ASHA Karmi Form Download : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাকে স্বাগত জানাই । আমরা নিয়মিত আপনাদের চাকরি , ব্যবসা , সরকারি প্রকল্প , ইনকামের বিভিন্ন পদ্ধতি কথা আমাদের প্রতিবেদনের মধ্যে দিয়ে প্রকাশ করে থাকি । আজ আপনাদের সামনে নতুন একটি জেলার আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম ।
গত কয়েকমাস ধরে প্রায় প্রত্যেকটি জেলায় আশা কর্মী নিয়োগ করা হচ্ছে । আমরা সেই তথ্য আপনাদের সামনে সময়ে সময়ে তূলে ধরেছি ।আজ আরও একটি নতুন জেলার আশা কর্মী নিয়োগের খবর নিয়ে হাজির হলাম । তো চলুন এবার দেখে নেওয়া যাক আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি নাম্বার , বয়স , শিক্ষাগত যোগ্যতা , আবেদন পদ্ধতি , নিয়োগ পদ্ধতি সংক্রান্ত সকল তথ্য ।
ASHA Karmi Form Download
বিজ্ঞপ্তি নাম্বার – 474/Genl/Health/ASHA/2023
পদের নাম-
আশা কর্মী (Accredited Social Health Activist)
বয়সসীমা –
প্রার্থীর বয়স হতে হবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে । বয়সের হিসাব করা হবে ০১/০১/২০২৩ অনুসারে । তবে তপশিলি জাতি এবং উপজাতি প্রার্থীদের ক্ষেত্রে ২২ থেকে ৪০ বছরের বয়সসীমা রয়েছে ।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা –
নিচে আশা কর্মী নিয়োগের পদে আবেদনের ক্ষেত্রে কি কি যোগ্যতা লাগবে তা উল্লেখ করা হল । যথা –
১. কেবলমাত্র বিবাহিতা , বিধবা বিবাহ বিচ্ছিনা মহিলারা আবেদনের করতে পারবেন ।
২. প্রার্থীকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে । মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় যারা ফেল করেছেন তারাও আবেদনের যোগ্য ।
৩. কোন প্রার্থীর উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদনের যোগ্য । এক্ষেত্রে মাধ্যমিক বা মাধ্যমিক সমতুল্য পরীক্ষার প্রাপ্ত নম্বরই বিবেচিত হবেন । অর্থাৎ উচ্চ শিক্ষার জন্য কোন বাড়তি সুবিধা পাবেন না ।
৪. প্রার্থী যদি স্বনির্ভর দলের সদস্য , ট্রেনিং প্রাপ্ত দাই অথবা লিঙ্ক ওয়ার্কার হলে অগ্রাধিকার দেওয়া হবে ।
৫. যেখানে তপশিলি জাতি/উপজাতি মানুষের সংখ্যাধিক্য রয়েছে সেখানে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে তপশিলি জাতি/উপজাতি প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে ।
৬. আগ্রহী প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট গ্রাম সংসদের স্থায়ী বাসিন্দা হতে হবে । স্থায়ী বাসিন্দার উপযুক্ত প্রমান পত্র দেখাতে হবে । বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন দেখুন ।
মাসিক বেতন –
সরকারি নিয়ম অনুসারে মাসিক বেতন এবং অন্যান্য সুবিধা পাবেন ।
আরও পড়ুন : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নতুন জেলায় আশা কর্মী নিয়োগ
আশাকর্মী নিয়োগ পদ্ধতি –
আশা কর্মী নিয়োগের ক্ষেত্রে কোনও লিখিত পরীক্ষা হয় না । সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হবে । বর্তমান বিজ্ঞপ্তিটি অনুসারে মাধ্যমিকে প্রাপ্ত নম্বর এবং ইন্টারভিউতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হয়ে হবে । সেক্ষেত্রে নিচের ছক অনুসারে মেরিট লিস্ট তৈরি করা হবে । যথা –
বিষয় | নম্বর ( শতাংশের হিসেবে) |
মাধ্যমিকে পাপ্ত নম্বর | ৯০ % ওয়েটেজ |
ইন্টারভিউতে প্রাপ্ত নম্বর | ১০% ওয়েটেজ |
মোট | ১০০% |
আবেদন পদ্ধতি ( ASHA Karmi Form Download ) –
চলুন এবার আবেদন পদ্ধতি সম্পর্কে তথ্য জেনে নেওয়া যাক । আবেদন করতে হবে অফলাইনে । সেক্ষেত্রে নিম্নলিখিত ধাপগুলি অনুসরন করুন । যথা –
১. প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্রের নমুনাটি ডাউনলোড করে প্রিন্ট করে নিন ।আবেদন পত্রটি অফিসিয়াল বিজ্ঞপ্তির ৫নং ও ৬ নং পেজে পাবেন । আপনাদের সুবিধার্থে প্রতিবেদনের শেষে অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোডের লিংক দেওয়া হল ।
২. এবার আবেদন পত্রটিকে যথাযথভাবে পূরণ করুন । উপযুক্ত জায়গায় নিজের নাম , ঠিকানা সহ অন্যান্য সকল তথ্য প্রদান করুন ।
৩. দরখাস্তের নির্দিষ্ট জায়গায় সিগনেচার করুন এবং ছবি সাটিয়ে দিন । পিন , স্টেপল বা সেলাই করবেন না ।
৪. এবার দরখাস্তের সাথে প্রয়োজনীয় স্ব প্রত্যয়িত নথিগুলি যুক্ত করুন । কোন কোন নথির কপি জমা করতে হবে তার তথ্য নীচে দেওয়া হল ।
৫. দরখাস্তের সাথে নিজের নাম ঠিকানা লেখা ৫ টাকার ডাকটিকিট সাঁটানো একটি খাম সংযুক্ত করুন।
৫. এবার দরখাস্তের সাথে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সহিত একটি মুখবন্ধ খামে ভরে দিন ।
৬. মূখবন্ধ খামের উপর নিচের তথ্যগুলি লিখে দেবেন ।
৭ এবার সেটিকে স্পিড পোস্ট / রেজিস্টার্ড পোস্ট বা হাতে হাতে ড্রপ বক্সে নির্দিষ্ট তারিখের মধ্যে পাঠিয়ে দিন ।
দরখাস্তের সাথে কি কি ডকুমেন্ট জমা করবেন ?
নিম্নলিখিত ডকুমেন্টগুলি স্বপ্রত্যয়িত জেরক্স কপি দরখাস্তের সহিত যুক্ত করে দেবেন । উক্ত ডকুমেন্টগুলি ইন্টারভিউয়ের পূর্বে যাচাই করা হবে । যথা –
১. স্থায়ী বাসিন্দার প্রমাণ পত্র হিসেবে ভোটার কার্ড / রেশন কার্ড ।
২. বয়সের প্রমাণ পত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড অথবা জন্ম প্রমাণ পত্র ।
৩. বিবাহ /বিধবা /বিবাহ বিচ্ছিন্না সম্পর্কিত উপযুক্ত প্রমান পত্র ।
৪. মাধ্যমিকের মার্কশিট । মাধ্যমিকে ফেল করলেও তার মার্কশিট ।
৫. তপশিলি জাতি /উপজাতি প্রমানপত্র ।
৬. পাসপোর্ট সাইজ ছবি ২ কপি । এক কপি দরখাস্তের নির্দিষ্ট জায়গায় সেঁটে (ছবিটির উপর কোনাকুনি সই করবেন ) । এবং অন্য কপিটি দরখাস্তের সঙ্গে যুক্ত করবেন (ছবিটির পেছন দিকে কোনাকুনিভাবে সই করবেন )।
৭. গ্রেড ১ , গ্রেড ২ স্বনির্ভর দলের সদস্যা / লিঙ্ক ওয়ার্কার / প্রশিক্ষণপ্রাপ্ত দাই এর উপযুক্ত প্রমান পত্র (যদি থাকে) ।
আরও পড়ুন : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নতুন জেলায় আশা কর্মী নিয়োগ
আবেদনের সময়সীমা –
আবেদন পত্র স্পিড পোস্ট বা রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে পাঠালে আগামী ১৯/০৫/২০২৩ বিকাল ৪ টের মধ্যে পৌছাতে হবে । আপনি আবেদন পত্র হাতে হাতে নির্দিষ্ট ড্রপ বক্সেও ফেলতে পারেন । সেক্ষেত্রে জমা দেওয়ার শেষ তারিখ – ২৬/০৫/২০২৩ বিকেল ৪ টা পর্যন্ত (সরকারি ছুটির দিন ব্যতীত)
শূন্যপদ –
বর্তমান বিজ্ঞপ্তি অনুসারে উত্তর দিনাজপুর জেলার নিম্ললিখিত ব্লকগুলিতে নিয়োগ করা হবে । যথা –
ব্লকের নাম | মোট আশা কর্মী নিয়োগ |
চোপরা | ১৭ টি |
ইসলামপুর | ৩০ টি |
গোলপোখের ১ ( GOALPOKHER – 1) | ১৮ টি |
গোলপোখের 2 ( GOALPOKHER – 2) | ২৫ টি |
করনদীঘি | ২৪ টি |
মোট | ১১৪ টি |
বিভিন্ন গ্রাম পঞ্চায়েত , উপ স্বাস্থ্যকেন্দ্র , এবং ক্যাটাগরি ভিত্তিক বিস্তারিত শূন্যপদ দেখার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখুন । অফিসিয়াল বিজ্ঞপ্তির ১ নং , ২ নং এবং ৩ নং পেজে শূন্যপদের বিস্তারিত তথ্য দেওয়া আছে আপনাদের সুবিধার্থে অফিসিয়াল বিজ্ঞপ্তির সরাসরি ডাউনলোড লিঙ্ক নীচে দেওয়া হল ।
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি –
অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক , তথা আবেদনপত্রের নমুনা , অফিসিয়াল নোটিফিকেশন এবং ব্লকভিত্তিক শূন্যপদের লিস্ট নিচে সরাসরি ডাউনলোড লিঙ্ক দেওয়া হল ।
আবেদনের শেষ তারিখ | ২৬/০৫/২০২৩ বিকেল ৪ টা |
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download Now |
আবেদনের পত্রের নমুনা | Download Now ( বিজ্ঞপ্তির ৫ নং ও ৬ নং পেজ দেখুন ) |
শূন্যপদের তথ্য | Download Now ( বিজ্ঞপ্তির ১ নং , ২ নং ও ৩ নং পেজ দেখুন ) |
আমাদের Whatsapp গ্রুপ | Join Now |
আমাদের Telegram গ্রুপ | Join Now |
- TMC Vacancy 2024 : ইন্টারভিউয়ের মাধ্যমে টাটা মেমোরিয়াল সেন্টারে কর্মী নিয়োগSpread the loveTMC Vacancy 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল Join Now আমাদের Telegram গ্রুপ …
- Assistant Teacher Recruitment 2024 : প্রতিবন্ধী স্কুল ও প্রশিক্ষণ কেন্দ্রে শিক্ষক নিয়োগSpread the loveAssistant Teacher Recruitment 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল Join Now …
- Health Department Recruitment 2024 : ইন্টারভিউয়ের মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য দপ্তরে নিয়োগSpread the loveHealth Department Recruitment 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল Join Now …
- AIIMS Bhubaneswar Recruitment 2024 : ইন্টারভিউয়ের মাধ্যমে এইএমসে কর্মী নিয়োগSpread the loveAIIMS Bhubaneswar Recruitment 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল Join Now …
- Soft Toy Manufacturing Business : বাড়িতেই শুরু করুন এই ব্যবসা, মাসিক আয় হবে ৫০ হাজার টাকাSpread the loveSoft Toy Manufacturing Business : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য ব্যবসা সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল Join Now …