
এয়ারপোর্ট অথরিটিতে ৩৫৫ জুনিয়র এক্সিকিউটিভ || যোগ্যতা গ্রাজুয়েট
Airport authority of india recruitment 2020 : এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া ‘জুনিয়র এক্সিকিউটিভ(এয়ার ট্রাফিক কন্ট্রোল)’, ‘জুনিয়র এক্সিকিউটিভ(এয়ারপোর্ট অপারেশন্স)’ ও ‘জুনিয়র এক্সিকিউটিভ(টেকনিক্যাল)’ পদে ৩৫৫ জন ছেলেমেয়ে নিচ্ছে।
কারা কোন পদের জন্য যোগ্য :
জুনিয়র এক্সিকিউটিভ(এয়ার ট্রাফিক কন্ট্রোল) :
ফিজিক্স ও অঙ্ক বিষয় নিয়ে সায়েন্স শাখায় ৩ বছরের ডিগ্ৰি(বি.এস.সি) কোর্স পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো শাখার ডিগ্ৰি(বি.ই বা বি.টেক) কোর্স পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে পাশ হলেও আবেদন করতে পারেন।
শূন্য পদ:
২৬৪ টি (জেনাঃ ১০৭, ই.ডব্লু.এস. ২৬, ও.বি.সি ৭২, তঃজাঃ ৪০, তঃউঃজাঃ ১৯)। পোস্ট কোড:3।
মূল মাইনে: ৪০,০০০–১,৪০,০০০ টাকা।
জুনিয়র এক্সিকিউটিভ(এয়ারপোর্ট আপারেশন্স) :
সায়েন্স শাখার গ্ৰ্যাজুয়েটরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে আর ২ বছরের এম.বি.এ কোর্স পাশ হলে যোগ্য। ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো শাখার ডিগ্ৰি (বি.ই বা বি.টেক) কোর্স পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে পাশ হলেও আবেদন করতে পারেন।
শূন্য পদ:
৮৩ টি (জেনাঃ ৩৫, ই.ডব্লু.এস ৮ ও.বি.সি ২১, তঃজাঃ ১৪, তঃউঃজাঃ ৫)। পোস্ট কোড: 4
মূল মাইনে: ৪০,০০০–১,৪০,০০০ টাকা।
জুনিয়র এক্সিকিউটিভ(টেকনিক্যাল):
মেকানিক্যাল বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্ৰি(বি.ই বা বি.টেক) কোর্স পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন।
শূন্য পদ:
৮ টি (জেনাঃ ৫, ও.বি.সি ২, তঃজাঃ ১)। পোস্ট কোড: 5
মূল মাইনে: ৪০,০০০–১,৪০,০০০ টাকা।
প্রার্থী বাছাই হবে অনলাইন পরীক্ষা ও ইন্টারভিউয়ের মাধ্যমে। পরীক্ষা কবে হবে তা পরে জানানো হবে। ‘জুনিয়র এক্সিকিউটিভ(এ.টি.সি)’ পদের বেলায় ইন্টারভিউয়ের সময় ভয়েস টেস্ট হবে।
দরখাস্ত করবেন অনলাইনে,১৫ ডিসেম্বর থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত। এই ওয়েবসাইটে: www.aai.aero/www.aai-aero-career
এজন্য বৈধ একটি ই-মেল আই.ডি থাকতে হবে।এছাড়াও পাশপোর্ট মাপের রঙিন ফটো ও সিগনেচার জে.পি.ই.জি ফর্ম্যাটে স্ক্যান করে নেবেন। প্রথমে ওপরের এই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে।
এরপর পরীক্ষা ফী বাবদ ১,০০০ টাকা (তপশিলী,মহিলাদের বেলায় ১৭০) টাকা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ে দিতে হবে। তপশিলী, প্রতিবন্ধী ও মহিলাদের ফী লাগবে না। এবার ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে ফটো আর সিগনেচার ও ফী ডিটেলস আপলোড করতে পারবেন। সবশেষে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তখন সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নিজের কাছে রেখে দেবেন। প্রতিটি পদের জন্য আলাদা ফী দিয়ে দরখাস্ত করতে পারবেন। আরো বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে।
সব পদের জন্য বয়স হতে হবে ৩০-১১-২০২০ র হিসেবে ২৭ বছরের মধ্যে। তপশিলীরা ৫ বছর , ও.বি.সি -রা ৩ বছর, প্রতিবন্ধীরা ১০ বছর বয়সে ছাড় পাবেন। চাকরি হবে ভারতের যে কোনো জায়গায়।