পরবর্তী বৈদিক যুগ (later vedic period ) -wbcs preliminary exam
পরবর্তী বৈদিক যুগ (later vedic period ) -wbcs preliminary exam

পরবর্তী বৈদিক যুগ
1000 খ্রিস্টপূর্ব থেকে 600 খ্রিস্টপূর্ব পর্যন্ত
সংগ্রহিত্রী ( কোষাধ্যক্ষ ) ভাগদুখ ( কর আদায়কারী ) সুত ( রাজকিয় ঘোষক )
ক্ষত্রী ( রাজ সংসারের সরকার ) অক্ষবাপ ( জুয়া খেলার অধ্যক্ষ )
বলি ও শুল্ক নামে দুই ধরনের রাজস্ব আদায় করা হতো ।
#পরবর্তী বৈদিক যুগ (later vedic period ) -wbcs preliminary exam
যেসব মহিলারা সারা জীবন দর্শন ও ধর্ম তত্ত্ব চর্চা করতেন তাদের বলা হত ব্রহ্মবাদিনী ।
যারা বিয়ের পূর্ব পর্যন্ত ধর্মচর্চা করতেন তাদের বলা হত সদ্বোদাহা ।
এই যুগের কৃতী মহিলারা হলেন গার্গী , মৈত্রেয়ী ।
এই সময়েই হস্তিনাপুর , কৌশাম্বী প্রভৃতি নগরের সূচনা হয় ।#WBCS preliminary exam
দাক্ষিণাত্য আর্য সাংস্কৃতি বিস্তারে ঋষি অগস্থ্যই সর্বশ্রেষ্ঠ ।
খ্রীষ্টপূর্ব ষষ্ঠ মগধের উত্থান এ লৌহ খুনির ভূমিকা গুরুত্বপূর্ণ ছিল ।
হাজার খ্রিস্টপূর্বে লোহার ব্যবহার শুরু হয় ।
অশ্বমেধ যজ্ঞের কথা জানা যায়।
এসময় বর্ণ প্রথা উত্তরাধিকার সূত্রে শুরু হয় ।
কৃষি ছিল প্রধান জীবিকা ।
পরবর্তী বৈদিক যুগ (later vedic period ) -wbcs preliminary exam