নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ে ১০ টি কর্মমুখী কোর্সে ভরতি নিচ্ছে
ভারত সেবাশ্রম সঙেঘর প্রণবানন্দ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজি নতুন সেশনে নেতাজী সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয় স্বীকৃত ১০ টি কর্মমুখী কোর্স ভরতি নিচ্ছে। এইসব কোর্স হল : (১) টেলারিং অ্যান্ড ড্রেন্স ডিজাইনিং, (২) প্রি-প্রাইমারি টিচার্স ট্রেনিং মস্তেস্বরী, (৩) ফায়ার সেফটি অ্যান্ড সিকিউরিটি ম্যানেজমেন্ট, (৫) যোগ্য ও ন্যাচারোপ্যাথি / যোগা এডুকেশন, (৬) ফিটনেস স্পোর্টস ম্যানেজমেন্ট, (৭) মডার্ন অফিস ম্যানেজমেন্ট, (৮) বিউটিশিয়ান, (৯) ই-অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্স জি.এসটি, (১০) হিউম্যান রাইটস। কোর্স অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা উচ্চমাধ্যমিক থেকে ডিগ্ৰি কোর্স পাশ।
মেয়াদ : ১ থেকে ২ বছর।
কোর্স শেষে ৩ ধরনের সার্টিফিকেট দেওয়া হবে ― ডিপ্লোমা, অ্যাডভান্স ডিপ্লোমা (পিজি) ও সার্টিফিকেট। অনলাইন ও ফিজিক্যাল ক্লাস ও সেইসঙ্গে প্র্যাক্টিক্যাল ক্লাসের ব্যবস্থা আছে। প্রণবানন্দ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অ্যান্ড টেকনোলজির অধ্যক্ষ প্রবীর কুমার দে জানান, ছাত্রছাত্রীদের কাজের উপযোগী করে তোলার জন্য নিখরচায় ইংরিজি, কম্পিউটার ও এমপ্লয়েবেল স্কিলসের ট্রেনিং দেওয়া হবে। দেওয়া হবে ডুয়েল সার্টিফিকেট। তিনি আরো জানান, কর্মমুখী কোর্স শেষে চাকরির পাশাপাশি স্বনিযুক্তির সুযোগ রয়েছে। পড়ানো হবে এইসব স্টাডি সেন্টারে : কলকাতা, ডায়মন্ডহারবার, হৃদয়পুর, বর্ধমান, ব্যারাকপুর, ফারাক্কা, মালদা, খাতরা বাঁকুড়া, রায়গঞ্জ ও পুরুলিয়া। ভরতির জন্য যোগাযোগ করতে হবে অনলাইনে। এই নম্বরে : ৯৩৩১২৫৬৯৩৪/ ৯৮৩০২১৬০৫৬। ওয়েবসাইট : www.pimt.in,
ই -মেল : pimitonline@gmail.com এছাড়াও ফেসবুক ও ইউ – টিউবে দেখতে পাবেন।
- Krishnanagar Webel IT Park এ ভর্তি শুরু হয়েছে।Spread the loveKrishnanagar Webel IT Park এ ভর্তি শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য কারিগরি শিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষা ও দক্ষতা বিকাশ (West Bengal State Council of Technical & Vocational Education And Skill Development) দপ্তরের নিয়ন্ত্রণে ও ব্যবস্থাপনায় Krishnagar Webel IT Park এ অ্যাডভান্সড ডিপ্লোমা ইন ফায়ার সেফটি ম্যানেজমেন্ট কোর্সে ২০২১-২২ সেশনে ভর্তি শুরু হয়েছে। দেড় …
- আই.আই.টি কানপুর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে লোক নিয়োগSpread the loveআই.আই.টি কানপুর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে লোক নিয়োগ আই.আই.টি কানপুর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে ৩১ জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য : যে কোনো শাখার গ্ৰ্যাজুয়েটরা কম্পিউটার অ্যাপ্লিকেশনে জ্ঞান থাকলে যোগ্য। ডিগ্ৰি কোর্সে ৫০% নম্বর থাকলে আর ১-২ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়। বয়স হতে হবে ১৬-১১-২০২১ এর হিসাবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। …
- দক্ষিণ মধ্য রেলে লোক নিয়োগSpread the loveদক্ষিণ মধ্য রেলে লোক নিয়োগ দক্ষিণ মধ্য রেল ‘অ্যাপ্রেন্টিস’ হিসাবে ৪,১০৩ জন লোক নিচ্ছে। নেওয়া হবে এইসব ট্রেডে : এ.সি মেকানিক, কার্পেন্টার, ডিজেল মেকানিক, ইলেক্ট্রিশিয়ান, ইলেক্ট্রনিক মেকানিক, ফিটার, মেশিনিস্ট, এম.এম.টি.এম, কে.এম.ডব্লু, পেইন্টার, ওয়েন্ডার। কারা কোন ট্রেডের জন্য যোগ্য। কোনো স্বীকৃত পর্যদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত ৫০% নম্বর পেয়ে মাধ্যমিক পাশ ছেলেরা এন.সি.ভি.টি …
- নভেম্বর মাসে 17 দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক । জানুন বিস্তারিতSpread the loveননভেম্বর মাসে 17 দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক । জানুন বিস্তারিত আগামী মাসে ব্যাঙ্কের কোন গুরুত্বপূর্ণ কাজ করার পরিকল্পনা রয়েছে । তাহলে এই খবরটি জেনে রাখা অত্যন্ত জরুরি । নভেম্বর মাসে 17 দিন বন্ধ থাকবে ব্যাংক । রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ বাংলায় বেশ কয়েক দিন বন্ধ থাকবে ব্যাংক । দুর্গাপূজা …
- কলকাতার বঙ্গীয় বিজ্ঞান পরিষদে ভর্তি নিচ্ছেSpread the loveকলকাতার বঙ্গীয় বিজ্ঞান পরিষদে ভর্তি নিচ্ছে কলকাতার বঙ্গীয় বিজ্ঞান পরিষদে ‘লাইব্রেরি সায়েন্সে’র সার্টিফিকেট কোর্সে ভর্তি শুরু হয়েছে। উচ্চমাধ্যমিক পাশরা যোগ্য। দরখাস্তের ফর্ম সহ বিস্তারিত তথ্য পাবেন ২৩ অক্টোবরের থেকে ১৩ নভেম্বর পর্যন্ত বেলা ১২ টা থেকে ৫ টার মধ্যে। এছাড়াও অনলাইনে ফর্ম পাবেন। যোগাযোগের ঠিকানা : বঙ্গীয় বিজ্ঞান পরিষদ, পি – ১৩৪, সি.আই.টি …