DMCA.com Protection Status

Join Whatsapp Group

পাটনা হাইকোর্টে বিরাট জয় NIOS ক্যান্ডিডেটদের , মান্যতা পেল NIOS DELED ডিগ্রি

Spread the love

অবশেষে সত্যের জয় হলো । মুখ পুড়লো NCTEর । আজ যথাসময়ে পাটনা হাইকোর্টের মহামান্য বিচারপতি প্রভাত কুমার ঝাঁ রায়দান(Judgement)করেছেন এবং এই রায় শুধুমাত্র পিটিশনার বা শুধুমাত্র বিহারের NIOS ডিএলএড টিচার্স দের জন্য নয় এটা গোটা দেশের সমস্ত ডিএলএড টিচার্সদের জন্য লাগু হবে, যা শুধু বিহার নয় গোটা দেশের সমস্ত NIOS ডিএলএড টিচার্সদের কাছে এক বিরাট বিরাট আনন্দ/খুশির খবর যে এতদিনের লড়াইয়ের পর ন্যায় মিলতে চলেছে । আমরা পশ্চিমবঙ্গের NIOS ডিএলএড টিচার্স দের পক্ষ থেকে মামলাকারী পিটিশনারদের কৃতজ্ঞতা ও স্যালুট জানাই, আমরা গর্বিত যে, তারা ধৈর্য্যে অবিচল থেকে দীর্ঘ আইনি লড়াইয়ের মধ্য দিয়ে আজ প্রায় ১৪ লক্ষ NIOS ডিএলএড টিচার্সদের মুখে হাসি ফুটিয়েছে । আজ এই ঐতিহাসিক রায়ের ফলে NIOS থেকে প্রাপ্ত সার্টিফিকেট প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সব রাজ্যেই বৈধতা পাবে । এছাড়া বিহারে যে টেটের ফর্ম ফিলাপের প্রক্রিয়া কিছু দিন আগেই শেষ হয়ে গিয়েছিলো তাতে NIOS ডিএলএড টিচার্সরা অংশ নিতে পারবেন । পাটনা হাইকোর্টের কোর্টের আজ স্পষ্ট নির্দিশে আজ থেকে ৩০ দিন পর্যন্ত টেটের ফর্ম ফিলাপের তারিখ বাড়ানো হয়েছে । এই রায়ের ফলে তারা আগামী ৩০ দিনের মধ্যে নিশ্চিন্তে ফর্ম ফিলাপ করতে পারেবেন । পাটনা হাইকোর্ট থেকে এ এক দারুণ অনুভূতি- পিটিশনারদের লাইভ বক্তব্য শুনুনঃ????????????????????????????????????

Click Here

1 comments

    • MD SANAUL SAIKH (W.B.) on January 24, 2020 at 7:17 pm

    We are very happy to hear it’s great news & also proud of you. Thanks very much for struggle & win

Comments have been disabled.