কুকড মিড ডে মিল প্রোগ্রামে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ হচ্ছে /বেতন -১১০০০ টাকা
আসানসোল মিউনিসিপ্যাল কর্পোরেশনে কুকড মিড ডে মিল প্রোগ্রামে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগ হচ্ছে । আপনাদের সুবিধার্থে এই সম্পর্কিত বিস্তারিত বিবরন নিচে দেওয়া হচ্ছে ।
শূন্যপদ –
২ টি ( আসানসোল – ১ টি , জামুরিয়া – ১ টি )
শিক্ষাগত যোগ্যতা-
১. যে কোন শাখায় গ্র্যাজুয়েট ।
২. কম্পিউটার এপ্লিকেশনে একবছরের ডিপ্লোমা ।
অভিজ্ঞতা –
উক্ত ক্ষেত্রে একবছরের অভিজ্ঞতা ।
বয়স –
০১/০৮/২০১৮ অনুসারে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে । সংরক্ষিত ক্ষেত্রের প্রার্থীরা নিয়ম অনুসারে ছাড় পাবেন ।
বেতন –
১১০০০ টাকা / মাস
আবেদন কিভাবে করবেন –
১. A4 পেপারে নির্দিস্ট বয়ানে আবেদন করবেন । দরখাস্তের বয়ান ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নেবেন ।
২. নিজের সই করা সকল প্রয়োজনীয় ডকুমেন্ট ( শিক্ষাগত যোগ্যতা , বয়সের প্রমান পত্র এবং অন্যান্য ) দরখাস্তের সাথে জুড়ে দেবেন ।
৩. দুটি পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ একটি দরখাস্তের নির্দিস্ট জায়গায় সেঁটে দেবেন এবং অন্যটি দরখাস্তের সাথে গেঁথে দেবেন ।
৪. দরখাস্তের উপরে এবং দরখাস্ত ভরা খামের উপর অবশ্যই “Application For The Post Of…. ” লিখে দেবেন ।
৫. আবেদন পৌঁছানো চাই আগামী ২০/০৮/১৮ তারিখের মধ্যে নিচের ঠিকানায় –
To the secretery , Asansol Municiple Corporation , Dr. G R Mitra Sarani , Po – Asansol , Dist – Purba Bardhaman , Pin – 713301 .
যে কোন রকম সহায়তার জন্য অফিসিয়াল ফোন নাম্বার – ০৩৪১-২৩০-৯৪৭৯
অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করুন –
দরখাস্তের বয়ানটি ডাউনলোড করুন –
অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন –