অবশেষে স্টাফ সিলেকশান কমিশন কনস্টেবল জি ডি ২০১৮ আবেদন শুরু হল / শূন্যপদ ৫৪৯৫৩ টি
অবশেষে স্টাফ সিলেকশান কমিশন কনস্টেবল জি ডি ২০১৮ আবেদন শুরু হল / শূন্যপদ ৫৪৯৫৩ টি
অনেক টালবাহানার পর অবশেষে স্টাফ সিলেকশান কমিশন কনস্টেবল জি ডি ২০১৮ পদে আবেদন শুরু হল । একের পর এক নোটিফিকেশন জারি করে পিছিয়ে দেওয়া হচ্ছিল আবেদন প্রক্রিয়া । গত ২৮ শে জুলাই স্টাফ সিলেকশান কমিশন শেষ নোটিশটি প্রকাশ করেছিল । যেখানে বলা হয়েছিল কমিশন নতুন ওয়েবসাইটে মাইগ্রেট করেছে , কিন্ত খুব বেশি ট্রাফিকের ফলে ওয়েবসাইট খুব ধীর গতিতে খুলছে । যার ফলে আবেদন করতে অনেক সমস্যা হচ্ছে । সেকারনে আপাতত ২৮ শে জুলাই থেকে ১৬ ই আগস্ট পর্যন্ত আবেদন করা যাবে না । আবেদন শুরু হবে আগামী ১৭ ই আগস্ট সকাল ১০ টা থেকে এবং চলবে ১৭ ই সেপ্টেম্বর বিকাল ৫ টা পর্যন্ত । SBI ব্যাঙ্কে চালানের মাধ্যমে পেমেন্ট দেওয়া যাবে আগামী ২০ শে সেপ্টেম্বর পর্যন্ত তবে সেটি প্রিন্ট করে নিতে হবে আবেদনের শেষ তারিখ অর্থাৎ ১৭ ই সেপ্টেম্বরের মধ্যে কমিশনের ওয়েবসাইট থেকে । এবং সেই নোটিশ অনুসারে শুরু হল আবেদন প্রক্রিয়া ।
গত ২১ জুলাই স্টাফ সিলেকশান কমিশন কনস্টেবল ( জি ডি ) ২০১৮ নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে / আবেদন শুরু আগামী ১৭ ই আগস্ট থেকে । BSF, CISF, ITBP, CRPF, Rifleman প্রভৃতি ক্ষেত্রে এই কনস্টেবল ( জেনারেল ডিউটি ) পদে নিয়োগ করা হবে । নিচে এই পদের জন্য প্রয়োজনীয় বয়স , শিক্ষাগত যোগ্যতা , বেতন , আবেদনের পদ্ধতি সকল তথ্য বিস্তারিত ভাবে দেওয়া হল ।
স্টাফ সিলেকশান কমিশন কনস্টেবল জি ডি ২০১৮ নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল / শূন্যপদ ৫৪৯৫৩ টি
নিয়োগ কতৃপক্ষ –
স্টাফ সিলেকশান কমিশন ( SSC )
শূন্যপদ –
৫৪৯৫৩ জন । নিচে পুরুষ , মহিলা , ক্যাটেগরি অনুসারে শূন্যপদ দেওয়া হল –
শূন্যপদ ( পুরুষ )
FORCE |
SC |
ST |
OBC |
GEN |
Total |
BSF | 2351 | 1341 | 3267 | 7477 | 14436 |
CISF | 26 | 13 | 47 | 94 | 180 |
CRPF | 3893 | 1586 | 4230 | 10263 | 19972 |
SSB | 1041 | 610 | 1420 | 3450 | 6521 |
ITBP | 533 | 366 | 726 | 1882 | 3507 |
AR | 290 | 361 | 448 | 1212 | 2311 |
NIA | 0 | 1 | 2 | 5 | 8 |
SSF | 38 | 47 | 75 | 212 | 372 |
Total | 8172 | 4325 | 10215 | 24595 | 47307 |
স্টাফ সিলেকশান কমিশন কনস্টেবল জি ডি ২০১৮ নিয়োগের বিজ্ঞপ্তি জারি করল / শূন্যপদ ৫৪৯৫৩ টি
শূন্যপদ ( মহিলা )
FORCE |
SC |
ST |
OBC |
GEN |
Total |
BSF | 412 | 235 | 575 | 1326 | 2548 |
CISF | 2 | 0 | 5 | 13 | 20 |
CRPF | 328 | 12 | 398 | 856 | 1594 |
SSB | 338 | 159 | 477 | 1051 | 2025 |
ITBP | 97 | 60 | 128 | 334 | 619 |
AR | 96 | 115 | 150 | 404 | 765 |
NIA | 0 | 0 | 0 | 0 | 0 |
SSF | 10 | 7 | 18 | 40 | 75 |
Total | 1283 | 588 | 1751 | 4024 | 7646
|
বয়স –
১৮ – ২৩ বছরের মধ্যে
শিক্ষাগত যোগ্যতা –
মাধ্যমিক পাস
পরীক্ষার ধরন –
অনলাইন
বেতনক্রম
২১৭০০ – ৬৯১০০ টাকা / মাসস
কিছু গুরুত্বপুর্ন তারিখ
বিষয় |
তারিখ |
বিজ্ঞাপন জারি | ২১ শে জুলাই , ২০১৮ |
আবেদন শুরু | ১৭ ই আগস্ট , ২০১৮ |
আবেদন শেষ | ১৭ ই সেপ্টেম্বর , ২০১৮ |
এডমিট কার্ড ডাউনলোড | পরীক্ষার দশদিন আগে থেকে |
Exam Date | পরে জানানো হবে |
Result Date | পরে জানানো হবে |
নির্বাচন পদ্ধতি –
1.চারটি ধাপে পরীক্ষা হবে । যথা – Computer Based Examination (CBE), Physical Efficiency Test (PET), Physical Standard Test (PST) and Medical Examination.
2. CBE (কম্পিউটার বেসড এক্সামিনেসন ) এর জন্য এডমিট অফিসিয়াল ওয়েবসাইট ( নিচে লিঙ্ক দেওয়া আছে ) থেকে ডাউনলোড করতে হবে ।
3.CBE (কম্পিউটার বেসড এক্সামিনেসন ) ইংরাজি এবং হিন্দি ভাষায় হবে ।
4.Physical Efficiency Test (PET) এবং Physical Standard Test (PST) এর জন্য CBT এর মেরিট লিস্টের ভিত্তিতে মোট শূন্যপদের দশগুন প্রার্থীকে ডাকা হবে ।
অফিসিয়াল নোটিশ
অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করুন –
কিভাবে আবেদন করবেন(step by step guide ) –
KARMASATHE ANDROID APP টি ডাউনলোড করুন –
EXAM PREPARATION
wbcs history mock test
RRB group d preparation
wbcs online book store
wbcs guide books
IAS preliminary exam guide
ips preliminary exam guide
wbcs online help
অবশেষে স্টাফ সিলেকশান কমিশন কনস্টেবল জি ডি ২০১৮ আবেদন শুরু হল / শূন্যপদ ৫৪৯৫৩ টি