DMCA.com Protection Status

Join Whatsapp Group

Asha Karmi Interview Question Answer : আশাকর্মী ইন্টারভিউতে যে প্রশ্নগুলি করা হয় দেখুন ।

Spread the love
Asha Karmi Interview Question Answer
Asha Karmi Interview Question Answer

Asha Karmi Interview Question Answer : আশাকর্মী ইন্টারভিউতে যে প্রশ্নগুলি করা হয় দেখুন ।

রাজ্যে প্রায়শয়ই জেলাভিত্তিক প্রচুর পরিমানে আশা কর্মী নিয়োগ করা হয়ে থাকে ।অন্ততপক্ষে মাধ্যমিক পরীক্ষায় একবার বসতে পারলেই এই নিয়োগের জন্য যোগ্য হওয়া যায় । বাড়ির মহিলাদের জন্য এর থেকে ভালো চাকরি আর নেই । তাই আশা কর্মী নিয়োগের দিকে সবসময় সবার নজর থাকে ।

Join Our Whatsapp Group – Click Here

এই পরীক্ষার ইন্টারভিউ কিন্তু খুব একটা কঠিন হয় না । বন্ধুরা আজকের এই প্রতিবেদনে আমরা বোঝার চেষ্টা করবো আশা কর্মী ইন্টারভিউতে কি ধরনের প্রশ্ন করা হয়ে থাকে । এই প্রতিবেদন আপনি আশা কর্মী নিয়োগের ইন্টারভিউতে যেধরনের প্রশ্ন করা হয় তাঁর উত্তরসহ জানতে পারবেন । তো চলুন ধাপে ধাপে জেনে নেওয়া যাক কি কি প্রশ্ন করা হয়ে থাকে ।

আশাকর্মী নিয়োগে যে প্রশ্নটি সকলকে করা হয় সেটি হল –

আপনার সম্বন্ধে কিছু বলুন

এই প্রশ্নটির উত্তর দেওয়ার ক্ষেত্রে সবথেকে বেশি সাবধান হতে হবে । আলুথালু উত্তর দিলে চলবে না । উত্তর আপনাকে গুছিয়ে এবং সংক্ষেপে বলতে হবে । নিচে আমি একটি নমুনা উত্তর দিলাম ।

উত্তর – আমি ________ । আমি ______ জেলার অন্তর্গত _____ ব্লকের_____ গ্রামের বাসিন্দা । আমি ______ সালে মাধ্যমিক , ______ সালে উচ্চমাধ্যমিক ______ সালে স্নাতক পাশ করেছি ।

আশা কর্মীর ইন্টারভিউতে সাধারন জ্ঞান সম্পর্কে যে প্রশ্নগুলি করা হয়ে থাকে –

আশাকর্মী ইন্টারভিউতে সাধারন জ্ঞান সম্পর্কে যে প্রশ্নগুলি করা হয় তা নিচে উল্লেখ করা হল –

1.            আপনার মাধ্যমিকে কি কি বিষয় ছিল বলুন ।

2.            আপনার উচ্চমাধ্যমিকে কি কি বিষয় ছিল বলুন ।

3.            আপনার স্নাতকে অনার্স ছিল কি ? থাকলে কি বিষয়ে ?

4.            বিখ্যাত দুইজন কবির নাম বলুন ।

উত্তর – রবীন্দ্রনাথ ঠাকুর , কাজী নজরুল ইসলাম ।

5.            পশ্চিমবঙ্গের দুটি প্রধান নদীর নাম বলুন

উত্তর – গঙ্গা নদী , দামোদর নদী ।

আরও পড়ুনঃ Pradhan Mantri Awas Yojana 2023 List : প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা কারা আগে পাবেন দেখুন

6.            পশ্চিমবঙ্গের যেকোনো দুটি পাহাড়ের নাম বলুন ।

উত্তর – অযোধ্যা পাহাড় , মামা ভাগ্নে পাহাড় ।

7.            পশ্চিমবঙ্গের দুটি পর্যটন কেন্দ্রের নাম বলুন ।

উত্তর – দার্জিলিং , দিঘা ।

8.            পশ্চিমবঙ্গের যে কোন একটি ড্যামের নাম বলুন ।

উত্তর – মুকুটমনিপুর ড্যাম , পাঞ্চেত ড্যাম ।

9.            ASHA এর পুরো অর্থ কি ?

উত্তর – Accredited Social Health Activist (ASHA)

10.          আশা কর্মীদের কাজ কি ?

উত্তর – ডাশগশাগশ ।

Join Our Whatsapp Group – Click Here

11.          পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি ?

উত্তর – পশ্চিমবঙ্গের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ, সান্দাকফু (২,৬৩৬ মিটার (১১,৯২৯ ফুট) ।

12.          বর্ষাকালীন ফসলক কি বলা হয় ?

উত্তর – খারিফ ফসল ।

13.          শীতকালীন ফসলকে কি বলা হয় ?

উত্তর – রবি ফসল ।

14.          এমন একটি জেলার নাম বলুন যেখানে ধান চাষ বছরের একাধিকবার হয় ।

উত্তর – বর্ধমান । পূর্ব মেদিনীপুর । পশ্চিম মেদিনীপুর ।

15.          পশ্চিমবঙ্গের চারপাশে কোন দেশ ও রাজ্য রয়েছে ।

উত্তর – উত্তরে হিমালয় এবং হিমালয়ের কোলে অবস্থিত নেপাল  ভুটান রাষ্ট্র এবং সিক্কিম রাজ্য; পূর্বদিকে অসম রাজ্য ও বাংলাদেশ রাষ্ট্র, পশ্চিমে বিহার, ঝাড়খণ্ড  ওড়িশা এবং দক্ষিণে বঙ্গোপসাগর।

16.          পশ্চিমবঙ্গের দক্ষিনে কোন সাগর রয়েছে ।

উত্তর – বঙ্গোপসাগর

আরও পড়ুনঃ How to fix Whatsapp Account Ban : হঠাৎ করেই হোয়াটসঅ্যাপ বন্ধ ! কি করবেন জেনে রাখুন ! সামান্য ভুলে হতে পারে চিরতরে ব্লক।

17.          পশ্চিমবঙ্গের যে কোন দুজন স্বাধীনতা সংগ্রামীর নাম বলুন ।

উত্তর – নেতাজী সুভাষ চন্দ্র বসু , অরবিন্দ ঘোষ

18.          পশ্চিমবঙ্গের কোথায় চা চাষ করা হয় ।

উত্তর – দার্জিলিং

19.          পলাশীর যুদ্ধ কত সালে হয়েছিল ?

উত্তর – ১৭৫৭ সালে

20.          পলাশীর যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল ?

উত্তর – সিরাজ উদ দৌল্লা ও ইংরেজদের মধ্যে

21.          পশ্চিমবঙ্গের যেকোনো একটি অভয়ারণ্যের নাম বলুন ?

উত্তর – সজনেখালি বন্যপ্রাণী অভয়ারন্য

22.          পশ্চিমবঙ্গের একটি জাতীয় উদ্যানের নাম বলুন ?

উত্তর – সুন্দরবন জাতীয় উদ্যান

আপনার জেলাভিত্তিক কিছু প্রশ্ন –

আশাকর্মী ইন্টারভিউতে আপনি যে জেলাতে বাস করেন সেই জেলা সম্পর্কিত বেশ কিছু প্রশ্ন করা হয় । নিচে সেই সম্পর্কিত তথ্য আপনাদের সামনে তূলে ধরা হল –

1.            আপনার জেলায় কয়টি ব্লক আছে ?

2.            আপনার জেলার দুটি বিখ্যাত জায়গার নাম বলুন ?

3.            আপনার জেলায় যেকোনো একটি পাহাড়ের নাম বলুন (যদি থাকে) ?

4.            আপনার জেলার জেকন একটি ড্যামের নাম বলুন (যদি থাকে)?

আরও পড়ুনঃ Krishak Bandhu Scheme 2023 : কৃষক বন্ধু প্রকল্প নিয়ে বড় ঘোষণা রাজ্য সরকারের । দেখুন কারা পাবেন টাকা ?

5.            আপনার জেলার যেকোনো একটি তাপবিদ্যুৎ কেন্দ্রের নাম বলুণ (যদি থাকে)?

6.            আপনার জেলায় কোন কোন খনিজ পদার্থ পাওয়া যায় (যদি থাকে)?

7.            আপনার জেলায় জন্মগ্রহন করেছেন এরকম দুজন মহাপুরুষের নাম বলুন (যদি থাকে)?

8.            আপনার জেলাটি কলকাতা থেকে কোন দিকে রয়েছে ?

9.            আয়তনে পশ্চিমবঙ্গের সব থেকে ছোট জেলা কোনটি ?

10.          আয়তনে পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় জেলা কোনটি ?

গণিতে বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন –

আশাকর্মী ইন্টারভিউতে গণিত বিষয় থেকে সাধারণত যে প্রশ্নগুলি করা হয়ে থাকে তা নিচে আলোচনা করা হল –

1.            বর্গক্ষেত্রের একটি চিত্র অঙ্কন করুন । এর একটি বৈশিষ্ট্য বলুন ।

2.            আয়ত ক্ষেত্রের একটি চিত্র অঙ্কন করুন ।এর একটি বৈশিষ্ট্য বলুন ।

3.            সামন্তরিকের একটি চিত্র অঙ্কন করুন ।এর একটি বৈশিষ্ট্য বলুন ।

4.            রম্বসের একটি চিত্র অঙ্কন করুন ।এর একটি বৈশিষ্ট্য বলুন ।

5.            ট্রাপিজিয়ামের একটি চিত্র অঙ্কন করুন । এর একটি বৈশিষ্ট্য বলুন ।

6.            ধ্বনাত্বক ও ঋনাত্বক সঙ্খ্যার মধ্যে পার্থক্য কি ?

7.            সরল করার নিয়মটি বলুন ?

8.            সরল সুদের সূত্র কি ?

স্বাস্থ্য বিসয়ক কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন –

বর্তমানে প্রতিযোগিতা অত্যন্ত বেরেছে । তাই প্রশ্নও হয়েছে কঠিন । নিচে আশাকর্মী ইন্টারভিউতে স্বাস্থ্য সম্পর্কিত যেসকল প্রশ্ন করা হয় সেগুলি উল্লেখ করা হল –

  1. ভিটামিন কি ?

উত্তর – যে বিশেষ জৈব পরিপোষক সাধারন খাদ্যে অতি অল্প পরিমানে থাকে  দেহের স্বাভাবিক বৃদ্ধিতে সহায়তা করে এবং রোগ প্রতিরোধ শক্তি বৃদ্ধি করে টাকে ভিটামিন বলে ।

  • ভিটামিন কয় প্রকার ?

উত্তর – ভিটামিন দুই প্রকার । তেলে দ্রবণীয় ও জলে দ্রবণীয় ।

  • তেলে দ্রবণীয় ভিটামিন কি কি ?

উত্তর – A , D , E , K

  • জলে দ্রবণীয় ভিটামিন কি কি ?

উত্তর – B এবং C

  • ভিটামিন A এর রাসায়নিক নাম কি ?

উত্তর – রেটিনল ।

  • ভিটামিন B1 এর অপর নাম কি ?

উত্তর – থিয়ামিন

আরও পড়ুনঃ Forest Research Institute Recruitment 2023 : ক্লার্ক , মাল্টি টাস্কিং স্টাফ , ফরেস্ট গার্ড পদে নিয়োগ । যোগ্যতা মাধ্যমিক পাশ

  • ভিটামিন B2 এর অপর নাম কি ?

উত্তর – রাইবোফ্লাবিন

  • ভিটামিন B3 এর অপর নাম কি ?

উত্তর – নিয়াসিন ।

  • ভিটামিন B5 এর অপর নাম কি ?

উত্তর – প্যানথেনিক ।

  • ভিটামিন B12 এর অপর নাম কি ?

উত্তর – সায়ানোকোবালামিন ।

  • ভিটামিন C এর অপর নাম কি ?

উত্তর – এসকরবিক অ্যাসিড ।

  • ভিটামিন D এর অপর নাম কি ?

উত্তর – ক্যালসিফেরল ।

  • ভিটামিন E এর অপর নাম কি ?

উত্তর – টোকোফেরল ।

  • ভিটামিন K এর অপর নাম কি ?

উত্তর – সাইনোকুইনিন ।

  • ভিটামিন A এর উৎস কি ?

উত্তর – গাজর , টম্যাটো , বাঁধাকপি , ডিমের কুসুম , মাছ , দুধ ।

  • ভিটামিন A এর অভাবে কি রোগ হয় ?

উত্তর – রাতকানা রোগ

  • ভিটামিন D এর উৎস কি বা কোন খাবারে পাওয়া যায় ?

উত্তর – উদ্ভিজ্জ তেল , বাঁধাকপি , কড ও হেলিপ্যাড মাছেড় লিভারের তেল ।

  • ভিটামিন D এর অভাবে কি রোগ হয় ?

উত্তর – রিকেট রোগ

আরও পড়ুনঃ WB Municipal Service Commission Recruitment : পৌরসভায় প্রচুর কর্মী নিয়োগ ! যোগ্যতা মাধ্যমিক পাশ

  • ভিটামিন E এর উৎস কি ?

উত্তর – বাঁধাকপি , পালং শাক , টমেটো , দুধ , মাখন

  • ভিটামিন E এর অভাবে কি রোগ হয় ?

উত্তর – রক্ত তঞ্চন ব্যাহত হয় ।

  • ভিটামিন C এর উৎস কি ? অথবা কোন খাবারে পাওয়া যায় ?

উত্তর – কমলালেবু , আম , পেয়ারা , আঙ্গুর , মাতৃ দুগ্ধ ।

  • ভিটামিন C এর অভাবে কি রোগ হয় ?

উত্তর – স্কার্ভি রোগ ।

  • ভিটামিন K এর উৎস কি বা কোন খাবাড়ে পাওয়া যায় ?

উত্তর – শাক সবজি , সয়াবিন , পালং শাক , মাছ , ডিম  দুধ , মাংস ।

  • ভিটামিন K এর অভাবে কি রোগ হয়

উত্তর – রক্ত চলাচল ক্ষমতা হ্রাস পায় , রক্তক্ষরন ঘটে ।

  • মানুষের দেহ তকে কোন ভিটামিন তৈরি হয় ?

উত্তর – ভিটামিন D

Join Our Whatsapp Group – Click Here

  • সুষম খাদ্য কাকে বলে ?

উত্তর – যে খাবারে কার্বোহাইড্রেট , প্রোটিন , ফ্যাট , ভিটামিন , খনিজ লবন ও জল এই ছয়টি উপাদান গুনাগুন অনুসারে উপযুক্ত পরিমানে থাকে তাকে সুষম খাদ্য বলে ।

  • একটি সুষম খাদ্যের উদাহরণ দাও ?

উত্তর – দুধ ।

  • গর্ভবতী মহিলাদের কি কি খাবার বেশি খাওয়া উচিত ?

উত্তর – ডিম  কলা  মাছ , চর্বিহীন মাংস , স্যালমন মাছ , বাদাম , মটর শুটি  পনির ডাল ,সোয়াবিন , মিষ্টি আলু , সবুজ শাকসবজি , জল ।

  • শিরা কাকে বলে ?

উত্তর – যে রক্তবাহের মাধ্যমে দেহের বিভিন্ন অংশ থেকে রক্ত হৃদপিণ্ডে আসে তাকে শিরা বলে ।

  • ধমনী কাকে বলে ?

যে রক্তবাহের মাধ্যমে রক্ত হৃদপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে পরিবাহিত হয় , তাকে ধমনী বলে ।

  • WHO এর পুরো নাম কি ? এর সদর শহর কোথায় ?

উত্তর – WHO এর পুরো নাম হল WORLD HEALTH ORGANISATION । যার বাংলা হল বিশ্ব স্বাস্থ্য সংস্থা । সুইজারল্যান্ডের জেনেভা শহরে ।

আরও পড়ুনঃ Adhaar Pan link : প্যান কার্ড থাকলে তাড়াতাড়ি এই কাজটি করুন । নাহলে পরবেন বড়সড় সমস্যায় !

উপরের এইবিষয়গুলি সম্পর্কে সম্যক ধারনা নিয়ে তবেই ইন্টারভিউ বোর্ডে উপস্থিত হবেন ।আপনার ইন্টারভিউ এর জন্য আগাম শুভেচ্ছা রইল । প্রাইমারি টেট ইন্টারভিউ সম্পর্কে নিচের বইটি কিনতে পারেন , উপকৃত হবেন ।

আশা কর্মী সহায়িকা বইটি কেনার জন্য এখানে ক্লিক করুন – Click Here

এইধরনের শিক্ষা , চাকরি , ব্যবসা , সরকারি প্রকল্প , রেল , ব্যাঙ্ক তথা রাজ্য এবং দেশের ট্রেণ্ডিং খবরের আপডেট পেতে আমাদের Whatsapp গ্রুপে জয়েন করুন । নিচে লিংক দেওয়া হল –

Join Our Whatsapp Group – Click Here

  • NPCIL Recruitment 2024 : ইন্টারভিউয়ের মাধ্যমে পারমাণবিক শক্তি বিভাগে কর্মী নিয়োগ
    Spread the loveNPCIL Recruitment 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল Join …

    Continue reading

  • BGSYS Recruitment 2024 : গ্রাম স্বরাজ যোজনা সোসাইটিতে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ
    Spread the loveBGSYS Recruitment 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল Join …

    Continue reading

  • Handyman Vacancy 2024 : এয়ারপোর্টে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ
    Spread the loveHandyman Vacancy 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল Join …

    Continue reading

  • SSC Recruitment 2024 : স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে উচ্চমাধ্যমিক পাশে কর্মী নিয়োগ
    Spread the loveSSC Recruitment 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল Join …

    Continue reading

  • Best Vocational Courses 2024 : বৃত্তিমূলক প্রশিক্ষণ নিয়ে স্বনির্ভর হন
    Spread the loveBest Vocational Courses 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য ব্যবসা সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল …

    Continue reading