DMCA.com Protection Status

Join Whatsapp Group

ASHA Karmi Recruitment 2023 purba bardhaman district : রাজ্যের ব্লকে ব্লকে আশাকর্মী নিয়োগ । মাধ্যমিক ফেল হলেও আবেদনের যোগ্য ।

Spread the love
ASHA Karmi Recruitment 2023 purba bardhaman district
ASHA Karmi Recruitment 2023 purba bardhaman district

ASHA Karmi Recruitment 2023 purba bardhaman district : রাজ্যের ব্লকে ব্লকে আশাকর্মী নিয়োগ । মাধ্যমিক ফেল হলেও আবেদনের যোগ্য ।

বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাকে স্বাগত জানাই ( ASHA Karmi Recruitment purba bardhaman district )। আমরা নিয়মিত আপনাদের চাকরি , ব্যবসা , সরকারি প্রকল্প , ইনকামের বিভিন্ন পদ্ধতি কথা আমাদের প্রতিবেদনের মধ্যে দিয়ে প্রকাশ করে থাকি । আজ রাজ্যের মহিলা চাকরি প্রার্থীদের জন্য সুখবর নিয়ে হাজির হলাম ।

Join Our Whatsapp Group – Click Here

পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য মিশন ডাইরেক্টরের পক্ষ থেকে বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্রে আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । নীচে এই নিয়োগের যোগ্যতা , বয়স , বেতন , আবেদন পদ্ধতি , নিয়োগ পদ্ধতি তথা অনান্য গুরুত্বপূর্ণ তথ্য তূলে ধরা হল  ।

ASHA Karmi Recruitment purba bardhaman district

বিজ্ঞপ্তি নাম্বার –

2490 DH & FWS / ASHA

পদের নাম-

আশা কর্মী (Accredited Social Health Activist)

বয়সসীমা –

 আবেদনকারী মহিলার বয়স ৩০ বছর থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। বয়সের হিসাব হবে ০১০১২০২৩ তারিখের উপর ভিত্তি করে। সরকারি নিয়ম অনুযায়ী SC/ST আবেদনকারীরা ২২ বছর বয়স থেকে ৪০ বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন।

শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা –

নিচে আশা কর্মী নিয়োগের পদে আবেদনের ক্ষেত্রে কি কি যোগ্যতা লাগবে তা উল্লেখ করা হল । যথা –

১. কেবলমাত্র বিবাহিতা , বিধবা  বিবাহ বিচ্ছিনা মহিলারা আবেদনের যোগ্য ।

২. মাধ্যমিক পরীক্ষায় অবতীর্ণ হতে হবে । বিজ্ঞপ্তিতে মাধ্যমিক উত্তীর্ণের কথা বলা হয়নি । এর অর্থ মাধ্যমিক পরীক্ষায় বসলেই এই পদের জন্য আবেদন করতে পারবেন ।

৩. উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদনের যোগ্য ।তবে সেখানেও মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় প্রাপ্ত নম্বরকেই নিয়োগের জন্য বিবেচনা করা হবে ।

৪. স্বনির্ভর দলের সদস্য , ট্রেনিং প্রাপ্ত দাই অথবা লিঙ্ক ওয়ার্কার হলে বাড়তি সুবিধা পাবেন ।

মাসিক বেতন –

সরকারি নিয়ম অনুসারে প্রতিমাসে বেতন এবং অন্যান্য সুবিধা পাবেন ।

আশাকর্মী নিয়োগ পদ্ধতি –

কোনো লিখিত পরীক্ষা হবে না। সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ হবে। আশা কর্মী নিয়োগ সংক্রান্ত সেরা বইটি নিচের লিংকে ক্লিক করে আমাজন থেকে ডাউনলোড করতে পারবেন ।

আবেদন পদ্ধতি –

নীচে কিভাবে আবেদন করবেন তার তথ্য তূলে ধরা হল । যথা –

১. অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন ফরমটি ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। নিচে আবেদন পত্রের নমুনা সরাসরি ডাউনলোডের লিঙ্ক দেওয়া হল ।

আরও পড়ুনঃ 12 percent club : এবার অতিরিক্ত আয় করতে এই অ্যাপটি ইনস্টল করুন ।

২. এরপরে আবেদন ফরমটি সঠিক তথ্য দিয়ে পূরণ করে নোটিশে যে সমস্ত ডকুমেন্টসগুলো উল্লেখ করা রয়েছে সেগুলি যোগ করতে হবে।

৩. তারপর নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় হাতে আবেদন পত্রটি জমা  করতে হবে ।

আবেদন পত্র জমা দেওয়ার ঠিকানা –

যে যে ব্লকে নিয়োগ হচ্ছে আবেদনকারীর নিজের ব্লক অফিসে শনিবার , রবিবার এবং ছুটির দিন বাদে সকাল ১১ টা থেকে দুপুর ৩ টে পর্যন্ত আবেদন পত্র জমা নেওয়া হবে ।

আবেদনের সময়সীমা –

গত ১ই লা ফেব্রুয়ারি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । আবেদন করার শেষ তারিখ আগামী ১৫ ই ফেব্রুয়ারি ২০২৩ ।

আবেদন পত্রের সঙ্গে কি কি ডকুমেন্ট জমা দেবেন ( ASHA Karmi Recruitment purba bardhaman district ) –

নিম্নলিখিত ডকুমেন্ট গুলো আবেদন পত্রের সঙ্গে যোগ করে দেবেন । যথা –

১. বিবাহিত হলে বিবাহের রেজিস্ট্রেশন অথবা স্বামীর নাম বহনকারী নিজস্ব কোন সরকারি প্রমান পত্র যেমন – ভোটার কার্ড , রেশন কার্ড , আধার কার্ড ইত্যাদি ।

২. বিবাহ বিচ্ছিন্না হলে তার আইনি প্রমাণ পত্র

৩. বয়সের প্রমাণ পত্র হিসেবে মাধ্যমিক বা সমতুল পরীক্ষার অ্যাডমিট কার্ড এর স্বপ্রত্যয়িত জেরক্স কপি ।

৪. শিক্ষাগত যোগ্যতার প্রমান স্বরুপ মাধ্যমিক অথবা সমতুল পরীক্ষার মার্কশিট বা সার্টিফিকেটের জেরক্স ।

৫. নিজের এবং স্বামীর স্থায়ী বাসিন্দার প্রমাণ পত্র হিসেবে ভোটার কার্ড অথবা রেশন কার্ডের উভয় পিঠের জেরক্স ।

আরও পড়ুনঃ Motilal Oswal Demat Account Opening : একটি নামকরা কোম্পানিতে ডিএও এজেন্ট নিয়োগ । যেকেউ আবেদনের যোগ্য ।

৬. উপযুক্ত কতৃপক্ষের দ্বারা প্রদত্ত জাতি শংসা পত্র (শুধুমাত্র তপশিলি জাতি এবং উপজাতি প্রার্থীদের জন্য ।)

৭. স্বনির্ভর দলের সদস্য , লিঙ্ক অয়ার্কার , ট্রেনিং প্রাপ্ত ধাই হলে তার উপযুক্ত প্রমানপত্রের জেরক্স ।

৮. উপরোক্ত ডকুমেন্টের সঙ্গে টাকার ডাকটিকিট লাগানো একটি অফিস খামে নিজের ঠিকানা লিখে দরখাস্তের খামের মধ্যে ভরে দেবেন ।

৯. নিজের দুইটি পাসপোর্ট ফটোগ্রাফ ।

শূন্যপদ ( ASHA Karmi Recruitment purba bardhaman district vacancy)–

তো চলুন এবার শূন্যপদ সম্পর্কে জেনে নেওয়া যাক । মোট শূন্যপদ ১৭৪ টি । নিয়োগ করা হবে কাটোয়া , কালনা , বর্ধমান সদর উত্তর ও বর্ধমান সদর দক্ষিণ , মহুকুমা এলাকার সংযুক্ত বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্রে ।

রাজ্যের বিভিন্ন ব্লকের পঞ্চায়েত তথা বিভিন্ন উপস্বাস্থ্য কেন্দ্র অনুসারে শূন্যপদ দেখার জন্য অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোদ করুন । অফিসিয়াল বিজ্ঞপ্তির ৪ নং পেজ থেকে ৮ নং পেজে বিভিন্ন ব্লক , পঞ্চায়েত এবং উপস্থাস্থ্য কেন্দ্রে কতগুলি শূন্যপদ রয়েছে তার তথ্য দেওয়া হয়েছে ।নীচে অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করার লিঙ্ক দেওয়া হল ।

আবেদন পত্রের নমুনা –

আবেদনপত্রের নমুনাটি ডাউনলোড করার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ডাউনলোড করুণ । অফিসিয়াল বিজ্ঞপ্তির ৩ নং পেজে আবেদনপত্রের নমুনাটি দেওয়া হয়েছে । সেই দরখাস্তটি প্রিন্ট করে যথাযথ পূরণ করবেন ।

গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি ( ASHA Karmi Recruitment purba bardhaman district ) –

অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক , তথা আবেদনপত্রের নমুনা , অফিসিয়াল নোটিফিকেশন এবং ব্লকভিত্তিক শূন্যপদের লিস্ট নিচে সরাসরি ডাউনলোড লিঙ্ক দেওয়া হল ।

অফিসিয়াল নোটিফিকেশন – CLICK TO DOWNLOAD

আবেদনপত্রের নমুনা – CLICK TO DOWNLOAD

অফিসিয়াল ওয়েবসাইট – CLICK TO DOWNLOAD

Join Our Whatsapp Group – Click Here

  • Community Resource Person Job : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে স্বনির্ভর দলের মহিলাদের কাজের সুযোগ
    Spread the loveCommunity Resource Person Job : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Telegram গ্রুপ Join Now Community Resource Person … Read more
  • Karmabhandu Recruitment : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে অষ্টম শ্রেণী পাশে কর্মী নিয়োগ
    Spread the loveKarmabhandu Recruitment : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Telegram গ্রুপ Join Now Karmabhandu Recruitment সমস্ত বেকার যুবক-যুবতীদের … Read more
  • Stenographer Recruitment : জেলা আদালতে উচ্চমাধ্যমিক পাশে কর্মী নিয়োগ
    Spread the loveStenographer Recruitment : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Telegram গ্রুপ Join Now Stenographer Recruitment সমস্ত বেকার যুবক-যুবতীদের … Read more
  • Miscellaneous Job : পাবলিক সার্ভিস কমিশনে মিসলেনিয়াস পদে কর্মী নিয়োগ
    Spread the loveMiscellaneous Job : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Telegram গ্রুপ Join Now Miscellaneous Job সমস্ত বেকার যুবক-যুবতীদের … Read more
  • PPO Recruitment 2023 : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে রাজ্যের খাদ্য দপ্তরে কর্মী নিয়োগ
    Spread the lovePPO Recruitment 2023 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Telegram গ্রুপ Join Now PPO Recruitment 2023 এই … Read more