DMCA.com Protection Status

Join Whatsapp Group

সার্ভেয়ার , ড্রাফটসম্যান,ওয়ার্ক আসিস্ট্যান্ট , লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ ! /যোগ্যতা মাধ্যমিক

Spread the love

সার্ভেয়ার , ড্রাফটসম্যান,ওয়ার্ক আসিস্ট্যান্ট , লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ ! /যোগ্যতা মাধ্যমিক

[print_vertical_news_scroll s_type=”modern” maxitem=”5″ padding=”10″ add_link_to_title=”1″ show_content=”1″ modern_scroller_delay=”5000″ modern_speed=”1700″ height=”200″ width=”100%” direction=”up” ]

সার্ভেয়ার , ড্রাফটসম্যান,ওয়ার্ক আসিস্ট্যান্ট , লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ ! /যোগ্যতা মাধ্যমিক

 

 

অনলাইন আবেদনের মাধ্যমে সার্ভেয়ার , ড্রাফটসম্যান,ওয়ার্ক আসিস্ট্যান্ট , লোয়ার ডিভিশন ক্লার্ক পদে তারকেশ্বর ডেভেলপমেন্ট অথারিটির অধীনে নিয়োগ  করতে চলেছে মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন । আবেদন চলবে আগামী ১৪/০৮/১৮ তারিখ থেকে ১২/০৯/২০১৮ তারিখ পর্যন্ত । নিচে আপনাদের সুবিধার্থে এই পদে নিয়োগ সম্বন্ধিত যাবতীয় বিবরণ দেওয়া হল –

 

 

১. পদের নাম –

 সার্ভেয়ার

শূন্যপদ –

১ টি

 

বেতনক্রম –

৭১০০ টাকা  – ৩৭৬০০ টাকা ( গ্রেড পে – ৩৬০০ টাকা )

 

যোগ্যতা —

  মাধ্যমিক পাশ বা সমতুল সঙ্গে সার্ভে ইঞ্জিনিয়ারিং এর উপর ডিপ্লোমা থাকতে হবে ।

অগ্রাধিকার –

উক্ত ক্ষেত্রে চার বছরের অভিজ্ঞতা ।

বয়স –

০১/০১/২০১৮ অনুসারে ৪০ বছরের মধ্যে হতে হবে  । বয়সের উর্দ্ধসীমার ক্ষেত্রে SC /ST এবং PH প্রার্থীরা ৫ বছরের এবং OBC(A & B) প্রার্থীরা ৩ বছরের ছাড় পাবে ।

 

 

===============================================================================

 

২. পদের নাম –

 ড্রাফটসম্যান

শূন্যপদ –

১ টি

 

বেতনক্রম –

৭১০০ টাকা  – ৩৭৬০০ টাকা ( গ্রেড পে – ৩৬০০ টাকা )

 

যোগ্যতা —

  মাধ্যমিক পাশ বা সমতুল সঙ্গে  ড্রাফটসম্যানশিপ এর উপর ডিপ্লোমা থাকতে হবে ।

অগ্রাধিকার –

উক্ত ক্ষেত্রে চার বছরের অভিজ্ঞতা ।

বয়স –

০১/০১/২০১৮ অনুসারে ৪০ বছরের মধ্যে হতে হবে  । বয়সের উর্দ্ধসীমার ক্ষেত্রে SC /ST এবং PH প্রার্থীরা ৫ বছরের এবং OBC(A & B) প্রার্থীরা ৩ বছরের ছাড় পাবে ।

 

 

==============================================================================

 

৩. পদের নাম –

ওয়ার্ক অ্যাসিস্ট্যান্ট

শূন্যপদ –

১ টি

 

বেতনক্রম –

৫৪০০ টাকা  – ২৫২০০ টাকা ( গ্রেড পে – ২৬০০ টাকা )

 

যোগ্যতা —

  মাধ্যমিক পাশ বা সমতুল ।

অগ্রাধিকার –

ডিপ্লোমা ইন কম্পিউটার আপ্লিকেশন ।

বয়স –

০১/০১/২০১৮ অনুসারে ৪০ বছরের মধ্যে হতে হবে  । বয়সের উর্দ্ধসীমার ক্ষেত্রে SC /ST এবং PH প্রার্থীরা ৫ বছরের এবং OBC(A & B) প্রার্থীরা ৩ বছরের ছাড় পাবে ।

 

==============================================================================

 

৪. পদের নাম –

লোয়ার ডিভিশন ক্লার্ক

শূন্যপদ –

১ টি

 

বেতনক্রম –

৫৪০০ টাকা  – ২৫২০০ টাকা ( গ্রেড পে – ২৬০০ টাকা )

 

যোগ্যতা —

  মাধ্যমিক পাশ বা সমতুল ।

অগ্রাধিকার –

ডিপ্লোমা ইন কম্পিউটার আপ্লিকেশন ( MS office , Internet ) । কম্পিউটার টাইপিং মিনিটে ৩০ টি শব্দ তোলার গতি । বাংলা টাইপিং ।

বয়স –

০১/০১/২০১৮ অনুসারে ৪০ বছরের মধ্যে হতে হবে  । বয়সের উর্দ্ধসীমার ক্ষেত্রে SC /ST এবং PH প্রার্থীরা ৫ বছরের এবং OBC(A & B) প্রার্থীরা ৩ বছরের ছাড় পাবে ।

 

 

নির্বাচন পদ্ধতি

নির্বাচন পদ্ধতি এবং সিলেবাস পরবর্তীকালে অফিসিয়াল ওয়েবসাইটে ( নিচে অফিসিয়াল অয়েবসাইটের লিঙ্ক দেওয়া হল ) জানিয়ে দেওয়া হবে ।

আবেদন ফি –

১. UR এবং OBC ( A & B ) প্রার্থীদের জন্য ১৫০ টাকা তার সাথে প্রসেসিং ফি ৫০ টাকা এবং ব্যাঙ্ক চার্জ ২০ টাকা ( চালানের মাধ্যমে জমা দিলে ) ।

২.  SC /ST এবং PH প্রার্থীদের জন্য প্রসেসিং ফি ৫০ টাকা এবং ব্যাঙ্ক চার্জ ২০  টাকা ( চালানের মাধ্যমে জমা দিলে ) ।

৩.  অফিসিয়াল ওয়েবসাইটে ( নিচে অফিসিয়াল অয়েবসাইতের লিঙ্ক দেওয়া হল ) আবেদন করার পর  UNITED BANK OF INDIA এর যে কোন শাখা থেকে চালান  জমা দেওয়া যাবে ।

৪. এছাড়াও প্রার্থী অনলাইনেও আবেদন ফি জমা দিতে পারেন ।

 

গুরুত্বপুর্ন কিছু তথ্য

  • অনলাইনে রেজিস্ট্রেশন করার  শেষ তারিখ ১২/০৯/২০১৮ ।

  • ব্যাঙ্কে আবেদন ফি এবং প্রসেসিং চার্জ জমা দেওয়ার শেষ তারিখ ১৩/০৯/২০১৮ ।

  • অনলাইনে আবেদন সম্পুর্নরুপে  জমা করার শেষ তারিখ  – ১৪/০৯/১৮ তারিখ ।

 

 

  • অফিসিয়াল বিজ্ঞাপনটি ডাউনলোড করুন –        

  • অফিসিয়াল ওয়েবসাইট এ যান –   

 

সার্ভেয়ার , ড্রাফটসম্যান,ওয়ার্ক আসিস্ট্যান্ট , লোয়ার ডিভিশন ক্লার্ক পদে নিয়োগ ! /যোগ্যতা মাধ্যমিক
Recruitment Examination, 2018 for different category of posts under Tarakeswar Development Authority

[print_vertical_news_scroll s_type=”classic” maxitem=”5″ padding=”10″ add_link_to_title=”1″ show_content=”1″ delay=”60″ height=”200″ width=”100%” scrollamount=”1″ direction=”up” ]