
এই জেলায় নিয়োগ হচ্ছে আশা কর্মী , মাধ্যমিকে অকৃতকার্য হলেও আবেদনের যোগ্য
আবারো বেশ কিছু আশাকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হল । নীচে এই নিয়োগ সম্বন্ধিত সকল তথ্য আপনাদের সুবিধার্থে তুলে ধরা হল । বিশেষভাবে বলতে হয় যে উক্ত পদে আবেদন করার জন্য প্রার্থী মাধ্যমিকে অকৃতকার্য হলেও চলবে ।
শূন্যপদ –
মোট ১৮ জন তরুণীকে আশা কর্মী হিসেবে নিয়োগ করা হবে । এই নিয়োগ সম্পন্ন করবে দক্ষিন চব্বিশ পরগনার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের অফিস ।
যোগ্যতা –
মাধ্যমিক পাশ বা মাধ্যমিকে অকৃতকার্য বিবাহিতা , বিধবা বা বিবাহবিচ্ছিন্না মহিলারা আবেদন করতে পারবেন । উচ্চশিক্ষাগত যোগ্যতা থাকলেও মাধ্যমিকের সার্টিফিকেট দিয়ে দরখাস্ত করতে পারবেন ।
বয়স –
বয়স হতে হবে ০১.০১.২০২০ এর হিসাবে সাধারন প্রার্থীদের বেলায় ৩০ থেকে ৪০ বছরের মধ্যে । তফসিলিদের ক্ষেত্রে বয়স হতে হবে ২২ থেকে ৪০ বছরের মধ্যে ।
আবেদন পদ্ধতি –
দরখাস্ত করবে সাধারন কাগজে নির্দিস্ট বয়ানে । দরখাস্তের বয়ানসহ সমস্থ তথ্য পাবেন সংশ্লিষ্ট ব্লক অফিসে কিংবা নীচের দেওয়া ওয়েবসাইটে । দরখাস্তের সঙ্গে জমা দেবেন যাবতীয় প্রমানপত্রের স্বপ্রত্যয়িত নকল । দরখাস্ত হাতে হাতে জমা দেবেন সংশ্লিষ্ট ব্লকের বিডিও অফিসে আগামী ৩১ শে মার্চের মধ্যে । স্পিড পোস্ট বা রেজিস্টার পোস্ট করবেন ।
দরখাস্তের সঙ্গে জমা দেবেন – |
১. বয়সের প্রমানপত্র হিসেবে জন্ম সংশা পত্র অথবা মাধ্যমিকের এডমিট কার্ডের স্বপ্রত্যয়িত জেরক্স কপি । |
২. আবেদনকারীর ২ কপি রঙিন পাসপোর্ট মাপের স্বপ্রত্যয়িত ফটো । এর মধ্যে একটি খামের মধ্যে এবং একটি দরখাস্তের সঙ্গে সংযুক্ত করে দেবেন । |
৩. শিক্ষাগত যোগ্যতার যাবতীয় প্রমানপত্রের স্বপ্রত্যয়িত জেরক্স কপি । |
৪. স্থায়ী বাসিন্দার প্রমানপত্র হিসেবে ভোটার কার্ড অথবা রেশন কার্ডের স্বপ্রত্যয়িত জেরক্স কপি । |
৫. কাস্ট বা ও.বি.সি সার্টিফিকেট এর স্বপ্রত্যয়িত নকল । ( যদি থাকে ) |
৬. প্রার্থীর নাম ঠিকানা লেখা ও পাঁচ টাকার ডাক টিকিট লাগানো একটি খাম । |
৭. সাম্প্রতিক ভোটার তালিকার বর্তমান অংশ এবং ক্রমিক নম্বরের স্বপ্রত্যয়িত নকল । |
৮. এছাড়াও আবেদনকারীকে দরখাস্তের সঙ্গে যুক্ত করতে হবে বিবাহিত মহিলাদের ক্ষেত্রে ম্যারেজ সার্টিফিকেট স্বপ্রত্যয়িত নকল । বিবাহবিচ্ছিন্নাদের ক্ষেত্রে ডিভোর্স এর সঠিক প্রমান এর স্বপ্রত্যয়িত নকল । এবং বিধবাদের ক্ষেত্রে স্বামীর মৃত্যু প্রমানপত্রের উপর আবেদনকারীর সই করা জেরক্স কপি । |
দরখাস্ত করবেন নীচের দেওয়া ঠিকানায় –
বাসন্তী সমষ্টি উন্নয়ন আধিকারিক , গ্রাম – সোনাখালি , পোস্ট – সোনাখালি , থানা – বাসন্তী , পিন – ৭৪৩৩১২ , জেলা – দক্ষিন চব্বিশ পরগণা ।
বিস্তারিত তথ্যের জন্য নীচের ওয়েবসাইট দেখুন –
এই ওয়েবসাইট সমস্থ তথ্য পেয়ে যাবেন – http://www.s24pgs.gov.in/
নিয়োগ স্থল –
আশা কর্মী নিয়োগ করা হবে দক্ষিন চব্বিশ পরগণা জেলার আলিপুর সদর , বারুই পুর ও ক্যানিং ব্লকের অন্তর্ভুক্ত বিভিন্ন উপস্থাস্থ্য কেন্দ্রে ।
এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে সংশ্লিষ্ট গ্রাম বা উপস্বাস্থ্য কেন্দ্রের স্থায়ী বাসিন্দা হতে হবে ।
আপনার মতামত , জিজ্ঞাসা , পরামর্শ জানাতে নীচে কমেন্ট করুন ।
asha karmi recruitment 2020
asha karmi from pdf,asha karmi recruitment 2020 birbhum
west bengal asha karmi recruitment 2019
asha karmi application form pdf 2019
asha karmi 2020 recruitment in west bengal
All notification about asha karmi book pdf file
asha karmi application form 2019
asha karmi 2019,asha karmi 2020
শিক্ষা ও চাকরি সংক্রান্ত সকল খবর সব থেকে আগে পেতে এখানে ক্লিক করুন ।
সাম্প্রতিক পোস্টসমূহ
- LIC Jivan Tarun Policy : মাত্র ১০০ টাকা করে বিনিয়োগে পান ১৫ লক্ষ টাকা
- Indian Army Bharti : বিনামূল্যে ইঞ্জিনিয়ারিং পড়িয়ে চাকরির সুযোগ
- Health Job : রাজ্যে আশা কো-অর্ডিনেটর নিয়োগ
- NHPC Career : বিদ্যুৎ দপ্তরে কর্মী নিয়োগ
- Mamata Banerjee Latest Poem : করমণ্ডল এক্সপ্রেসের ভয়াবহ স্মৃতি নিয়ে মমতা ব্যানার্জীর কবিতা
- Cabin Crew Interview : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে বিমান সেবিকা নিয়োগ
- Ban Sahayak Recruitment : বন সহায়ক নিয়োগ সংক্রান্ত বিরাট খবর
- Gramin Bank Recruitment 2023 : গ্রামীণ ব্যাঙ্কে প্রচুর কর্মী নিয়োগ
- Petrol Pump Dealership : পেট্রোল পাম্পের লাইসেন্স কিভাবে পাবেন ?
- Ration Card Download PDF : এবার আপনার রেশন কার্ড নিমেষেই ডাউনলোড করুন
- Hiring Driver : রাজ্যের স্বাস্থ্য বিভাগে ড্রাইভার নিয়োগ
- ICMR Career : সরকারি সংস্থায় কর্মী নিয়োগ
- Visva Bharati Recruitment : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে বিশ্বভারতীতে কর্মী নিয়োগ
- Bank Openings : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রচুর কর্মী নিয়োগ
- Nagar Nigam Job 2023 : পৌরসভায় সরাসরি ইন্টারভিউের মাধ্যমে কর্মী নিয়োগ
- Office Assistant Hiring : দীঘা বিজ্ঞান কেন্দ্রে কর্মী নিয়োগ
- New Jeevan Anand Plan : মাত্র ৪৫ টাকা করে বিনিয়োগ, মেয়াদ শেষে মিলবে ২৫ লাখ
- Librarian Hiring : লাইব্রেরি পদে জেলা অনুসারে সরাসরি আবেদনের লিংক
- Kolkata Police Constable Exam Paper 2023 PDF FILE Download : কলকাতা পুলিশ কনস্টেবল নিয়োগ পরীক্ষা প্রশ্নপত্র ২০২৩
- World Environment Day 2023 : দ্য ট্রি ম্যান ! কে এই সুপার হিরো ?
- Post Office Term Deposit : পোস্ট অফিসের এই স্কিমে টাকা রাখলে হবেন মালামাল