
Amul Careers : আমূল কোম্পানিতে চাকরি ! কিভাবে আবেদন করবেন দেখুন ।
বন্ধুরা কর্মসাথী ডট কমে আপনাকে স্বাগত ( Amul Careers ) । পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের কাছে আমরা সবসময়ই চাকরি , ব্যবসা সংক্রান্ত ইউনিক খবর নিয়ে আসি । আমরা সেই খবরই আপনাদের সামনে তূলে ধরি যার মাধ্যমে আপনারা উপকৃত হন । আজও একটি নতুন চাকরির খবর দিতে এই প্রতিবেদনটি লিখছি ।
আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
আমূল বিশ্বখ্যাত একটি দুগ্ধজাত প্রোডাক্ট কোম্পানি । মুল সংস্থার নাম হল গুজরাত কো অপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডারেশন লিমিটেড । সারাবছরই আমূল কোম্পানির তরফে লোক নেওয়া হয় । কেমন হয় যদি এই আমূল কোম্পানিতেই চাকরি পাওয়া যায় । আজ আপনাদের কাছে সেই তথ্যই তুলে ধরবো যে কিভাবে আমূল কোম্পানিতে চাকরি পাওয়া যায় ।
আমূলের সাবধানবানী –
কিভাবে আমূল কোম্পানিতে চাকরি পাওয়া যায় সেটি উল্লেখ করার আগে আপনাদের একটি বিষয়ে সাবধান করে দিতে চাই । তবে এই সাবধানতা শুধুমাত্র আমাদের তরফে নয় , স্বয়ং আমূল কোম্পানির তরফে এই সাবধানবাণী দেওয়া হয়েছে ।
আমূল কোম্পানির ওয়েবসাইটে বড় বড় হরফে লিখে জানানো হয়েছে । প্রতারণাচক্র থেকে সাবধান । যেহেতু আমূল কোম্পানি বিশ্ববিখ্যাত একটি কোম্পানি এই এই কোম্পানিতে চাকরি দেওয়ার নাম করে অনেকেই প্রতারনা করে থাকে ।
আরও পড়ুনঃ Post Office Recruitment 2023 : পশ্চিমবঙ্গে ডাকবিভাগে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হচ্ছে । যোগ্যতা মাধ্যমিক ।
আমূল কোম্পানির তরফে স্পষ্ট জানানো হয়েছে চাকরি দেওয়ার নাম করে যদি কোন ব্যাক্তি বা সংস্থা টাকা বা কোন ফি দাবী করে তাহলে বুঝতে হবে সে প্রতারক । কারন আমূল কোম্পানির পক্ষ থেকে কখনই চাকরির বিনিময়ে কোনরকম ফি বা টাকা দাবী করা হয় না ।
এর সাথে সাথে এও জানানো হয়েছে কোন ওয়েবসাইটে আমূল লেখা রয়েছে মানেই সেটি আমূল কোম্পানির ওয়েবসাইট নয় । আমূল কোম্পানির একটি মাত্র ওয়েবসাইট সেটি হল Amul.com . এর বাইরে আমূল কোম্পানির আর কোনও ওয়েবসাইট নেই ।
আমূল কোম্পানিতে নিয়োগ সংক্রান্ত তথ্য ( Amul Careers ) –
এই কোম্পানিতে সারাবছরই বিভিন্ন পদে নিয়োগ করা হয়ে থাকে । যেমন বর্তমানে ভারতের বিভিন্ন এলাকায় নিম্নলিখিত পদগুলিতে লোক নেওয়া হচ্ছে । যথা –
১. টেরিটরি সেলস ইনচার্জ
২. আকাউন্ট অ্যাসিস্ট্যান্ট
৩. টেরিটরি সেলস ইনচার্জ – ক্যাটেল ফিড
উপরোক্ত পদগুলির ক্ষেত্রে ভিন্ন ভিন্ন শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন । এই সংক্রান্ত বিস্তারিত তথ্য আমূলের অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন । নিচে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হল ।
আরও পড়ুনঃ LIC ADO Recruitment 2023 : পশ্চিমবঙ্গের বিভিন্ন LIC অফিসে প্রচুর কর্মী নিয়োগ, ১০৪৯টি শূন্যপদ, বেতন ৫১,৫০০ টাকা
আমূল কোম্পানির তরফে সুখবর
তবে আমূল কোম্পানির পক্ষ থেকে আপনাদের জন্য একটি সুখবর রয়েছে । কোম্পানির তরফে জানানো হয়েছে যদি উপরোক্ত পদগুলিতে আবেদনের ক্ষেত্রে যদি আপনি যোগ্য না হন , অথবা আপনি আগ্রহী না হন সেক্ষত্রেও আপনি আমূল কোম্পানিতে চাকরির জন্য আবেদন জানাতে পারেন ।
সেক্ষেত্রে আপনাকে আপনার বায়োডাটা কোম্পানির ওয়েবসাইটে আপলোড করতে হবে ।কোম্পানি তার প্রয়োজনমত আপনার যোগ্যতা অনুসারে আপনার বায়োডাটা যাচাই করে আপনার সাথে যোগাযোগ করে নেবে । এক্ষেত্রে যদি আপনি যোগ্য বলে বিবেচিত হন তাহলে তাদের সময়মত আপনাকে ডেকে নেওয়া হবে ।
আমূল কোম্পানিতে চাকরির আবেদন কিভাবে করবেন ?
আগেই বলেছি আপনার যেকোনো শিক্ষাগত যোগ্যতায় থাকুক না কেন আপনি আমূল কোম্পানির ওয়েবসাইটে আবেদন করতে পারেন । সেক্ষেত্রে নিচের ধাপগুলি অনুসরন করুণ । যথা –
১. প্রথমে আমূল কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন । নিচে অফিসিয়াল ওয়েবসাইটের সরাসরি লিংক দেওয়া হল ।
২. এবার সেখান থেকে “Careers” অপশনে ক্লিক করুন । নিচের ছবিতে তীর চিহ্নের সাহায্যে দেখানো হল ।
আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
৩. এবার আপনার সামনে নতুন একটি স্ক্রিন খুলে যাবে । সেখান থেকে “Current Openings” অপশনে ক্লিক করুন ।
আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
৪. এবার আপনার কাছে যে স্ক্রিনটি খুলবে সেখানে আপনি দেখতে পাবেন বর্তমানে কোন কোন পদে লোক নেওয়া হচ্ছে ।আপনি চাইলে সেই নির্দিষ্ট পদের জন্য আবেদন করতে পারেন । নিচের ছবিতে দেখানো হল ।
৫. অথবা আপনি চাইলে আপনার বায়োডাটা আপলোড করতে পারেন সেক্ষেত্রে আমূল আপনাদের বায়োডাটা যাচাই করে তার প্রয়োজন মত আপনাদের সাথে যোগাযোগ করে নেওয়া হবে । নিজের বায়োডাটা আপলোড করার জন্য “Drop CV” অপশনে ক্লিক করুন । নিচের ছবিতে দেখানো হল ।
আরও পড়ুনঃ Dehuroad Cantonment Board Recruitment 2023 : কেন্দ্র সরকারি সংস্থায় ওয়ার্ড বয় , সাফাই কর্মচারী , স্টাফ নার্স পদে প্রচুর কর্মী নিয়োগ ।
৬. এবার আপনার সামনে একটি ফর্ম খুলে যাবে । সেখানে যথাযথ স্থানে নিজের নাম , ইমেইল আইডি , মোবাইল নাম্বার , বর্তমান ঠিকানা দেওয়ার পর নিজের বায়োডাটা আপলোড করে দিন । এবার “SUBMIT” বোতামে ক্লিক করলেই আপনার আবেদন সম্পূর্ণ হবে । নিচের ছবিতে তীর চিহ্নের সাহায্যে দেখানো হল ।
৭. এবার আমূল কোম্পানি আপনার বায়োডাটা যাচাই করবে । এবার তাদের যেমন যেমন শূন্যপদ তৈরি হবে সেইমত আবেদনকারীদের সাথে যোগাযোগ করে নেওয়া হবে ।
অফিসিয়াল ওয়েবসাইট – Click To Apply
আমাদের হোয়াটসঅ্যাপ: Join Group
- Self Help Group Job Vacancy 2023 : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে স্বনির্ভর দলের সদস্যদের কাজের সুযোগSpread the loveSelf Help Group Job Vacancy 2023 : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে স্বনির্ভর দলের সদস্যদের কাজের সুযোগ বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই ( Self Help Group Job Vacancy 2023 )। আমরা আপনাদের সামনে শিক্ষা , চাকরি , ব্যবসা , সরকারি প্রকল্প তথা অন্য গুরুত্বপুর্ন ট্রেন্ডিং খবর নিয়ে আসি । এই …
- ASHA Karmee Job 2023 : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রচুর আশা কর্মী নিয়োগSpread the loveASHA Karmee Job 2023 : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রচুর আশা কর্মী নিয়োগ বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই ( ASHA Karmee Job 2023 )। আমরা আপনাদের সামনে শিক্ষা , চাকরি , ব্যবসা , সরকারি প্রকল্প তথা অন্য গুরুত্বপুর্ন ট্রেন্ডিং খবর নিয়ে আসি । আজ আপনাদের সামনে পশ্চিমবঙ্গের ব্লকে ব্লকে …
- Driver Job in KMC 2023 : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কলকাতা পুরসভায় ড্রাইভার নিয়োগSpread the loveDriver Job in KMC 2023 : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কলকাতা পুরসভায় ড্রাইভার নিয়োগ বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই ( Driver Job in KMC 2023 ) । আমরা আপনাদের সামনে শিক্ষা , চাকরি , ব্যবসা , সরকারি প্রকল্প তথা অন্য গুরুত্বপুর্ন ট্রেন্ডিং খবর নিয়ে আসি । এই প্রতিবেদনে ক্লাস …
- ASHA Karmi Job 2023 : এবার এই জেলায় প্রচুর আশা কর্মী নিয়োগ ।Spread the loveASHA Karmi Job 2023 : এবার এই জেলায় প্রচুর আশা কর্মী নিয়োগ । বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই ( ASHA Karmi Job 2023 )। আমরা আপনাদের সামনে শিক্ষা , চাকরি , ব্যবসা , সরকারি প্রকল্প তথা অন্য গুরুত্বপুর্ন ট্রেন্ডিং খবর নিয়ে আসি । আজ আপনাদের সামনে পশ্চিমবঙ্গের ব্লকে …
- Cook Job 2023 : সরাসরি বাঙালি রাঁধুনি নিয়োগ । কোন শিক্ষাগত যোগ্যতা লাগবে নাSpread the loveCook Job 2023 : সরাসরি বাঙালি রাঁধুনি নিয়োগ । কোন শিক্ষাগত যোগ্যতা লাগবে না বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই ( Cook Job 2023 ) । আমরা আপনাদের সামনে শিক্ষা , চাকরি , ব্যবসা , সরকারি প্রকল্প তথা অন্য গুরুত্বপুর্ন ট্রেন্ডিং খবর নিয়ে আসি । আজ আপনাদের সামনে কুক …