DMCA.com Protection Status

Join Whatsapp Group

PSC Clerkship Question Paper 9 : পিএসসি ক্লার্কশিপ পরীক্ষার জেনারেল স্টাডিস গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর !

Spread the love

PSC ক্লার্কশিপ প্রস্তুতি 2024 এর কথা মাথায় রেখে কর্মসাথী কোচিং সেন্টারের পক্ষ থেকে শেয়ার করা হল জেনারেল স্টাডিস থেকে অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর আলোচনা করা হয়েছে । প্রয়োজনে বিভিন্ন প্রশ্নের শেষে ব্যাখ্যা দেওয়া হয়েছে ।


A) প্রথম শ্রেণি
B) দ্বিতীয় শ্রেণি
C) তৃতীয় শ্রেণি
D) কোনোটিই নয়

প্রথম শ্রেণির লিভারে যান্ত্রিক সুবিধা ১ এর বেশি, ১ এর কম বা ১ এর সমান তিনটিই হতে পারে।

প্রথম শ্রেণির লিভারের উদাহরণঃ 

টুথব্রাশ, কাঁচি, তুলাযন্ত্র, ঢেঁকি, নলকূপের হাতল, বেলচা, কোদাল, সাঁড়াশি, পেরেক তোলার হাতুড়ি, শাবল ইত্যাদি।

দ্বিতীয় শ্রেণির লিভারে যান্ত্রিক সুবিধা সর্বদা ১ এর বেশি।

দ্বিতীয় শ্রেণির লিভারের উদাহরণঃ  নৌকার দাঁড়, ছিপ ফেলার যন্ত্র, জাঁতি, একচাকার হাতগাড়ি, পাঞ্চ করার যন্ত্র, ছিপি খোলার চাবি ইত্যাদি।

তৃতীয় শ্রেণির লিভারে যান্ত্রিক সুবিধা সর্বদা ১ এর কম।

তৃতীয় শ্রেণির লিভারের উদাহরণঃ  মানুষের হাত, মুখের চোয়াল, মাছ ধরার ছিপ, চিমটে, সাইকেলের পাদানি, পাউরুটি কাটার ছুরি, ক্রেন ইত্যাদি।


A) বারাণসী
B) কলকাতা
C)ওয়ার্ধা
D) দিল্লি

1942 সালের 8 ই আগস্ট বোম্বের ওয়ার্ধাতে সর্বভারতীয় কংগ্রেস কমিটির অধিবেশনে জওহরলাল নেহরু ‘ভারত ছাড়ো’ প্রস্তাবটি উত্থাপন করেছিলেন।  গান্ধীজী ‘ডু অর ডাই’  অর্থাৎ ‘করেঙ্গে ইয়া মরেঙ্গে;র ডাক দেন।

‘ভারত ছাড়ো’ স্লোগানটি ইউসুফ মেহেরালি তৈরি করেছিলেন । মেহেরালি “সাইমন ফিরে যাও” স্লোগানটিও তৈরি করেছিলেন।


A) টাংস্টেন
B) স্টীল
C) নাইক্রোম
D) পিতল

বৈদ্যুতিক বাল্বের ফিলামেন্ট তৈরিতে টাংস্টেন ধাতু ব্যবহার করা হয়।


A)1790 খ্রিস্টাব্দে
B)1793 খ্রিস্টাব্দে
C)1802 খ্রিস্টাব্দে
D)1798 খ্রিস্টাব্দে

১৭৯৩ সালে ২২ মার্চ লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তন করেন। এটি ’দশশালা বন্দোবস্ত’ নামেও পরিচিত।

চিরস্থায়ী বন্দোবস্তের বিভিন্ন রীতির মধ্যে একটি রীতি ছিল নির্দিষ্ট দিনে সূর্যাস্তের পূর্বে রাজস্ব জমা দিতে হবে। নির্দিষ্ট সময়ে রাজস্ব জমা দিতে ব্যর্থ হলে জমিদার তার জমিদারি হারাবেন। চিরস্থায়ী বন্দোবস্তের এ রীতিই সূর্যাস্ত আই (Sun Set Law) নামে পরিচিত।


A) মহানদী পরিকল্পনা
B) দামোদর নদী পরিকল্পনা
C) ময়ূররাক্ষী নদীর পরিকল্পনা
D) তুঙ্গভদ্রা পরিকল্পনা

দামোদর ভ্যালি কর্পোরেশন স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী উপত্যকা প্রকল্প। ১৯৪৮ সালের ৭ জুলাই এটি স্থাপিত হয় ।মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি ভ্যালি অথরিটির আদলে দামোদর ভ্যালি কর্পোরেশন গড়ে ওঠে।

ডিভিসির মূল উদ্দেশ্য ছিল বন্যা নিয়ন্ত্রণ, সেচ, বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহ, পরিবেশ সংরক্ষণ, বনসৃজন এবং ডিভিসি প্রকল্পের আওতাধীন অঞ্চলে বসবাসকারী মানুষদের আর্থ-সামাজিক উন্নতি।


A) থাইল্যান্ড
B) মোঙ্গোলিয়া
C) লাওস
D) বেলজিয়াম

পৃথিবীর কসাইখানা – শিকাগো

নিষিদ্ধ নগরী- লাসা

সাত পাহাড়ের শহর – রোম

চির শান্তির শহর – রোম

পৃথিবীর গুদামঘর – মেক্সিকো

সোনালী প্যাগোডার দেশ – মায়ানমার

পোপের শহর – ভ্যাটিকান

সোনালী আঁশের দেশ- বাংলাদেশ

হাজার হ্রদের দেশ – ফিনল্যান্ড

নিশীথ সূর্যের দেশ – নরওয়ে

ইউরোপের রুগ্ন মানুষ – তুরষ্ক

সূর্যোদয়ের দেশ/ভুমিকম্পের দেশ – জাপান

মুক্তার দেশ – কিউবা


A) বীরবল
B) কলহন
C) চাণক্য
D) কালিদাস

বীরবল অথবা রাজা বীরবলের আসল নাম মহেশ দাস । মোঘল সম্রাট আকবরের দরবারের অন্যতম সভাসদ ছিলেন।

কলহন রাজতরঙ্গিনী গ্রন্থের রচয়িতা। এখানে কাশ্মীরের ইতিহাস বর্ণিত রয়েছে ।

চাণক্য ছিলেন চন্দ্রগুপ্ত মৌর্যের মন্ত্রী। তাঁর আসল নাম ছিল বিষ্ণুগুপ্ত । তিনি কৌটিল্য নামে অর্থশাস্ত্র গ্রন্থটি রচনা করেছিলেন।

কালিদাস সম্পর্কিত তথ্য আগের সেটে দেওয়া আছে ।


A) সিকিম
B) নাগাল্যান্ড
C) আসাম
D) গুজরাট

গরমপানি বন্যপ্রাণী অভয়ারণ্য আসামের অন্যতম প্রাচীন অভয়ারণ্য । গরমপানি এর অর্থ হল স্থানীয় ভাষায় ‘গরম জল’ এবং অভয়ারণ্যের নাম এমন হওয়ার কারন হল এখানে উষ্ণ প্রস্রবণ রয়েছে ।


A) লর্ড ক্যানিং
B) লর্ড কার্জন
C) লর্ড ডাফরিন
D) লর্ড আরউইন

ভারতের প্রথম ভাইসরয় ছিলেন লর্ড ক্যানিং । লর্ড ক্যানিং ভারত শাসন আইন 1858 দ্বারা প্রথম ভাইসরয় হয়েছিলেন। 1857 সালে ভারতীয় সিপাহী বিদ্রোহের সময় তিনি ভারতের গভর্নর জেনারেল ছিলেন।


A) ইন্দিরা গান্ধি
B) মোরাজী দেশাই
C) পি .ভি নরসীমা রাও
D) রাজীব গান্ধি

লোকসভায় সংখ্যাগরিষ্ঠ দল বা গোষ্ঠীর নেতাকে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী নিযুক্ত করেন। সাধারণত পার্লামেন্টের যেকোনো কক্ষের সদস্য না হলে প্রধানমন্ত্রী হওয়া যায় না।


A) একদিন কমে যায়
B) একদিন বেড়ে যায়
C) একদিন থাকে
D) ছয় ঘন্টা কমে যায়

প্রতি ১ ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় ৪ মিনিট ।


A) নিউইয়র্ক
B) ওয়াশিংটন ডি .সি
C) ব্রাসেলস
D)ভিয়েনা

বিশ্বব্যাঙ্কের সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, ডি. সি. -তে অবস্থিত। সারা বিশ্বের ১৮৯টি সদস্য রাষ্ট্র নিয়ে গঠিত । এটি ১৯৪৪ সালে প্রতিষ্ঠিত । অজয়পাল সিং বাঙ্গা একজন ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান ব্যবসায়িক নির্বাহী বর্তমানে বিশ্বব্যাংক গ্রুপের প্রেসিডেন্ট ।



A) পাকিস্তান
B) বাংলাদেশ
C) মালদ্বীপ
D) ভারত

গুলাব হলো ২০২১ সালের উত্তর ভারত মহাসাগরের উৎপত্তি হওয়া ঘূর্ণিঝড় । গুলাব নামটি পাকিস্তান কর্তৃক প্রস্তাবিত । এটি বাংলা “গোলাপ” শব্দের হিন্দি/উর্দু প্রতিশব্দ ।


A) ধানবাদ
B) ব্যাঙ্গালোর
C) চন্ডিগড়
D) ট্রম্বে

ভাবা পারমাণবিক গবেষণা কেন্দ্র (BARC) – হচ্ছে ভারতের একটি প্রথম সারির পারমাণবিক গবেষণা কেন্দ্র। যার সদর দফতর ট্রমবে, মুম্বাই, মহারাষ্ট্রতে অবস্থিত।


A) আলেকজান্ডার ক্যানিং হাম
B) জেমস্ প্রিন্সেপ
C) মার্টিন হুইলার
D) ম্যাক্স মুলার

সবচেয়ে বিখ্যাত মৌর্য শাসক ছিলেন অশোক । অশোকের অধিকাংশ শিলালিপি প্রাকৃত ভাষায় এবং ব্রাহ্মী ও খরোষ্ঠী লিপিতে লেখা । 1838 সালে জেমস প্রিন্সেপ অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেন ।


A) মোহাম্মদ আলি জিন্না
B) মোহাম্মদ ইকবাল
C) চৌধুরী রহমত আলি
D)এইচ.এস.সুহরাওয়ার্দি

‘পাকিস্তান’ শব্দটির আবিস্কার করেছিলেন চৌধুরী রহমত আলী। 1940 সালে মুসলিম লীগের লাহোর অধিবেশনে একটি পৃথক মুসলিম দেশের জন্য আনুষ্ঠানিকভাবে “পাকিস্তান” নামটি গ্রহণ করা হয়েছিল।

  • RD Scheme in Post Office : পোস্ট অফিসের এই দুর্দান্ত স্কিমে ৫ বছরেই পান ৮০ হাজার টাকা রিটার্ন
    Spread the loveRD Scheme in Post Office : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook …

    Continue reading

  • Popcorn Business Plan : স্বল্প টাকা বিনিয়োগ করে এই ব্যবসা শুরু করুন, মাসে ইনকাম হবে ৩০ হাজার টাকা
    Spread the lovePopcorn Business Plan : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য ব্যবসা সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল Join …

    Continue reading

  • PhonePe Earning Tricks : ঘরে বসেই ফোনপে থেকে আয় করুন প্রচুর টাকা! জানুন কীভাবে?
    Spread the lovePhonePe Earning Tricks : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প ইত্যাদি আরও নানান তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য একটি ইনকাম সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের …

    Continue reading

  • Lemon Grass Cultivation : অবাক হলেও সত্যি! ঘাসের চাষ করে প্রতি মাসে আয় করুন হাজার হাজার টাকা
    Spread the loveLemon Grass Cultivation : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য ব্যবসা সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল Join …

    Continue reading

  • Gujarat High Court Recruitment : এই হাইকোর্টে স্টেনো পদে কর্মী নিয়োগ
    Spread the loveGujarat High Court Recruitment : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল …

    Continue reading