
এই জেলায় নিয়োগ হচ্ছে আশা কর্মী , মাধ্যমিকে অকৃতকার্য হলেও আবেদনের যোগ্য
আবারো বেশ কিছু আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হল । নীচে এই নিয়োগ সম্বন্ধিত সকল তথ্য আপনাদের সুবিধার্থে তুলে ধরা হল । বিশেষভাবে বলতে হয় যে উক্ত পদে আবেদন করার জন্য প্রার্থী মাধ্যমিকে অকৃতকার্য হলেও চলবে ।
শূন্যপদ –
মোট ১৮ জন তরুণীকে আশা কর্মী হিসেবে নিয়োগ করা হবে । এই নিয়োগ সম্পন্ন করবে দক্ষিন চব্বিশ পরগনার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিস ।
যোগ্যতা –
মাধ্যমিক পাশ বা মাধ্যমিকে অকৃতকার্য বিবাহিতা , বিধবা বা বিবাহবিচ্ছিন্না মহিলারা আবেদন করতে পারবেন । উচ্চশিক্ষাগত যোগ্যতা থাকলেও মাধ্যমিকের সার্টিফিকেট দিয়ে দরখাস্ত করতে পারবেন ।
বয়স –
বয়স হতে হবে ০১.০১.২০২০ এর হিসাবে সাধারন প্রার্থীদের বেলায় ৩০ থেকে ৪০ বছরের মধ্যে । তফসিলিদের ক্ষেত্রে বয়স হতে হবে ২২ থেকে ৪০ বছরের মধ্যে ।
আবেদন পদ্ধতি –
দরখাস্ত করবে সাধারন কাগজে নির্দিস্ট বয়ানে । দরখাস্তের বয়ানসহ সমস্থ তথ্য পাবেন সংশ্লিষ্ট ব্লক অফিসে কিংবা নীচের দেওয়া ওয়েবসাইটে । দরখাস্তের সঙ্গে জমা দেবেন যাবতীয় প্রমানপত্রের স্বপ্রত্যয়িত নকল । দরখাস্ত হাতে হাতে জমা দেবেন সংশ্লিষ্ট ব্লকের বিডিও অফিসে আগামী ৩১ শে মার্চের মধ্যে । স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্ট করবেন ।
দরখাস্তের সঙ্গে জমা দেবেন – |
১. বয়সের প্রমানপত্র হিসেবে জন্ম সংশা পত্র অথবা মাধ্যমিকের এডমিট কার্ডের স্বপ্রত্যয়িত জেরক্স কপি । |
২. আবেদনকারীর ২ কপি রঙিন পাসপোর্ট মাপের স্বপ্রত্যয়িত ফটো । এর মধ্যে একটি খামের মধ্যে এবং একটি দরখাস্তের সঙ্গে সংযুক্ত করে দেবেন । |
৩. শিক্ষাগত যোগ্যতার যাবতীয় প্রমানপত্রের স্বপ্রত্যয়িত জেরক্স কপি । |
৪. স্থায়ী বাসিন্দার প্রমানপত্র হিসেবে ভোটার কার্ড অথবা রেশন কার্ডের স্বপ্রত্যয়িত জেরক্স কপি । |
৫. কাস্ট বা ও.বি.সি সার্টিফিকেট এর স্বপ্রত্যয়িত নকল । ( যদি থাকে ) |
৬. প্রার্থীর নাম ঠিকানা লেখা ও পাঁচ টাকার ডাক টিকিট লাগানো একটি খাম । |
৭. সাম্প্রতিক ভোটার তালিকার বর্তমান অংশ এবং ক্রমিক নম্বরের স্বপ্রত্যয়িত নকল । |
৮. এছাড়াও আবেদনকারীকে দরখাস্তের সঙ্গে যুক্ত করতে হবে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট স্বপ্রত্যয়িত নকল । বিবাহবিচ্ছিন্নাদের ক্ষেত্রে ডিভোর্স এর সঠিক প্রমান এর স্বপ্রত্যয়িত নকল । এবং বিধবাদের ক্ষেত্রে স্বামীর মৃত্যু প্রমানপত্রের উপর আবেদনকারীর সই করা জেরক্স কপি । |
দরখাস্ত করবেন নীচের দেওয়া ঠিকানায় –
বাসন্তী সমষ্টি উন্নয়ন আধিকারিক , গ্রাম – সোনাখালি , পোস্ট – সোনাখালি , থানা – বাসন্তী , পিন – ৭৪৩৩১২ , জেলা – দক্ষিন চব্বিশ পরগণা ।
বিস্তারিত তথ্যের জন্য নীচের ওয়েবসাইট দেখুন –
এই ওয়েবসাইট সমস্থ তথ্য পেয়ে যাবেন – http://www.s24pgs.gov.in/
নিয়োগ স্থল –
আশা কর্মী নিয়োগ করা হবে দক্ষিন চব্বিশ পরগণা জেলার আলিপুর সদর , বারুই পুর ও ক্যানিং ব্লকের অন্তর্ভুক্ত বিভিন্ন উপস্থাস্থ্য কেন্দ্রে ।
এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে সংশ্লিষ্ট গ্রাম বা উপস্বাস্থ্য কেন্দ্রের স্থায়ী বাসিন্দা হতে হবে ।
আপনার মতামত , জিজ্ঞাসা , পরামর্শ জানাতে নীচে কমেন্ট করুন ।
asha karmi recruitment 2020
asha karmi from pdf,asha karmi recruitment 2020 birbhum
west bengal asha karmi recruitment 2019
asha karmi application form pdf 2019
asha karmi 2020 recruitment in west bengal
All notification about asha karmi book pdf file
asha karmi application form 2019
asha karmi 2019,asha karmi 2020
শিক্ষা ও চাকরি সংক্রান্ত সকল খবর সব থেকে আগে পেতে এখানে ক্লিক করুন ।
সাম্প্রতিক পোস্টসমূহ
- ASHA Karmi Recruitment 2023 purba bardhaman district : রাজ্যের ব্লকে ব্লকে আশাকর্মী নিয়োগ । মাধ্যমিক ফেল হলেও আবেদনের যোগ্য ।
- Mahila Samman Saving Certificate : মহিলা সম্মান সঞ্চয় প্রকল্প ।
- Axis Bank Recruitment 2023 : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ব্যাঙ্কে প্রচুর কর্মী নিয়োগ । যোগ্যতা উচ্চ-মাধ্যমিক ।
- Primary TET 2022 OMR Sheet PDF Safety : প্রাইমারি টেট ২০২২ ও.এম.আর শিট সংক্রান্ত পর্ষদের গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি ।
- Teacher Recruitment in Batikar Abhedananda Vidyapith : রাজ্যের স্কুলে শিক্ষক নিয়োগ । সরকারি নিয়ম অনুসারে বেতন পাবেন ।
- 12 percent club : এবার অতিরিক্ত আয় করতে এই অ্যাপটি ইনস্টল করুন ।
- Gramin Dak Sevak Recruitment 2023 : ভারতীয় ডাকঘরে হাজার হাজার নিয়োগ , যোগ্যতা মাধ্যমিক পাশ । বেতন ২৪ হাজার ।
- Motilal Oswal Demat Account Opening : একটি নামকরা কোম্পানিতে ডিএও এজেন্ট নিয়োগ । যেকেউ আবেদনের যোগ্য ।
- Nasirabad Cantonment Board Recruitment 2023 : কেন্দ্র সরকারের এই সংস্থায় প্রচুর কর্মী নিয়োগ । যোগ্যতা পঞ্চম শ্রেণী । সর্বাধিক বেতন ৫৬২০০ টাকা
- Amul Careers : আমূল কোম্পানিতে চাকরি ! কিভাবে আবেদন করবেন দেখুন ।
- Post Office Recruitment 2023 : পশ্চিমবঙ্গে ডাকবিভাগে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হচ্ছে । যোগ্যতা মাধ্যমিক ।
- LIC ADO Recruitment 2023 : পশ্চিমবঙ্গের বিভিন্ন LIC অফিসে প্রচুর কর্মী নিয়োগ, ১০৪৯টি শূন্যপদ, বেতন ৫১,৫০০ টাকা
- Dehuroad Cantonment Board Recruitment 2023 : কেন্দ্র সরকারি সংস্থায় ওয়ার্ড বয় , সাফাই কর্মচারী , স্টাফ নার্স পদে প্রচুর কর্মী নিয়োগ ।
- Rubber Band Making Machine : এই মেশিন কিনে প্রতি ঘণ্টায় কমপক্ষে ১৫০০ টাকা আয় করুন ।
- Beautician Course : এই কোর্সে হাতে কলমে শিক্ষা নিয়ে মাসে ৫০ হাজার টাকা আয় করুন ।
- Swasthya Sathi Recruitment 2023 : স্বাস্থ্য সাথী প্রকল্পে আকর্ষণীয় বেতনে কর্মী নিয়োগ ।
- LIC Agent Recruitment 2023 : পশ্চিমবঙ্গের এই এলাকায় জীবন বিমায় এজেন্ট নিয়োগ করা হচ্ছে । যোগ্যতা গ্র্যাজুয়েট ।
- Intelligence Bureau Recruitment 2023 : ইন্টেলিজেন্স ব্যুরোয় প্রচুর কর্মী নিয়োগ । বেতন ৬৯১০০ টাকা ।
- WB Primary TET Restult 2023 News : প্রাইমারি টেট ফলাফল প্রকাশ সংক্রান্ত বিরাট খুশির খবর । এক্ষুনি জানুন ।
- Medhashree Prakalpa : মেধাশ্রী প্রকল্পে কত ভাতা পাওয়া যাবে ? কারা পাবেন সুবিধা ? জানুন সকল সঠিক তথ্য ।
- SSC Multi Tasking Staff Recruitment 2023 : কেন্দ্রীয় সরকারে হাজার হাজার কর্মী নিয়োগ । যোগ্যতা মাধ্যমিক !