DMCA.com Protection Status

Join Whatsapp Group

পশ্চিমবঙ্গ শক্তি উন্নয়ন নিগম লিমিটেড (W.B.P.D.C.L) বিভিন্ন পদে 328 জন লোক নিচ্ছে/এক্ষুনি আবেদন করুন

Spread the love

পশ্চিমবঙ্গ শক্তি উন্নয়ন নিগম লিমিটেড (W.B.P.D.C.L) বিভিন্ন পদে 328 জন লোক নিচ্ছে/এক্ষুনি আবেদন করুন

পশ্চিমবঙ্গ শক্তি উন্নয়ন নিগম লিমিটেড (W.B.P.D.C.L) বিভিন্ন পদে 328 জন লোক নিচ্ছে/এক্ষুনি আবেদন করুন

আপনাদের জন্য রয়েছে আবার একটি চাকরির খবর।।এক্ষুনি আবেদন করুন।পশ্চিমবঙ্গ শক্তি উন্নয়ন নিগম লিমিটেড (W.B.P.D.C.L) সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার,, জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট,,অফিস এক্সিকিউটিভ,,অপারেটর/টেকনিশিয়ান প্রবেশনার পদে 328 জন লোক নিচ্ছে।।আপনাদের সুবিধার জন্য নিচে এই পদ গুলির বিস্তারিত তথ্য দেওয়া হলো::

পদের নাম – অপারেটর/ টেকনিশিয়ান প্রবেশনার :

শিক্ষাগত যোগ্যতা – 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাশরা ফিটার বা ইলেক্ট্রিশিয়ান ট্রেডে আই.টি.আই/ন্যাশানাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট কোর্স পাশ হলে যোগ্য।।

বেতনক্রম-6,300-20.200 টাকা।

শুণ্যপদ-ফিটারে-140 টি,,ইলেক্ট্রিশিয়ানে-60 টি।।

পদের নাম – অফিস এক্সিকিউটিভ:

শিক্ষাগত যোগ্যতা – 50% নম্বর পেয়ে যে কোনো শাখার গ্র্যাজুয়েট কিংবা অনার্স গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারেন আর কম্পিউটার অ্যাপ্লিকেশনের কোর্স পাশ হতে হবে।।

বেতনক্রম-6,300-20,200 টাকা।

শুণ্যপদ-25 টি।

পদের নাম – সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার(সিভিল) প্রবেশনার:

শিক্ষাগত যোগ্যতা – 60% নম্বর পেয়ে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা বা ল্যাটারাল এন্ট্রির ডিপ্লোমা কোর্স পাশরা যোগ্য।।

বেতনক্রম-6,300-20,200 টাকা।

শুণ্যপদ-6টি

পদের নাম – সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার(সার্ভে)প্রবেশনার:

শিক্ষাগত যোগ্যতা – 60%নম্বর পেয়ে সার্ভে ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা বা ল্যাটারাল এন্ট্রির ডিপ্লোমা কোর্স পাশরা যোগ্য।

বেতনক্রম – 6,300-20,200 টাকা।

শুণ্যপদ – 3 টি।

পদের নাম-কেমিস্ট প্রবেশনার:

শিক্ষাগত যোগ্যতা- কেমিস্ট্রির বি.এস সি. অনার্স কোর্স পাশ রা যোগ্য।।

বেতনক্রম – 6,300-20,200টাকা।

শূন্য পদ -18 টি।

পদের নাম – জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট:

শিক্ষাগত যোগ্যতা – 50%নম্বর পেয়ে যে কোনো শাখার গ্র্যাজুয়েটরা আবেদন করতে পারেন।।

বেতনক্রম-6,300-20,200 টাকা।

শুণ্যপদ-10টি।

পদের নাম- অপারেশন অ্যান্ড মেন্টেন্যান্স সুপারভাইজার:

শিক্ষাগত যোগ্যতা -60% নম্বর পেয়ে মেকানিক্যাল বা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশরা যোগ্য।।

বেতনক্রম-6,300-20,200 টাকা।

শুণ্যপদ- মেকানিক্যালে 14 টি এবং ইলেকট্রিক্যালে 6 টি।।

পদের নাম- স্টাফ নার্স:

শিক্ষাগত যোগ্যতা – উচ্চমাধ্যমিক পাশরা জেনারেল নার্সিং অ্যান্ড মিডওয়াইফারির ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স পাশ হলে যোগ্য।।

বেতনক্রম-6,300-20,200 টাকা।

শুণ্যপদ-6 টি।

পদের নাম- অ্যাসিস্টেন্ট টিচার(হাই স্কুল) (ফিজিক্স,সংস্কৃত,এডুকেশন,ইংরিজি,বায়োলজি,অঙ্ক, ইতিহাস)

শিক্ষাগত যোগ্যতা- 50%নম্বর পেয়ে অনার্স গ্র্যাজুয়েট বা মাস্টার ডিগ্রি কোর্স পাশরা বি.এড কোর্স পাশ হলে আবেদনের যোগ্য।

শুণ্যপদ-ফিজিক্সে 1 টি,,সংস্কৃতে 1টি,,এডুকেশনে 1 টি,,ইংরিজি 5 টি,,বায়োলজি 4 টি,,অঙ্ক 2 টি,,ইতিহাস- 1টি।।

বেতনক্রম-9,000-40,500

পদের নাম-অ্যাসিস্টেন্ট টিচার(হাই স্কুল) (ফিজিক্যাল এডুকেশন):

শিক্ষাগত যোগ্যতা — 50% নম্বর পেয়ে ফিজিক্স,কেমিস্ট্রি,বটানি, জুয়োলজি,ফিজিওলোজি বিষয়ের অনার্স গ্র্যাজুয়েটরা বি.প.এড. কোর্স পাশ হলে যোগ্য।।

বেতনক্রম-9,000-40,500 টাকা।

শুণ্যপদ-1টি।

পদের নাম-অ্যাসিস্ট্যান্ট টিচার(হাই স্কুল) (ওয়ার্ক এডুকেশন):

শিক্ষাগত যোগ্যতা — 50%নম্বর পেয়ে বাংলা,ইংরিজি,ইতিহাস, ভুগোল বিষয়ের অনার্স গ্র্যাজুয়েটরা ওয়ার্ক এডুকেশন একটি বিষয় হিসাবে নিয়ে বি.এড বা পি.জি.বি.টি কোর্স পাশ হলে যোগ্য।।

বেতনক্রম-9,000-40,500 টাকা।

শুণ্যপদ-1টি।

পদের নাম- অ্যাসিস্ট্যান্ট টিচার(প্রাইমারি স্কুল):

শিক্ষাগত যোগ্যতা – 50% নম্বর পেয়ে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে এবং এলিমেন্টারি এডুকেশনের 2 বছরের ডিপ্লোমা কোর্স পাশ হতে হবে।।

বেতনক্রম-5,400-25,200 টাকা।

শুণ্যপদ-4 টি।

পদের নাম- ড্রাফটসম্যান:

শিক্ষাগত যোগ্যতা – 50% নম্বর পেয়ে মাধ্যমিক পাশরা আই.টি.আই. থেকে ট্রেড সার্টিফিকেট কোর্স পাশ হলে যোগ্য।।

বেতনক্রম-6,300-20,200 টাকা।

শুণ্যপদ-2টি।

বয়স–ওপরের সব পদের জন্য বয়স হতে হবে 01.09.2018 এর হিসাবে 32 বছরের মধ্যে।।

আবেদন পদ্ধতি–

দরখাস্ত করবেন অনলাইনে 16 ই নভেম্বরের মধ্যে এই ওয়েবসাইটে   www.wbpdcl.co.in
আরো যাবতীয় তথ্য এই ওয়েবসাইটে পেয়ে যাবেন।।

 

অফিসিয়াল ওয়েবসাইট –    

অফিসিয়াল নোটিশ –    

 

পশ্চিমবঙ্গ শক্তি উন্নয়ন নিগম লিমিটেড (W.B.P.D.C.L) বিভিন্ন পদে 328 জন লোক নিচ্ছে/এক্ষুনি আবেদন করুন