DMCA.com Protection Status

Join Whatsapp Group

অবশেষে স্টাফ সিলেকশান কমিশন কনস্টেবল জি ডি ২০১৮ আবেদন শুরু হল / শূন্যপদ ৫৪৯৫৩ টি

Spread the love

অবশেষে স্টাফ সিলেকশান কমিশন কনস্টেবল জি ডি ২০১৮ আবেদন শুরু হল / শূন্যপদ ৫৪৯৫৩ টি

অবশেষে স্টাফ সিলেকশান কমিশন কনস্টেবল জি ডি ২০১৮ আবেদন শুরু হল / শূন্যপদ ৫৪৯৫৩ টি

সূচীপত্র

অবশেষে স্টাফ সিলেকশান কমিশন কনস্টেবল জি ডি ২০১৮ আবেদন শুরু হল / শূন্যপদ ৫৪৯৫৩ টি

অনেক টালবাহানার পর অবশেষে স্টাফ সিলেকশান কমিশন কনস্টেবল জি ডি ২০১৮ পদে আবেদন শুরু হল । একের পর এক  নোটিফিকেশন জারি করে পিছিয়ে দেওয়া হচ্ছিল আবেদন প্রক্রিয়া । গত ২৮ শে জুলাই স্টাফ সিলেকশান কমিশন শেষ নোটিশটি প্রকাশ করেছিল  । যেখানে বলা হয়েছিল কমিশন নতুন ওয়েবসাইটে মাইগ্রেট করেছে  , কিন্ত খুব বেশি ট্রাফিকের ফলে ওয়েবসাইট খুব ধীর গতিতে খুলছে । যার ফলে আবেদন করতে অনেক সমস্যা হচ্ছে । সেকারনে আপাতত ২৮ শে জুলাই থেকে ১৬ ই আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে না । আবেদন শুরু হবে আগামী ১৭ ই আগস্ট  সকাল ১০ টা থেকে এবং চলবে  ১৭ ই সেপ্টেম্বর বিকাল ৫ টা পর্যন্ত । SBI ব্যাঙ্কে চালানের মাধ্যমে পেমেন্ট দেওয়া যাবে আগামী ২০ শে সেপ্টেম্বর পর্যন্ত তবে সেটি প্রিন্ট করে নিতে হবে আবেদনের শেষ তারিখ অর্থাৎ ১৭ ই সেপ্টেম্বরের মধ্যে কমিশনের ওয়েবসাইট থেকে । এবং সেই নোটিশ অনুসারে শুরু হল আবেদন প্রক্রিয়া ।

গত ২১ জুলাই স্টাফ সিলেকশান কমিশন কনস্টেবল ( জি ডি ) ২০১৮ নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে / আবেদন শুরু আগামী  ১৭ ই আগস্ট থেকে ।  BSF, CISF, ITBP, CRPF, Rifleman প্রভৃতি ক্ষেত্রে এই কনস্টেবল ( জেনারেল ডিউটি ) পদে  নিয়োগ করা হবে । নিচে এই পদের জন্য প্রয়োজনীয় বয়স , শিক্ষাগত যোগ্যতা , বেতন , আবেদনের পদ্ধতি সকল তথ্য বিস্তারিত ভাবে দেওয়া হল ।

 

অবশেষে স্টাফ সিলেকশান কমিশন কনস্টেবল জি ডি ২০১৮ আবেদন শুরু হল / শূন্যপদ ৫৪৯৫৩ টি

 

স্টাফ সিলেকশান কমিশন কনস্টেবল জি ডি ২০১৮ নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল / শূন্যপদ ৫৪৯৫৩ টি

নিয়োগ  কতৃপক্ষ –

স্টাফ সিলেকশান কমিশন ( SSC )

শূন্যপদ –

৫৪৯৫৩ জন । নিচে পুরুষ , মহিলা , ক্যাটেগরি অনুসারে শূন্যপদ দেওয়া হল –

শূন্যপদ ( পুরুষ )

FORCE

SC

ST

OBC

GEN

Total

BSF 2351 1341 3267 7477 14436
CISF 26 13 47 94 180
CRPF 3893 1586 4230 10263 19972
SSB 1041 610 1420 3450 6521
ITBP 533 366 726 1882 3507
AR 290 361 448 1212 2311
NIA 0 1 2 5 8
SSF 38 47 75 212 372
Total 8172 4325 10215 24595 47307
স্টাফ সিলেকশান কমিশন কনস্টেবল জি ডি ২০১৮ নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল / শূন্যপদ ৫৪৯৫৩ টি

শূন্যপদ ( মহিলা )

FORCE

SC

ST

OBC

GEN

Total

BSF 412 235 575 1326 2548
CISF 2 0 5 13 20
CRPF 328 12 398 856 1594
SSB 338 159 477 1051 2025
ITBP 97 60 128 334 619
AR 96 115 150 404 765
NIA 0 0 0 0 0
SSF 10 7 18 40 75
Total 1283 588 1751 4024 7646

 

বয়স –

১৮ – ২৩ বছরের মধ্যে

শিক্ষাগত যোগ্যতা –

মাধ্যমিক পাস

পরীক্ষার ধরন  –

অনলাইন

বেতনক্রম

  ২১৭০০ – ৬৯১০০ টাকা / মাস

 

কিছু গুরুত্বপুর্ন তারিখ 

 

বিষয়

তারিখ

বিজ্ঞাপন জারি ২১ শে জুলাই , ২০১৮
আবেদন শুরু ১৭ ই আগস্ট , ২০১৮
আবেদন শেষ ১৭ ই সেপ্টেম্বর , ২০১৮
এডমিট কার্ড ডাউনলোড পরীক্ষার দশদিন আগে থেকে
Exam Date পরে জানানো হবে
Result Date পরে জানানো হবে

 

নির্বাচন পদ্ধতি –

1.চারটি ধাপে পরীক্ষা হবে । যথা – Computer Based Examination (CBE), Physical Efficiency Test (PET), Physical Standard Test (PST) and Medical Examination.


2. CBE (কম্পিউটার বেসড এক্সামিনেসন ) এর জন্য এডমিট অফিসিয়াল ওয়েবসাইট ( নিচে লিঙ্ক দেওয়া আছে ) থেকে ডাউনলোড করতে হবে ।

3.CBE (কম্পিউটার বেসড এক্সামিনেসন ) ইংরাজি এবং হিন্দি ভাষায় হবে ।

4.Physical Efficiency Test (PET) এবং Physical Standard Test (PST) এর জন্য  CBT এর মেরিট লিস্টের ভিত্তিতে মোট শূন্যপদের দশগুন প্রার্থীকে ডাকা হবে ।

 

অফিসিয়াল নোটিশ


অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করুন – 

 

কিভাবে আবেদন করবেন(step by step guide ) – 

 

KARMASATHE ANDROID  APP টি ডাউনলোড করুন  –           

 

EXAM PREPARATION

wbcs history mock test

RRB group d preparation

wbcs online book store

wbcs guide books

IAS preliminary exam guide

ips preliminary exam guide

wbcs online help

অবশেষে স্টাফ সিলেকশান কমিশন কনস্টেবল জি ডি ২০১৮ আবেদন শুরু হল / শূন্যপদ ৫৪৯৫৩ টি

অবশেষে স্টাফ সিলেকশান কমিশন কনস্টেবল জি ডি ২০১৮ আবেদন শুরু হল / শূন্যপদ ৫৪৯৫৩ টি