তাকে বলা হত মধ্যমসি । গ্রামের বিচারককে বলা হত গ্রাম্যবাদীন ।
  • পরিবারকে বলা হত কুল । কুলের প্রধাঙ্কে বলা হত গৃহপতি বা কুলপ ।
  • মেয়েরা বেদপাঠ ও উপনয়নের অধিকারিণী ছিলেন । ঘোষা , অপালা , বিস্ববারা , মমতা , লোপামুদ্রা প্রভৃতি হলেন ঋকবৈদিক যুগের অন্যতম নারী ।
  • সোমরস ও সুরা নামে দুটি পানীয় ব্যবহার হত ।
  • ব্রহ্মার মুখ থেকে ব্রাহ্মন , বাহু থেকে ক্ষত্রিয় , উরু থেকে বৈশ্য , ও পদদ্বয় থেকে শুদ্রের উৎপত্তি হয়েছে ।
  • আর্য সন্তানের জীবন ব্রহ্মচর্য , গার্হস্থ্য , বানপ্রস্থ , সন্ন্যাস চারটি স্তরে বিভক্ত ছিল ।
  • এই যুগে গোসম্পদ লুঠ বা পুনরুদ্ধারের জন্যই যুদ্ধ হত ।wbcs online books

  • ঋকবেদে গরুকে বলা হত অঘ্ন্য । অর্থাৎ যাকে হত্যা করা যায় না ।
  • ঋকবেদে “শত অনিত্র” অর্থাৎ শত দাড়বিশিস্ট নৌকার উল্লেখ আছে।
  • সোম হলেন বৃক্ষাদির , মরুৎ ব্জ্র , পর্জন্য বৃস্টি , যম মৃত্যুর এবং সরস্বতী ছিলেন নদীর দেবী ।

 

1 comment

  1. Wbcs history best books ..please suggest me

Comments have been disabled.