
Asha Kormi Recruitment 2023 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাকে স্বাগত জানাই । আমরা নিয়মিত আপনাদের চাকরি , ব্যবসা , সরকারি প্রকল্প , ইনকামের বিভিন্ন পদ্ধতি কথা আমাদের প্রতিবেদনের মধ্যে দিয়ে প্রকাশ করে থাকি । আজ আপনাদের সামনে আরও একটি জেলার আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম ।
রাজ্যের মহিলা চাকরি প্রার্থীদের জন্য আবারো সুখবর নিয়ে হাজির হলাম । বন্ধুরা আজকের প্রতিবেদনে আরও একটি নতুন জেলার আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম । ইতিমধ্যে রাজ্যের বিভিন্ন জেলায় আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে । আমাদের তরফে সেই প্রত্যেকটি বিজ্ঞপ্তির তথ্য আপনাদের সামনে তূলে ধরা হয়েছে । আজ আবারও একটি নতুন জেলার বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলা। তো চলুন দেখে নেওয়া যাক আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি নাম্বার , বয়স , শিক্ষাগত যোগ্যতা , আবেদন পদ্ধতি , নিয়োগ পদ্ধতি সংক্রান্ত সকল তথ্য ।
Asha Kormi Recruitment 2023
বিজ্ঞপ্তি নাম্বার – ৯৩০/পি.এন.ডি
পদের নাম-
আশা কর্মী (Accredited Social Health Activist)
বয়সসীমা –
প্রার্থীর বয়স হতে হবে ৩০ থেকে ৪০ বছরের মধ্যে । বয়সের হিসাব করা হবে ০১/০১/২০২৩ অনুসারে । তবে এস সি এবং এস টি প্রার্থীদের ক্ষেত্রে ২২ থেকে ৪০ বছরের বয়সসীমা রয়েছে ।
শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা –
নিচে আশা কর্মী নিয়োগের পদে আবেদনের ক্ষেত্রে কি কি যোগ্যতা লাগবে তা উল্লেখ করা হল । যথা –
১. কেবলমাত্র বিবাহিতা , বিধবা বিবাহ বিচ্ছিনা মহিলারা আবেদনের যোগ্য ।
২. প্রার্থীকে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অবতীর্ণ হতে হবে । মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় অনুত্তীর্ণ প্রার্থীরাও আবেদন করতে পারবেন ।
৩. কোন প্রার্থীর উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলেও আবেদনের যোগ্য । এক্ষেত্রে মাধ্যমিক বা মাধ্যমিক সমতুল্য পরীক্ষার প্রাপ্ত নম্বরই বিবেচিত হবেন । অর্থাৎ উচ্চ শিক্ষার জন্য কোন বাড়তি সুবিধা পাবেন না ।
৪. প্রার্থী যদি স্বনির্ভর দলের সদস্য , ট্রেনিং প্রাপ্ত দাই অথবা লিঙ্ক ওয়ার্কার হলে বাড়তি সুবিধা পাবেন ।
৫. যেখানে তপশিলি জাতি/উপজাতি মানুষের সংখ্যাধিক্য রয়েছে সেখানে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে তপশিলি জাতি/উপজাতি প্রার্থীকে অগ্রাধিকার দেওয়া হবে ।
৬. যে নির্দিষ্ট এলাকায় আবেদন করবেন সেই এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে । এক্ষত্রে স্থায়ী বাসিন্দার প্রমান হিসেবে তার EPIC ও রেশন কার্ডের স্বপ্রত্যয়িত নকল অবশ্যই জমা দিতে হবে ।
আরও পড়ুন : আমাজন কোম্পানিতে কর্মী নিয়োগ
মাসিক বেতন –
সরকারি নিয়ম অনুসারে মাসিক বেতন এবং অন্যান্য সুবিধা পাবেন ।
আশাকর্মী নিয়োগ পদ্ধতি –
আশা কর্মী নিয়োগের ক্ষেত্রে কোনও লিখিত পরীক্ষা হয় না । সরাসরি ইন্টারভিউ এর মাধ্যমে নিয়োগ করা হয়ে থাকে ।যদিও বর্তমান বিজ্ঞপ্তিটিতে নিয়োগের পদ্ধতি উল্লেখ নেই, তা পুরাতন বিজ্ঞপ্তি বলা যায় মাধ্যমিকে প্রাপ্ত নম্বর এবং ইন্টারভিউতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে প্রার্থী বাছাই করা হয়ে থাকে । সেক্ষেত্রে নিচের ছক অনুসারে মেরিট লিস্ট তৈরি করা হয়ে থাকে। যদিও এক্ষেত্রে কিভাবে প্রার্থী বাছাই হবে তা সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্ট কতৃপক্ষ । যথা –
বিষয় | নম্বর ( শতাংশের হিসেবে) |
মাধ্যমিকে পাপ্ত নম্বর | ৯০ % ওয়েটেজ |
ইন্টারভিউতে প্রাপ্ত নম্বর | ১০% ওয়েটেজ |
মোট | ১০০% |
আবেদন পদ্ধতি ( Asha Kormi Recruitment 2023 ) –
চলুন এবার আবেদন পদ্ধতি সম্পর্কে তথ্য জেনে নেওয়া যাক । আবেদন করতে হবে অফলাইনে । সেক্ষেত্রে নিম্নলিখিত ধাপগুলি অনুসরন করুন । যথা –
১. প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আবেদন পত্রের নমুনাটি ডাউনলোড করে নিন । আপনাদের সুবিধার্থে প্রতিবেদনের শেষে অফিসিয়াল আবেদন পত্রের নমুনাটির সরাসরি ডাউনলোড লিঙ্ক দেওয়া হল । অফিসিয়াল নোটিফিকেশনের ৩ নং পেজে আবেদন পত্রের নমুনাটি পেয়ে যাবেন ।
২. এবার আবেদন পত্রের নমুনাটিকে প্রিন্ট করে নিয়ে যথাযথভাবে পূরণ করুন । নিজের নাম , পিতার নাম , স্বামীর নাম , পঞ্চায়েত , ব্লক তথা সম্পূর্ণ ঠিকানা , শিক্ষাগত যোগ্যতা , মোবাইল নাম্বার প্রভৃতি যা যা তথ্য চাওয়া হয়েছে তা সঠিকভাবে পূরণ করুন ।
৩. দরখাস্তের নির্দিষ্ট জায়গায় সিগনেচার করুন এবং ছবি সাটিয়ে দিন । ছবিটি আঠা দিয়ে সাটাবেন । পিন বা সেলাই করবেন না ।
৪. এবার দরখাস্তের সাথে প্রয়োজনীয় স্ব প্রত্যয়িত নথিগুলি যুক্ত করুন । কোন কোন নথির কপি জমা করতে হবে তার তথ্য নীচে দেওয়া হল ।
৫. এবার ৫ টাকার ডাকটিকিট লাগানো নিজের নাম ঠিকানা লেখা খাম দরখাস্তের সঙ্গে সংযুক্ত করুন ।
৫. এবার দরখাস্তের সাথে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্ট সহিত একটি মুখবন্ধ খামে ভরে দিন ।
৬. এবার সেটিকে যে এলাকার জন্য আবেদন করছেন সেই সংশ্লিষ্ট ব্লক অফিসে জমা করুন ।
আরও পড়ুন : সরকারি হোমে গৃহশিক্ষক নিয়োগ !
দরখাস্তের সাথে কি কি ডকুমেন্ট জমা করবেন ?
নিম্নলিখিত ডকুমেন্টগুলি স্বপ্রত্যয়িত জেরক্স কপি দরখাস্তের সহিত যুক্ত করে দেবেন । উক্ত ডকুমেন্টগুলি ইন্টারভিউয়ের পূর্বে যাচাই করা হবে । যথা –
১. জন্ম তারিখের শংসাপত্র বা মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার অ্যাডমিট কার্ড ।
২. এলাকার বাসিন্দা হিসেবে ভোটার পরিচয় পত্র (EPIC) ও রেশন কার্ড ।
৩. উপযুক্ত কতৃপক্ষের দেওয়ার জাতিগত প্রমান পত্র (তপশিলি জাতি , উপজাতি ও অন্যান্য অনগ্রসর জাতির ক্ষেত্রে)।
৪. মাধ্যমিক বা সমতুল পরীক্ষার মার্কশিটের উভয় দিকের স্বপ্রত্যয়িত জেরক্স কপি ।
৫. উপযুক্ত কতৃপক্ষের দেওয়া গ্রেড ১ ও গ্রেড ২ স্বনির্ভর গোষ্ঠীভুক্ত সদস্য / প্রশিক্ষণপ্রাপ্ত ধাই / লিঙ্ক ওয়ার্কার প্রমান পত্র (যদি থাকে)
৬. প্রার্থীর স্বাক্ষরসহ দু কপি পাস পোর্ট সাইজ ফটো ।
৭. বিবাহিতদের বিবাহের প্রমান পত্র স্বরুপ স্বামীর সঙ্গে লিঙ্কেজ আছে এমন তথ্য যুক্ত প্রমান পত্র আবেদন পত্রের সাথে দিতে হবে ।
৮. বিধবার স্বামীর মৃত্যুর প্রমান পত্রের সাথে স্বামীর লিংকেজ আছে এমন তথ্য যুক্ত প্রমাণ পত্র আবেদন পত্রের সাথে দিতে হবে ।
৯. আদালত কতৃক ডিক্রিমূলে বিবাহবিচ্ছিন্না মহিলাদের আদালতের নির্দেশ পত্র আবেদন পত্রের সাথে দিতে হবে ।
১০. https://wberms.gov.in এই ওয়েবসাইট থেকে আবেদনকারীকে ভোটার ইনফরমেশন স্লিপ বের করে আবেদন পত্রের সাথে দিতে হবে ।
১১. একটি খামে নিজের নাম ঠিকানা লিখে ৫ টাকার ডাক টিকিট লাগিয়ে সেটিকে আবেদন পত্রের সাথে যুক্ত করতে হবে ।
মোট শূন্যপদ ( Asha Kormi Recruitment 2023 ) –
রাজ্যের পশ্চিম বর্ধমান জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েতে আশা কর্মী নিয়োগ হচ্ছে । –
১. বহুলা
২. বৈদ্যনাথপূর
৩. ছোড়া
৪. হরিপুর
৫. কেন্দ্রা
৬. নবগ্রাম
উপরিউক্ত গ্রাম পঞ্চায়েত তথা উপ স্বাস্থ্য কেন্দ্র ভিত্তিক বিস্তারিত শূন্যপদের তথ্য দেখার জন্য অফিসিয়াল নোটিফিকেশন দেখুন । সেখানে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে । আপনাদের সুবিধার্থে অফিসিয়াল নোটিফিকেশন ডাউনলোডের সরাসরি লিঙ্ক নীচে দেওয়া হল । বিস্তারিত শূন্যপদের তথ্য অফিসিয়াল নোটিফিকেশনের ৪ নং পেজে পেয়ে যাবেন ।
আবেদনের সময়সীমা –
আবেদন পত্র জমা নেওয়া হবে ২৪/০৪/২০২৩ থেকে ২৩/০৫/২০২৩ সকাল ১১ টা থেকে বিকাল ৪ টে (ছুটির দিন বাদে )
গুরুত্বপূর্ণ লিঙ্কগুলি –
অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক , তথা আবেদনপত্রের নমুনা , অফিসিয়াল নোটিফিকেশন এবং ব্লকভিত্তিক শূন্যপদের লিস্ট নিচে সরাসরি ডাউনলোড লিঙ্ক দেওয়া হল ।
আবেদনের শেষ তারিখ | ২৩/০৫/২০২৩ তারিখ বিকাল ৫ টা |
অফিসিয়াল ওয়েবসাইট | Click Here |
অফিসিয়াল বিজ্ঞপ্তি | Download Now |
আবেদনের পত্রের নমুনা | Download Now ( বিজ্ঞপ্তির ৩ নং পেজ দেখুন ) |
শূন্যপদের তথ্য | Download Now ( বিজ্ঞপ্তির ৪ নং পেজ দেখুন ) |
আমাদের Whatsapp গ্রুপ | Join Now |
আমাদের Telegram গ্রুপ | Join Now |