প্রজেক্ট ডাইরেক্টর নিয়োগ করছে জেলার শিশু শ্রমিক উন্নয়ন সমিতি
প্রজেক্ট ডাইরেক্টর নিয়োগ করছে জেলার শিশু শ্রমিক উন্নয়ন সমিতি
পূর্ব মেদিনীপুরের শিশু শ্রমিক উন্নয়ন সমিতির পক্ষ থেকে প্রজেক্ট ডাইরেক্টর পদে নিয়োগ হচ্ছে । এটি সম্পুর্নরুপে চুক্তিভিত্তিক নিয়োগ । প্রাথমিকভাবে একবছরের জন্য নিয়োগ করা হবে । পরবর্তীকালে কাজের ভিত্তিতে মেয়াদ বাড়ানো যেতে পারে । প্রথমে লিখিত পরীক্ষা এবং এরপর কম্পিউটারে দক্ষতা যাচাই এবং তারপর ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে। নিচে এই নিয়োগ সম্পর্কিত সামগ্রিক তথ্য এবং একইসাথে অফিসিয়াল নোটিশটি সংযুক্ত করা হল –
১. পদ –
প্রজেক্ট ডাইরেক্টর
২. শূন্যপদ –
১ টি
৩. আবশ্যিক যোগ্যতা –
ক । সোশ্যাল ওয়ার্কে অনার্স গ্র্যাজুয়েট
খ । কম্পিউটার আপ্লিকেশনে ১ বছরের ডিপ্লোমা
গ । বাংলা এবং ইংরাজি ভাষায় দক্ষ হতে হবে
৪। আবশ্যিক অভিজ্ঞতা –
সমাজ কল্যাণমূলক ক্ষেত্রে অন্ততপক্ষে একবছরের অভিজ্ঞতা
৫. বয়স –
০১.০১.২০১৮ অনুসারে ১৮ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে ।
৬. বেতন –
মাসে ২৪০০০ টাকা
৭. আবেদনের তারিখ –
০৪.০৭.১৮ থেকে ১৮.০৭.১৮ তারিখ ।
আবেদনকারীর জন্য বিশেষ কিছু তথ্য
১. অসম্পুর্ন আবেদন এবং একাধিক আবেদন করা হলে আবেদন বাতিল করা হবে ।
২. আবেদন কেবলমাত্র অনলাইনে করা যাবে ।
৩. একবার আবেদন করা হয়ে গেলে আর কোন তথ্য পরিবর্তনযোগ্য নয় ।
৪. ছবি এবং সিগনেচার সঠিকভাবে আপলোড করবেন । অস্পষ্ট হলে আবেদন বাতিল করা হবে ।
৫. আবেদন করার পর রেজিস্ট্রেশন ফর্ম টি অবশ্যই প্রিন্ট করে রাখবেন । ডকুমেন্ট ভেরিফিকেসনের সময় রেজিস্ট্রেশনের প্রিন্টটি চেক করা হবে । এই প্রিন্ট আউট টি ছাড়া ভেরিফিকেশন সম্পুর্ন হবে না । অনলাইন আবেদনের শেষ তারিখের মধ্যে এই প্রিন্ট আউট টি করে রাখবেন ।
৬. অনলাইন রেজিস্ট্রেশন নাম্বারটি অবশ্যই সাবধানে রেখে দেবেন । এটি হারিয়ে গেলে নিয়োগ কতৃপক্ষ আপনাকে এই নাম্বার সম্বন্ধিত তথ্য দিতে দায়বদ্ধ নয় ।
৭. একমাত্র অনলাইনে নির্দিস্ট ওয়েবসাইট থেকে আবেদন করবেন ।
৮. পার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা , কম্পিউটার টেস্ট এবং ইন্টারভিউয়ে পাওয়া মোট নম্বরের ভিত্তিতে ।
৯. যেকোন রকম সহযোগিতার জন্য নিচের ফোন নাম্বারে ছুটির দিন বাদে সকাল ১১ টা থেকে বিকাল ৪ টের মধ্যে কল করবেন –
৯০০২৯০১৫৬৫
পরীক্ষার সিলেবাস
পার্ট ১ – লিখিত পরীক্ষা |
মোট – ৭০ নম্বর – [ বাংলা ২০ নম্বর ( MCQ এবং বড় প্রশ্ন ) , ইংরাজি ২০ নম্বর ( MCQ এবং বড় প্রশ্ন ) , সাধারন জ্ঞান ১০ নম্বর ( MCQ ) , গণিত ( বড় প্রশ্ন ) ] |
পার্ট ২ – কম্পিউটার টেস্ট |
২০ নম্বর ( MS Office & typing ) |
পার্ট ৩ – ইন্টারভিউ |
১০ নম্বর |