
শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি || আর্মি পাবলিক স্কুলে
army public school recruitment : ব্যারাকপুর আর্মি পাব্লিক স্কুল পোস্ট গ্ৰ্যাজুয়েট টিচার, ট্রেন্ড গ্ৰ্যাজুয়েট টিচার, কম্পিউটার টিচার ও ফিজিক্যাল এডুকেশন টিচার পদে ৪০ জন লোক নিচ্ছে। কাদের, কোন কোন বিষয়ে শিক্ষক-শিক্ষিকা নেওয়া হবে :–
ট্রেন্ড গ্ৰ্যাজুয়েট টিচার :–
ইংরাজি, হিন্দি, সংস্কৃত, অঙ্ক, সায়েন্স ও সোশ্যাল সায়েন্সের গ্ৰ্যাজুয়েটরা মোট অন্তত ৫০% নম্বর পেয়ে থাকলে আর বি.এড কোর্সে মোট অন্তত ৫০% নম্বর পেয়ে থাকলে যোগ্য।
শূন্যপদ :– ইংরাজি বিষয়ে ২ টি, হিন্দি ৬, সংস্কৃত ১, অঙ্ক ৪, সায়েন্স ২, সোশ্যাল সায়েন্স ৪।
পোস্ট গ্ৰ্যাজুয়েট টিচার :–
ইংরাজি, হিন্দি, অঙ্ক, বায়োলজি ও অর্থনীতি বিষয়ের পোস্ট গ্ৰ্যাজুয়েট মোট অন্তত ৫০% নম্বর পেয়ে থাকলে আর বি.এড কোর্সে মোট অন্তত ৫০% নম্বর পেয়ে থাকলে সংশ্লিষ্ট বিষয়ের জন্য যোগ্য। ইংরাজি ও হিন্দির মাধ্যমে শিক্ষকতায় দক্ষতা থাকতে হবে।
শূন্যপদ :– ইংরাজি বিষয়ে ১ টি, হিন্দি বিষয়ে ১ টি, অঙ্ক বিষয়ে ১ টি, বায়োলজি বিষয়ে ১ টি, অর্থনীতি বিষয়ে ১ টি।
কম্পিউটার টিচার :–
কম্পিউটার সায়েন্সর ডিগ্ৰি (বি.এসসি বা বি.টেক) কোর্স পাশরা যোগ্য। বি.এসসি কোর্স পাশরা কম্পিউটার সায়েন্সের পোস্ট গ্ৰ্যাজুয়েট ডিপ্লোমা কোর্স পাল হলেও যোগ্য।
শূন্যপদ :– ১ টি।
প্রাইমারি টিচার (পি.আর.টি) :–
মোট অন্তত ৫০% নম্বর পেয়ে ডিগ্ৰি কোর্স পাশরা বি.এড কোর্সে মোট অন্তত ৫০% নম্বর পেয়ে থাকলে যোগ্য।
শূন্যপদ :– ১০ টি।
ফিজিক্যাল এডুকেশন টিচার (লেডি) :–
ফিজিক্যাল এডুকেশনের ডিগ্ৰি কোর্স পাশরা বি.পি.এড কোর্স পাশ হলে আবেদন করতে পারেন।
শূন্যপদ :– ১ টি।
প্রার্থী বাছাই হবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতায় পাওয়া নম্বর দেখে। ট্রেন্ড গ্ৰ্যাজুয়েট টিচার, পোস্ট গ্ৰ্যাজুয়েট টিচার, প্রাইমারি টিচার পদের বেলায় ‘CSB’ পরীক্ষায় কোয়ালিফাই হতে হবে। এরপর হবে ইন্টারভিউ।
দরখাস্ত করবেন ‘A-4’ মাপের কাগজে, দরখাস্তের বয়ান নিচের ওয়েবসাইটে পেয়ে যাবেন –
দরখাস্তের সঙ্গে দেবেন
(১) এখনকার তোলা এক কপি পাশপোর্ট মাপের রঙিন ফটো,
(২) বয়স, শিক্ষাগত যোগ্যতা ও কাস্ট সার্টিফিকেটের স্ব-প্রত্যয়িত নকল,
(৩) পোস্ট গ্ৰ্যাজুয়েট টিচার, ট্রেন্ড গ্ৰ্যাজুয়েট টিচার ও প্রাইমারি টিচার পদের বেলায় ১০০ টাকা ডিমান্ড ড্রাফট।
‘Army Public School Barrackpore’ Payable at ‘Kolkata’. পূরণ করা দরখাস্ত ডাকে পাঠাবেন বা হাতে হাতে জমা দেবেন ২ জানুয়ারির মধ্যে।
এই ঠিকানায় :–
Army Public School Barrackpore, North Gate, Barrackpore Cantonment Kolkata– 700 120.
শিক্ষা , চাকরি ও ব্যাবসা সংক্রান্ত খবরের সেরা ঠিকানা কর্মসাথী ডট কম !
- মাতৃবন্দনা প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর ! পাওয়া যাবে ২৫ হাজার কোটি টাকার লোণ ।matri bandana prakalpa announced mamata banerjee : এবার রাজ্য বাজেটে চমকের পর চমক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ।
- “তরুণের স্বপ্ন” রাজ্যে নতুন প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীরtaruner swopno scheme announced mamata banerjee : রাজ্যের প্রথমবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী রাজ্য বাজেট পেশ করেছেন ।
- Primary TET 2021 Exam Answer Key Pdf File DownloadPrimary TET 2021 Exam Answer Key : অবশেষে আপনাদের অনুরোধে প্রাইমারী টেট ২০২১ পরীক্ষার সম্পূর্ণ উত্তর পত্র আপনাদের সামনে নিয়ে আসা হল ।
- Primary TET Exam 2021 Math SolutionPrimary TET Exam 2021 Math Solution : কর্মসাথী এর পক্ষ থেকে গতকালই ফেসবুক থেকে সংগ্রহ করে প্রাইমারী টেট এর প্রশ্নপত্রটি শেয়ার করা হয়েছিল ।
- wb primary tet Exam 2017 question paper with answerSpread the lovewb primary tet Exam 2017 question paper with answer wb primary tet Exam 2017 question paper : বহু টালবাহানার পর ২০১৭ সালের WB Primary TET 2017 লিখিত পরীক্ষা 31 জানুয়ারি ২০২১ সালে অনুষ্ঠিত হল ।পরীক্ষার প্রশ্নপত্রটি আপনাদের সাথে শেয়ার করা হল । খুব শীঘ্রই এই প্রশ্নের উত্তরপত্রটিও আপনাদের শেয়ার করা হবে । এই …