
শিক্ষকদের বেতনের ২৫% কেটে নেওয়া হোক , অনুরোধ শিক্ষক সংগঠনের
দেশে চলছে আপতকালীন পরিস্থিতি । করোনা মোকাবিলায় তৈরি করা হয়েছে রিলিফ ফান্ড । সেখানে যে যেমন পারছেন সে তার সাধ্যমত দান করছেন ।
আর এবার এই পরিস্থিতি মোকাবিলায় এগিয়ে এল শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ নামে একটি শিক্ষক সংগঠন । তাঁরা সরাসরি মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দিয়ে সকল শিক্ষক এবং সরকারি কর্মচারীদের যতদিন এই পরিস্থিতি চলছে ২৫ % বেতন কেটে নেওয়ার অনুরোধ করলেন ।
মুখ্যমন্ত্রীকে চিঠিতে কি লিখেছেন দেখে নিন , নীচে আপনাদের সুবিধার্থে চিঠির সমগ্র অংশ তুলে দেওয়া হল …

উপরোক্ত চিঠিতে মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করা হয়েছে যতদিন আপতকালীন পরিস্থিতি চলবে ততদিন যেন শিক্ষক সহ সকল সরকারি কর্মচারিদের বেতনের ২৫ % কেটে নেওয়া হোক ।
2 comments
Sob gorib manush gulor kache pouchabe to? ponchayet Raj cholle to muskil, goriber artonad ki royeii jabe?
Author
হুম । আপনার আশঙ্কা অমূলক নয় ।