কোলকাতা বিশ্ববিদ্যালয়ে গ্রুপ-সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ হতে চলেছে / বিস্তারিত জানতে খবরটি পড়ে নিন
কোলকাতা বিশ্ববিদ্যালয়ে গ্রুপ-সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ হতে চলেছে / বিস্তারিত জানতে ক্লিক করুন
by admin
WEST BENGAL CENTRAL SCHOOL SERVICE COMMISSON এর পক্ষ থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ২০১৮ সালে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ হতে চলেছে । এর জন্য একটিমাত্র পরীক্ষা হবে । কোন ইন্টারভিউ নেই । গ্রুপ সি পোস্টে ২৬০ জন এবং গ্রুপ ডি পোস্টে ৩৩১ জন নিয়োগ হতে চলেছে । মোট ৫৯১ টি পোস্ট রয়েছে । নিচে এর ব্যাপারে বিস্তারিত তথ্য দেওয়া হল –
- অনলাইনে আবেদন করতে হবে ।
- আবেদন করা যাবে westbengalssc.com এই ওয়েবসাইট থেকে ।
- আবেদন শুরু হবে ০৫.০৭.২০১৮ এবং চলবে ২০.০৭.১৮ তারিখ পর্যন্ত ।
- পরীক্ষার তারিখ পড়ে ঘোষিত হবে । গ্রুপ সি এবং গ্রুপ ডি এর জন্য আলাদা আলাদা দিনে পরীক্ষা হবে । একজন আবেদনকারী প্রতি ক্ষেত্রে একটি মাত্র পোস্টের জন্য আবেদন করতে পারবে ।
- বয়স – ০১.০১.২০১৮ অনুসারে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে( সংরক্ষিত ক্ষেত্রে নিয়ম অনুসারে ছাড় রয়েছে ) ।
- পরীক্ষার সময় – এক ঘণ্টা
- এডমিট কার্ড www.westbengalssc.com এই ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন । সেই তারিখ পরে ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে ।
- এপ্লিকেশন ফি –
ক্লার্ক পদের জন্য –
সাধারন ও ও.বি.সি দের জন্য ২০০ টাকা ।
সংরক্ষিত ক্ষেত্রের আবেদনকারীদের জন্য ১৪০ টাকা ।
গ্রুপ ডি পদের জন্য –
সাধারন ও ও.বি.সি দের জন্য ১৫০ টাকা ।
সংরক্ষিত ক্ষেত্রের আবেদনকারীদের জন্য ১০০ টাকা ।
অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করার জন্য নিচের লিঙ্কে ক্লিক করুন – 
wbcs history mock test
RRB group d preparation
wbcs online book store
wbcs guide books
IAS preliminary exam guide
ips preliminary exam guide
wbcs online help