DMCA.com Protection Status

Join Whatsapp Group

এন.এস.আই.সি টেকনিক্যাল সার্ভিসেস সেন্টার ৭ টি আই.টি.আই ট্রেডে ভরতি নিচ্ছে

Spread the love
Admission in NSIC Technical Services Center
Admission in NSIC Technical Services Center

এন.এস.আই.সি টেকনিক্যাল সার্ভিসেস সেন্টার ৭ টি আই.টি.আই ট্রেডে ভরতি নিচ্ছে

কেন্দ্রীয় সরকারের ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প মন্ত্রকের অধীন এন.এস.আই.সি টেকনিক্যাল সার্ভিসেস সেন্টার, নতুন সেশনে ৭টি আই.টি.আই ট্রেডে ভরতি নিচ্ছে। এইসব ট্রেড হল : ইলেক্ট্রিশিয়ান (২ বছর), ফিটার (২ বছর), মেশিনিস্ট (২ বছর), সার্ভেয়র (২ বছর), ড্রাফটসম‍্যান মেকানিক্যাল (২ বছর), ওয়েল্ডার (১ বছর), টার্নার (২ বছর)। ওয়েল্ডার ট্রেডের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দরকার ক্লাস এইট পাশ। অন‍্যান‍্য সব ট্রেডের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দরকার  মাধ্যমিক বা সমতুল কোর্স পাশ। সব ক্ষেত্রেই থিওরির পাশাপাশি হতে কলমে প্র‍্যাক্টিক‍্যাল ট্রেনিংয়ের সুবিধা আছে। কোর্স শেষে চাকরিতে সহায়তা করা হয়। আগে আসার ভিত্তিতে ভরতি নেওয়া হবে। স্টুডেন্ট ক্রেডিট কার্ডের সুবিধা আছে। অনলাইনে ভরতি নেওয়া হচ্ছে। ভরতির জন্য যোগাযোগ করতে হবে এই ঠিকানায় : NSIC-Technical Services Centre, Japani Gate, Baltikuro, Howrah- 711113. 

ফোন : ৮৭৭৭৮২৮৪২১, ৭৪১৭৭৩১৮৩৭, ৯৬৭৯২৪৪৮৪৪।

ওয়েবসাইটে : www.nsic.co.in