DMCA.com Protection Status

Join Whatsapp Group

রাষ্ট্রীয় কেমিক্যাল ও ফার্টিলাইজার্স লিমিটেড ২৩৭ ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ || যোগ্যতা উচ্চমাধ্যমিক

Spread the love

রাষ্ট্রীয় কেমিক্যাল ও ফার্টিলাইজার্স লিমিটেড ২৩৭ ট্রেড অ্যাপ্রেন্টিস নিয়োগ || যোগ্যতা উচ্চমাধ্যমিক

apprentice recruitment 2020 apply online : রাষ্ট্রীয় কেমিক্যাল অ্যান্ড ফার্টিলাইজার্স লিমিটেড ‘ট্রেড অ্যাপ্রেন্টিস’ পদে ২৩৭ জন লোক নিচ্ছে। নেওয়া হবে এই সব শাখায় :―

অ্যাটেন্ড‍্যান্ট অপারেটর ক‍্যামিকেল প্ল‍্যান্ট :―


যোগ্যতা :― ফিজিক্স, কেমিস্ট্রি ও অঙ্ক বা বায়োলজি বিষয় নিয়ে বি.এসসি কোর্শ পাশরা যোগ্য।
বয়স :― বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে।
১ বছরের ট্রেনিং।
স্টাইপেন্ড :― মাসে ৯,০০০ টাকা।
শূন্য পদ :― ৯৮ টি।

ল‍্যাবরেটরি অ্যাসিস্ট‍্যান্ট কেমিক্যাল প্ল‍্যান্ট :―


যোগ্যতা :― ফিজিক্স, কেমিস্ট্রি ও অঙ্ক বা বায়োলজি বিষয় নিয়ে বি.এসসি কোর্স পাশরা যোগ‍্য।
বয়স :― বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে।
১ বছরের ট্রেনিং।
স্টাইপেন্ড :― মাসে ৯,০০০ টাকা।
শূন্য পদ :―৭ টি।

ইন্সট্রুমেন্ট মেকানিক কেমিক্যাল প্ল‍্যান্ট :―


যোগ্যতা :― ফিজিক্স ও কেমিস্ট্রি বিষয় নিয়ে বি.এসসি কোর্স পাশরা যোগ‍্য।
বয়স :― বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে।
১ বছরের ট্রেনিং।
স্টাইপেন্ড :― মাসে ৯,০০০ টাকা।
শূন্য পদ :―৭ টি।

মেন্টেন‍্যান্স মেকানিক কেমিক্যাল প্ল‍্যান্ট :―


যোগ্যতা :― উচ্চমাধ্যমিক পাশরা যোগ্য।
বয়স :― বয়স হতে হবে ২১ বছরের মধ্যে।
২ বছরের ট্রেনিং।
স্টাইপেন্ড :― মাসে ৭,০০০ টাকা।
শূন্য পদ :― ৭ টি।

ইলেক্ট্রিশিয়ান :―


যোগ্যতা :― উচ্চমাধ্যমিক পাশরা যোগ্য।
বয়স :― বয়স হতে হবে ২১ বছরের মধ্যে।
২ বছরের ট্রেনিং।
স্টাইপেন্ড :― মাসে ৭,০০০ টাকা।
শূন্য পদ :― ১৭ টি।

বয়লার অ্যাটেন্ড‍্যান্ট :―


যোগ্যতা :― উচ্চমাধ্যমিক পাশরা যোগ্য।
বয়স :― বয়স হতে হবে ২১ বছরের মধ্যে।
২ বছরের ট্রেনিং।
স্টাইপেন্ড :― মাসে ৭,০০০ টাকা।
শূন্য পদ :― ৩ টি।

বয়লার অ্যাটেন্ড‍্যান্ট :―


যোগ্যতা :― অঙ্ক ও বিজ্ঞান বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশরা যোগ্য।
বয়স :― বয়স হতে হবে ২১ বছরের মধ্যে।
২ বছরের ট্রেনিং।
স্টাইপেন্ড :― মাসে ৭,০০০ টাকা।
শূন্য পদ :― ৪ টি।

মেশিনিস্ট :―


যোগ্যতা :― উচ্চমাধ্যমিক পাশরা যোগ্য।
বয়স :― বয়স হতে হবে ২১ বছরের মধ্যে।
২ বছরের ট্রেনিং।
স্টাইপেন্ড :― মাসে ৭,০০০ টাকা।
শূন্য পদ :― ১ টি।

ওয়েন্ডার (গ‍্যাস অ্যান্ড ইলেক্ট্রিক) :―


যোগ্যতা :― উচ্চমাধ্যমিক পাশরা যোগ্য।
বয়স :― বয়স হতে হবে ২১ বছরের মধ্যে।
১ বছর ৩ মাসের ট্রেনিং।
স্টাইপেন্ড :― মাসে ৭,০০০ টাকা।
শূন্য পদ :― ১ টি।

স্টেনোগ্ৰাফার (ইংলিশ) :―


যোগ্যতা :― উচ্চমাধ্যমিক পাশ বা ডিগ্ৰি কোর্স পাশরা যোগ্য।
বয়স :― বয়স হতে হবে ২১ বছরের মধ্যে।
১ বছর ৩ মাসের ট্রেনিং।
স্টাইপেন্ড :― মাসে ৭,০০০ টাকা।
শূন্য পদ :― ৪০ টি।

সেক্রেটারিয়েল অ্যাসিস্ট‍্যান্ট :―


যোগ্যতা :― উচ্চমাধ্যমিক পাশ কিংবা যে কোনো শাখায় গ্ৰ‍্যাজুয়েট পাশরা যোগ্য।
বয়স :― বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে।
১ বছর ৩ মাসের ট্রেনিং।
স্টাইপেন্ড :― মাসে ৭,০০০ টাকা।
শূন্য পদ :― ৫০ টি।

হর্টিকালচার অ্যাসিস্ট‍্যান্ট :―


যোগ্যতা :― উচ্চমাধ্যমিক পাশরা যোগ্য।
বয়স :― বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে।
২ বছরের ট্রেনিং।
স্টাইপেন্ড :― মাসে ৭,০০০ টাকা।
শূন্য পদ :― ৮ টি।

হাউসকীপার (হসপিটাল) :―


যোগ্যতা :― উচ্চমাধ্যমিক পাশরা যোগ্য।
বয়স :― বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে।
১ বছর৬ মাসের ট্রেনিং।
স্টাইপেন্ড :― মাসে ৭,০০০ টাকা।
শূন্য পদ :― ৮ টি।

ফুড প্রোডাকশন (জেনারেল) :―


যোগ্যতা :― উচ্চমাধ্যমিক পাশ কিংবা যে কোনো শাখার গ্ৰ‍্যাজুয়েট পাশরা যোগ্য।
বয়স :― বয়স হতে হবে ২১ বছরের মধ্যে।
২ বছরের ট্রেনিং।
স্টাইপেন্ড :― মাসে ৭,০০০ টাকা।
শূন্য পদ :― ১ টি।

এক্সিকিউটিভ (হিউম্যান রিসোর্স) :―


যোগ্যতা :― এম.বি.এ (হিউম্যান রিসোর্স), এম.এস.ডব্লু কোর্স পাশরা যোগ্য। পার্সোনাল ম‍্যানেজমেন্ট, পার্সোনাল ম‍্যানেজমেন্ট অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল রিলেশন্সের পোস্ট গ্ৰ‍্যাজুয়েট ডিপ্লোমা কোর্স পার্শরাও যোগ্য।
বয়স :― বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে।
১ বছরের ট্রেনিং।
স্টাইপেন্ড :― মাসে ৯,০০০ টাকা।
শূন্য পদ :― ১৬ টি।

এক্সিকিউটিভ (মার্কেটিং) :―


যোগ্যতা :― এম.বি.এ (মার্কেটিং) কিংবা মার্কেটিং ম‍্যানেজমেন্ট পোস্ট গ্ৰ‍্যাজুয়েট ডিপ্লোমা পাশরা যোগ্য।
বয়স :― বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে।
১ বছরের ট্রেনিং।
স্টাইপেন্ড :― মাসে ৯,০০০ টাকা।
শূন্য পদ :― ১০ টি।

এক্সিকিউটিভ (ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস ট্রেনি) :―


যোগ্যতা :― চার্টার্ড অ্যাকাউন্ট‍্যান্সি, কস্ট অ্যাকাউন্ট‍্যান্সি, এম.বি.এ (ফিনান্স অ্যান্ড অ্যাকাউন্টস), ফিনান্সিয়াল ম‍্যানেজমেন্টর পোস্ট গ্ৰ‍্যাজুয়েট ডিপ্লোমা কোর্স পাশরা যোগ্য।
বয়স :― বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে।
১ বছরের ট্রেনিং।
স্টাইপেন্ড :― মাসে ৯,০০০ টাকা।
শূন্য পদ :― ১০ টি।

অ্যাকাউন্ট‍্যান্ট :―


যোগ্যতা :― উচ্চমাধ্যমিক পার্শরা যোগ্য।
বয়স :― বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে।
১৪ মাসের ট্রেনিং।
স্টাইপেন্ড :― মাসে ৭,০০০ টাকা।
শূন্য পদ :― ১০ টি।

রিক্রুটমেন্ট এক্সিকিউটিভ (হিউম্যান রিসোর্স) ট্রেনি :―


যোগ্যতা :― ডিগ্ৰি কোর্স পাশরা ইংরিজিতে জ্ঞান থাকলে যোগ্য।
বয়স :― বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে।
১৪ মাসের ট্রেনিং।
স্টাইপেন্ড :― মাসে ৯,০০০ টাকা।
শূন্য পদ :― ৮ টি।

মেডিক্যাল ল‍্যাব টেকনিশিয়ান (প্যাথলজি) :―


যোগ্যতা :― অঙ্ক ও বিজ্ঞান বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশ করলে যোগ্য।
বয়স :― বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে।
১ বছরের ট্রেনিং।
স্টাইপেন্ড :― মাসে ৭,০০০ টাকা।
শূন্য পদ :― ২ টি।

কেমিক্যাল, মেকানিক্যাল, ইলেক্ট্রিক‍্যাল, ইন্সট্রুমেন্টশন, সিভিল, কম্পিউটার ও মেডিক্যাল ল‍্যাব টেকনোলজির ডিপ্লোমা কোর্স পাশরা সংশ্লিষ্ট ট্রেডে অ্যাপ্রেন্টিস ট্রেনিংয়ের জন্য যোগ্য।
বয়স :― বয়স হতে হবে ২৫ বছরের মধ্যে।
শূন্য পদ :―কেমিক্যালে ১৯ টি, মেকানিক্যালে ১৮ টি, ইলেক্ট্রিক‍্যালে ১২ টি, ইন্সট্রুমেন্টেশনে ৮ টি, সিভিলে ৩ টি, কম্পিউটারে ২ টি, মেডিক্যাল ল‍্যাব টেকনোলজিতে ৫ টি।
১ বছরের ট্রনিং।
স্টাইপেন্ড :― মাসে ৮,০০০ টাকা।

ওপরের সব পদের বেলায় বয়স হতে হবে ১-১১-২০২০-র হিসাবে। তপশিলীরা ৫ বছর, ও.বি.সি-রা ৩ বছর, ও প্রতিবন্ধীরা ১০ বছর বয়সে ছাড় পাবেন। সব ক্ষেত্রেই শিক্ষাগত যোগ্যতার কোর্সে মোট অন্তত ৫০%(তপশিলী, প্রতিবন্ধী হলে ৪৫%) নম্বর পেয়ে থাকতে হবে।

প্রার্থী বাছাই হবে অনলাইন টেস্টের মাধ্যমে। সফল হলে ইন্টারভিউ ও ডাক্তারি পরীক্ষা।

দরখাস্ত করবেন অনলাইনে, ২২ ডিসেম্বর পর্যন্ত। এই ওয়েবসাইটে :–

www.apprenticeship.gov.in

www.mhrdnats.gov.in

অনলাইনে দরখাস্ত করার সময় বৈধ ই-মেল আই.ডি থাকতে হবে। এছাড়াও ফটো ও সিগনেচার জে.পি.ই.জি ফর্মাটে স্ক‍্যান করে নিয়ে যাবেন। এবার ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য সঠিকভাবে দিয়ে ‘সাবমিট’ করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে ও সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। আরো বিস্তারিত তথ্য পাবেন ওপরের ওই ওয়েবসাইটে।

শিক্ষা ও চাকরি সংক্রান্ত খবরের সেরা ঠিকানা কর্মসাথী ডট কম !

  • Ward Boy Job Vacancy 2024 : সৈনিক স্কুলে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ
    Spread the loveWard Boy Job Vacancy 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook …

    Continue reading

  • Railway Constable Recruitment 2024 : রেলে প্রচুর কনস্টেবল নিয়োগ
    Spread the loveRailway Constable Recruitment 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল …

    Continue reading

  • Sainik School Recruitment 2024 : সৈনিক স্কুলে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ
    Spread the loveSainik School Recruitment 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল …

    Continue reading

  • Jharkhand HC Recruitment 2024 : এই হাইকোর্টে প্রচুর শুন্যপদে নিয়োগ! জানুন বিস্তারিত
    Spread the loveJharkhand HC Recruitment 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল …

    Continue reading

  • WBPSC Job Vacancy 2024 : রাজ্যের মৎস দপ্তরে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ
    Spread the loveWBPSC Job Vacancy 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল …

    Continue reading