
সাধারন জ্ঞান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ।। সকল প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য ।। সেট – ১৪
Bangla gk question and answer : চাকরি সংক্রান্ত কোন খবরাখবর হোক বা ব্যাবসা সংক্রান্ত কোন নতুন আইডিয়া হোক কর্মসাথী সর্বদা আপনাদের পাশে থেকেছে ।আমাদের ব্যাবসা সংক্রান্ত বিভিন্ন আইডিয়াগুলি থেকে অনেক মানুষ উপকৃত হয়েছেন । যখন তারা সেটি আমাদের জানায় , মনে একটি সন্তুষ্টি পাওয়া যায় । স্বল্প পরিসরে হলেও আমরা মানুষকে স্বনির্ভরতার পথ দেখাতে পেরেছি ।
এবার থেকে কর্মসাথী পোর্টালে একটি নতুন সিরিজ শুরু করা হল । এই সিরিজে WBCS , BANK , PSC , SSC , RAIL , TET তথা রাজ্য এবং কেন্দ্র সরকারের সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা সব থেকে গুরুত্বপূর্ণ সাধারন জ্ঞানের প্রশ্নগুলিকে বিভিন্ন সেটে আপনাদের সামনে উপস্থাপন করা হবে ।
আমাদের লক্ষ্য রয়েছে প্রতিদিন অন্তত একটি করে সেট আপনাদের জন্য উপস্থাপন করার । প্রতি সেটে অন্ততপক্ষে ৩০ টি করে প্রশ্ন ও তার উত্তর থাকবে । আমাদের বিশ্বাস এই প্রশ্নোত্তরগুলি নিয়মিতভাবে চর্চা করলে আপনার প্রতিযোগিতামূলক পরীক্ষায় আসা সাধারন জ্ঞানের প্রস্নগুলি খুব সহজেই সমাধান করতে পারবেন ।
নিচে কমেন্টে অবশ্যই জানাবেন আমাদের এই উদ্যোগ কেমন লাগছে ? আপনার যদি কোন অনুরোধ , পরামর্শ বা উপদেশ থেকে থাকে সেটিও কমেন্টে জানাতে ভুলবেন না । আর যদি আপনি আমাদের কর্মসাথী টিমের সাথে যুক্ত হতে চান তাহলে নিচের মেল আইডি অথবা ফোন নম্বরে কল করে যুক্ত হতে পারেন । আপনাদের জন্য একটি Whatsapp গ্রুপ ও করে দেওয়া হল –
Email ID : help.niosnews@gmail.com
Mobile No : 7551067843
Landline No : 03463 – 296 702
Whatsapp Group এ যুক্ত হতে নিচের বোতামে ক্লিক করুন –
CLICK HERE TO JOIN WHATSAPP GROUP
CLICK HERE TO JOIN FACEBOOK GROUP

CLICK HERE TO BUY PRIMARY TET CDP BOOK

CLICK HERE TO BUY PRIMARY TET EVS BOOK
সাধারণ জ্ঞান ( General Knowledge ) || সেট – ১৪
১. “শিক্ষাই সংগতিবিধান, সংগতিবিধান ই শিক্ষা” – এই অভিমতটি ব্যক্ত করেন—–
ক) জন আ্যডাম
খ) হরনি
গ) রুশো
ঘ)জন ডিউই
উঃ (খ) হরনি
২. শিশুর জীবনের বিকাশ ঘটে যার সঙ্গে পারস্পরিক ক্রিয়ার মধ্য দিয়ে, তা হলো–
ক) পরিবেশ
খ) পরিবার
গ) সমাজ
ঘ) বন্ধু
উঃ ( ক) পরিবেশ
৩. প্রথাগত শিক্ষার ক্ষেত্রে সর্বাধিক প্রযোজ্য হলো-
ক) দক্ষতা
খ) অভিজ্ঞতা
গ) জ্ঞান
ঘ)অনুভূতি
উঃ (গ) জ্ঞান
৪. ইকো ক্লাব হলো-
ক) ধর্ম বিষয়ক সংস্থা
খ) পরিবেশ বিষয়ক সংস্থা
গ) উৎপাদনশীল কেন্দ্র
ঘ) বাণিজ্য বিষয়ক সংস্থা
উঃ (খ) পরিবেশ বিষয়ক সংস্থা
৫. বৌদ্ধ দর্শন ও তত্ত্ব বিষয়ে আলোচনা হয়েছে—
ক) সূত্র পিটকে
খ) বিনয় পিটকে
গ) অভিধম্ম পিটকে
ঘ) জ্ঞান পিটকে
উঃ (গ) অভিধম্ম পিটকে
৬. ধারনা গঠনের শেষ স্তরটি হলো–
ক) নামকরণের স্তর
খ) দর্শনের স্তর
গ) প্রত্যক্ষ স্তর
ঘ) বিশ্লেষণের স্তর
উঃ (ক) নামকরণের স্তর
৭. তীব্রতা, আয়তন, স্থায়িত্ব, স্বাতন্ত্র প্রভৃতি হলো মনোযোগের –
ক) বিষয়গত নির্ধারক
খ) বস্তুগত নির্ধারক
গ) দেহগত নির্ধারক
ঘ) মনোগত নির্ধারক
উঃ (খ) বস্তুগত নির্ধারক
৮. “প্রত্যেকেই একজনকে শিক্ষা দাও” নীতিটি যে কর্মসূচির অন্তর্ভুক্ত, তা হলো-
ক) জাতীয় সাক্ষরতা মিশন
খ) জাতীয় বয়স্ক শিক্ষা কর্মসূচি
গ) সর্বশিক্ষা অভিযান
ঘ) ব্যাবহারিক সাক্ষরতার গন কর্মসূচি
উঃ (ক) জাতীয় সাক্ষরতা মিশন
৯. বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়-
ক) ৬ ই জুন
খ)১৮ ই জুলাই
গ)২২ শে জুলাই
ঘ)৩১শে জুলাই
উঃ (ঘ)৩১শে জুলাই
১০. সারা পৃথিবীতে প্রতিবছর কত মানুষ মারা যায়?
ক) ৩০ লক্ষ
খ) ৪০ লক্ষ
গ) ৫০ লক্ষ
ঘ) ৬০ লক্ষ
উঃ (ক) ৩০ লক্ষ
১১.গাণিতিক গড়কে বলে-
ক) মোড
খ) মিন
গ) মিডিয়ান
ঘ) স্ট্যান্ডার্ড ডেভিয়েশন
উঃ (খ) মিন
১২. কোচিং হলো–
ক) একধরনের সংশোধনমূলক শিক্ষন
খ) পুরোনো শেখা বিষয়ের পুনরাবৃত্তি
গ) ভালো ফলের জন্য অতিরিক্ত সময় পড়ানো
ঘ) শিক্ষার্থীর বিশেষ উন্মেষ ঘটানোর চেষ্টা
উঃ (খ) পুরোনো শেখা বিষয়ের পুনরাবৃত্তি
১৩. শিশুর সামাজিক আচরন আত্মকেন্দ্রিক থাকে যে বয়স পর্যন্ত তা হলো-
ক) প্রায় দেড় বছর
খ) প্রায় তিন বছর
গ) প্রায় সাত বছর
ঘ) প্রায় দশ বছর
উঃ (খ) প্রায় তিন বছর
১৪. যে বিজ্ঞানী প্রমান করেন, জল তৈরিতে হাইড্রোজেন ও অক্সিজেনের প্রয়োজন হয়, তিনি হলেন–
ক) ডালটন
খ) নিউটন
গ) ডারউইন
ঘ) ল্যাভয়সিয়ে
উঃ (ঘ) ল্যাভয়সিয়ে
১৫. ফাইটোস্টেরল পাওয়া যায়-
ক) সয়াবিনে
খ) গাজরে
গ) মাংসে
ঘ) মাছে
উঃ (ক) সয়াবিনে
১৬. নব আবিষ্কৃত কার্বনের নিয়তাকার রূপভেদটি হল-
ক) হীরক
খ) গ্রাফাইট
গ) ফুলারিন
ঘ) কোনোটিই নয়
উঃ (গ) ফুলারিন
১৭. সমুদ্রের জলে দ্রাব্য লবণের শতকরা পরিমাণ হল-
ক) ২.৫%
খ) ৩%
গ) ৩.৫%
ঘ) ১%
উঃ (গ) ৩.৫%
১৮. দাঁত খরখরে ও অমসৃণ হয় যে রোগে, সেটি হলো-
ক) ব্রোমোসিস
খ) ফ্লুরোসিস
গ) জিয়ার্ডিয়াম
ঘ) আর্সেনিকোসিস
উঃ (খ) ফ্লুরোসিস
১৯. সল্টলেক কোন শিল্পের কেন্দ্র হয়েছে?
ক) কম্পিউটার
খ) আই টি
গ) ইলেকট্রনিক্স
ঘ) ইঞ্জিনিয়ারিং
উঃ (খ) আই টি
২০. ‘সিগেলা ডিসেন্টারি’ মানবদেহে যে রোগ সৃষ্টি করে সেটি হলো-
ক) আমাশয়
খ) আন্ত্রিক
গ) কলেরা
ঘ) টাইফয়েড
উঃ (খ) আন্ত্রিক
২১. মহাডাস্টবিন বলা হয়-
ক) ভূগর্ভকে
খ) নদ নদীকে
গ) পৃথিবীকে
ঘ) সমুদ্রকে
উঃ (ঘ) সমুদ্রকে
২২. মৃদগত সঞ্চয়ি কান্ড হলো-
ক) আদা
খ) গাজর
গ) বিট
ঘ) মুলো
উঃ (ক) আদা
২৩.বহু ভ্রূণ অবস্থা দেখতে পাওয়া যায়-
ক) ছত্রাকে
খ) গুপ্তবীজী উদ্ভিদে
গ) ব্যাক্তবীজী উদ্ভিদে
ঘ) ব্রায়োফাইটাতে
উঃ (গ) ব্যাক্তবীজী উদ্ভিদে
২৪. অর্গ্যান ও বোজানল একটি-
ক) রেচন অঙ্গ
খ) সংবহনতন্ত্র
গ) জনন অঙ্গ
ঘ) হরমোন গ্রন্থি
উঃ (ক) রেচন অঙ্গ
২৫. বৈজ্ঞানিক নাম সৃষ্টি হয়-
ক) গণ ও প্রজাতি নিয়ে
খ) গণ ও গোত্র নিয়ে
গ) গোত্র ও বর্গ নিয়ে
ঘ) গোত্র ও প্রজাতি নিয়ে
উঃ (ক) গণ ও প্রজাতি নিয়ে
২৬. আর্য শব্দের অর্থ হল-
ক) চাষ করা
খ) জাতি বিশেষ
গ) গোচারন ভিত্তিক কাজ
ঘ) ব্রহ্মচারী
উঃ (ক) চাষ করা
২৭. ‘কৌলাল’ কোন পেশার সাথে যুক্ত?
ক) কুম্ভকার
খ ) ছুতোর
গ) স্বর্ণকার
ঘ) রথ নির্মাতা
উঃ (ক) কুম্ভকার
২৮. বৈদিক যুগের একজন রণ কুশলী নারী হলেন-
ক) মুদগলানী
খ) অপালা
গ) বাহ্মি
ঘ)জটিল গৌতমী
উঃ (ক) মুদগলানী
২৯. ভারতের প্রথম পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র কোনটি?
ক) তারাপুর
খ) কোটা
গ) নারোরা
ঘ) কৈগা
উঃ (ক) তারাপুর
৩০. জলঢাকা নদীর উৎস হলো-
ক) চোমলহরি গিরিশৃঙ্গ
খ)জেমু হিমবাহ
গ) জেলাপ লা
ঘ) বিদ্যাং হ্রদ
উঃ (ঘ) বিদ্যাং হ্রদ