DMCA.com Protection Status

Join Whatsapp Group

আশঙ্কা সত্যি হল , বেতন কমিশনের মেয়াদ বাড়তে চলেছে আরও একবার

Spread the love

আশঙ্কা সত্যি হল , বেতন কমিশনের মেয়াদ বাড়তে চলেছে আরও একবার

২০১৫ সালে ২৭ শে নভেম্বর রাজ্য বেতন কমিশণ তৈরি করা হয়েছিল । ঠিক ছিল যে ছ মাসের মধ্যে কমিশন তার রিপোর্ট পেশ করবে । কিন্তু বেশ কয়েচক বছর পেরিয়ে গেলেও কমিশন এখনো পর্যন্ত তার রিপোর্ট পেশ করতে পারে নি । ২০১৫ সাল থেকে বেশ কয়েকবার দফায় দফায় এই কমিশনের মেয়াদ বেরেছে । কিন্তু কাজের কাজ কিছুই হয়নি । আগামী ২৬ শে মে বেতন কমিশনের মেয়াদ শেষ হওয়ার কথা । কিন্তু ইতিমধ্যেই ইঙ্গিত পাওয়া যাচ্ছে হয়তো কমিশনের মেয়াদ আরও এক দফা বাড়তে চলেছে।

এখনো পর্যন্ত কমিশন বিভিন্ন কর্মী সংগঠনের ৪৫০ টি দাবিপত্রের শুনানি শেষ করেছে । বর্তমানে বিভিন্ন দপ্তরের বক্তব্য সোনার কাজ চলছে । একান্নটি দপ্তরের মধ্যে মোট ২৫ টি দপ্তর বেতন বৃদ্ধি সংক্রান্ত বক্তব্য পেশ করেছে । অর্থাৎ ২৬ টি দপ্তরের বক্তব্য এখনো শুনতে বাকি রয়েছে । বিভিন্ন কর্মি সংগঠনের বাইরেও অনেক সরকারী কর্মী ব্যাক্তিগতভাবেও  তাদের দাবিপত্র পেশ করেছেন । সেসবেরও শুনানি এখনো বাকি রয়েছে  তাই মনে করা হচ্ছে কমিশনের এখনো অনেক কাজ বাকি রয়েছে । সেই কাজ শেষ করতে লোকসভা ভোটের পরে বেতন কমিশনের মেয়াদ আরও একবার বাড়তে চলেছে বলে অভিজ্ঞমহলের ধারণা ।  

2 comments

    • বৈদ্যনাথ হাঁসদা on May 14, 2019 at 4:06 am

    সিংগুরে ক্ষতিপূরনের দাবী তুলে শেষে কিনা নিজেকে দিতে হচ্ছে ।নেঁড়া বার বার বেল তলায় যায় না ।বামফ্রন্ট যাবার আগে দিয়ে গিয়ে ছিল।দিদির ঠিক সময়ে দিয়ে যাবেন ।চিন্তা করার কিসসূ নেই।

    • Baidyanath Hansda on May 14, 2019 at 4:08 am

    সিংগুরে ক্ষতিপূরনের দাবী তুলে শেষে কিনা নিজেকে দিতে হচ্ছে ।নেঁড়া বার বার বেল তলায় যায় না ।বামফ্রন্ট যাবার আগে দিয়ে গিয়ে ছিল।দিদির ঠিক সময়ে দিয়ে যাবেন ।চিন্তা করার কিসসূ নেই।

Comments have been disabled.