প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে ডি.এল.এড কোর্সে ভরতি নিচ্ছে
পশ্চিমবঙ্গের ২৩ টি জেলার সরকার অনুমোদিত ও সরকার পোষিত আর বেসরকারি ৬৪৬ টি প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটে ডিপ্লোমা ইন এলিমেন্টারি এডুকেশন (ডি.এল.এড)’ কোর্সে ভরতি শুরু হয়েছে। এন.সি.টি.ই র অনুমোদিত ও পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের স্বীকৃত এই কোর্স ২ বছরের।
যে কোনো শাখার উচ্চমাধ্যমিক পাশ ছেলেমেয়েরা মোট অন্তত ৫০% (তপশিলী, ও.বি.সি, প্রতিবন্ধী প্রাক্তন সমরকর্মী হলে ৪৫%) নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। ভোকেশনাল শাখায় উচ্চমাধ্যমিক পাশরাও ওই শতকরা হারে নম্বর পেয়ে থাকলেও যোগ্য। তবে তাঁদের বেলায় ৪% সীট সংরক্ষিত আছে। যে মাধ্যমে পড়তে চান, সেই বিষয়ে অন্তত ১০০ নম্বর নিয়ে উচ্চমাধ্যমিক পাশ হতে হবে। অর্থাৎ, বাংলা মাধ্যমে পড়তে চাইলে উচ্চমাধ্যমিকে বাংলা বিষয়ে ১০০ নম্বর নিয়ে পড়াশোনা করে থাকতে হবে। এছাড়াও ইংরিজি আবশ্যিক বিষয় হিসাবে থাকতে হবে। বাংলা মাধ্যমের পড়তে চাইলে উচ্চমাধ্যমিকে বাংলা ও ইংরিজি বিষয়, হিন্দি মাধ্যমে পড়তে চাইলে অলচিকি ও ইংরিজি বিষয় উচ্চমাধ্যমিকে থাকতে হবে।
বয়স – বয়স হতে হবে ১-৭-২০২১ এর হিসাবে ৩৫ বছরের মধ্যে। তপশিলীরা ৫ বছর, ও.বি.সি রা ৩ বছর, প্রতিবন্ধীরা ১০ বছর আর প্রাক্তন সমরকর্মীরা যথারীতি বয়সে ছাড় পাবেন।
এই কোর্স পাশ করলে প্রাইমারি টিচার ও স্কুল সার্ভিসের পরীক্ষার জন্য বরাদ্দ নম্বর পাবেন।
সীট প্রতিটি প্রতিষ্ঠানে ৫০ টি করে। তবে কয়েকটি প্রতিষ্ঠানে সীট ১০০ টি করে। পড়ানো হবে বাংলা / অন্যান্য মাধ্যমে। মোট সীট প্রায় ৪৫ হাজার। এর মধ্যে সরকারি প্রতিষ্ঠানে সীট ৩,৭০০ টি। বেসরকারি প্রতিষ্ঠানে ৪২,০০০ টি। এর মধ্যে বাংলা মাধ্যমে সীট ৪৫,২০০ টি, হিন্দি মাধ্যমে ৩০০ টি, নেপালী মাধ্যমে ১০০ টি, উর্দু মাধ্যমে ৫০ টি, সাঁন্তাড় মাধ্যমে ৫০ টি।
প্রার্থী বাছাই হবে উচ্চমাধ্যমিকে পাওয়া নম্বর দেখে। শতকরা হার নির্ণয়ের সময় প্রথম ও দ্বিতীয় ল্যাঙ্গোয়েজ বিষয় সহ বেস্ট অফ ফাইভে পাওয়া নম্বর দেখে। ই.ভি.এস.র নম্বর এখানে ধরা হবে না। এরপর সার্টিফিকেট ভেরিফিকেশন। মেধা তালিকা ওয়েবসাইটে দেওয়া হবে।
দরখাস্ত করবেন অনলাইনে, ১৪ আগস্ট পর্যন্ত। এই ওয়েবসাইটে : www.wbbpe.org, http://wbbprimaryeducation.org এজন্য বৈধ একটি ই – মেল আই.ডি থাকতে হবে। এছাড়াও বয়স, শিক্ষাগত যোগ্যতা, কাস্ট সার্টিফিকেট, পাশপোর্ট মাপের ফটো ও সিগনেচার স্ক্যান করে নেবেন। প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর স্ক্যান করা যাবতীয় প্রমাণপত্র আপলোড করে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন সম্পূর্ণ হবে। তারপর পরীক্ষা ফী বাবদ ৩০০ (তপশিলী, প্রতিবন্ধী হলে ১৫০) টাকা অনলাইনে জমা দেবেন। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন।
আরো বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে। কোনো অসুবিধা হলে সরাসরি ফোন করুন এই নম্বরে : (০৩৩) ২৩৩৭৯৩১৩, ৮৯০২০৮১২০১।
- Visva Bharati Vacancy 2025 : ইন্টারভিউয়ের মাধ্যমে বিশ্বভারতীতে শিক্ষক নিয়োগSpread the loveVisva Bharati Vacancy 2025 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল Join Now …
- Burdwan Municipality Job 2025 : জেলার এই পৌরসভায় হেলথ ওয়ার্কার নিয়োগSpread the loveBurdwan Municipality Job 2025 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল Join Now …
- CRP EP Recruitment 2025 : আনন্দধারা কার্যালয়ে স্বনির্ভর দলের মহিলাদের কাজের সুযোগSpread the loveCRP EP Recruitment 2025 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল Join Now …
- DPMU Vacancy 2025 : এই জেলায় রূপশ্রী প্রকল্পে কর্মী নিয়োগSpread the loveDPMU Vacancy 2025 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল Join Now আমাদের Telegram গ্রুপ …
- Health Worker Job 2025 : বিষ্ণুপুর পৌরসভায় হেলথ কর্মী নিয়োগSpread the loveHealth Worker Job 2025 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল Join Now …