
আগামী জানুয়ারি মাসে ১৪ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে ! দেখে নিন তারিখ গুলি !
bank holidays : পূর্বেকার দিনে এমন প্রায়ই ব্যাঙ্কে গিয়ে জানা যেত আজ ব্যাঙ্ক বন্ধ । এক্ষেত্রে একদিকে যেমন সময় নষ্ট হত , অন্যদিকে অনেকে জরুরি টাকার দরকার থাকলে বড়সড় বিপদের সম্মুখীন হতেন । কিন্তু বর্তমান ইন্টারনেটের জগতে এই সমস্যা হওয়ার জো নেই । হাতের মুঠোয় রয়েছে সমস্ত তথ্য ।
বর্তমানে ব্যাঙ্কের ছুটি দেখার পর তাদের অত্যাবশ্যকীয় কাজগুলিকে স্থির করেন । সেই হিসেবে আপনাদের সামনে আগামী জানুয়ারি মাসে কোন কোন দিন ব্যাঙ্ক ছুটি থাকবে তার লিস্ট তুলে দেওয়া হল ।আশা করা যায় এই তথ্য থেকে আপনারা উপকৃত হবেন ।
আর বি আই এর দেওয়া তথ্য অনুসারে ২০২১ সালের জানুয়ারি মাসে ব্যাঙ্কে মোট ১৪ দিন ছুটি রয়েছে । এই ১৪ দিনের মধ্যে যেমন রয়েছে দুটি শনিবার ও চারটি রবিবারের সাপ্তাহিক ছুটি । তেমনই রয়েছে বিভিন্ন আঞ্চলিক ছুটিগুলি । এছাড়াও ১ ই লা জানুয়ারি নববর্ষ উপলক্ষ্যে ছুটি তো রয়েইছে ।
তো চলুন দেখে নেওয়া যাক ছুটিগুলি –
জাতীয় ছুটি –
১ ই লা জানুয়ারি ২০২১ – নববর্ষ
৩রা জানুয়ারি ২০২১ – সাপ্তাহিক ছুটি ( রবিবার )
৯ ই জানুয়ারি ২০২১ – সাপ্তাহিক ছুটি ( দ্বিতীয় শনিবার )
১০ ই জানুয়ারি ২০২১ – সাপ্তাহিক ছুটি ( রবিবার )
১৭ ই জানুয়ারি ২০২১ – সাপ্তাহিক ছুটি ( রবিবার )
২৩ শে জানুয়ারি ২০২১ – সাপ্তাহিক ছুটি ( চতুর্থ শনিবার )
২৪ শে জানুয়ারি ২০২১ – সাপ্তাহিক ছুটি ( রবিবার )
২৬ শে জানুয়ারি ২০২১ – প্রজাতন্ত্র দিবস
৩১ শে জানুয়ারি ২০২১ – সাপ্তাহিক ছুটি ( রবিবার )
জাতীয় ছুটির বাইরে রয়েছে আঞ্চলিক ছুটি ।যে দিনগুলিতে দেশের বিভিন্ন প্রান্তে ব্যাঙ্ক বন্ধ থাকবে । তো চলুন দেখে নেওয়া যাক এমন আঞ্চলিক ছুটিগুলি কোন দিন রয়েছে ?
আঞ্চলিক ছুটি
২ রা জানুয়ারি ২০২১ – নববর্ষ ( শুধুমাত্র মিজোরামে উদযাপন করা হয়ে থাকে )
১৪ ই জানুয়ারি ২০২১ – মকর সঙ্ক্রান্তি / পোঙ্গল / মাঘী সঙ্ক্রান্তি ( গুজরাত , তামিল নাড়ু , সিকিম এবং তেলেঙ্গানায় পালিত হয় )
১৫ ই জানুয়ারি ২০২১ – থিরুভল্লুভার দিবস / মাঘ বিহু এবং টুসু পূজা ( তামিল নাড়ু এবং আসামে উদযাপিত হয় )
১৬ ই জানুয়ারি ২০২১ – উজহবর থিরুনাল ( মিজোরামে পালিত হয় )
২৩ শে জানুয়ারি ২০২১ – নেতাজী সুভাষ চন্দ্র বসুর জন্মদিন
২৫ শে জানুয়ারি ২০২১ – ইমোইনু ইরাটপা ( মণিপুরে পালিত হয় )
আশাকরি উপরের সূচী টি আপনাদের অনেক কাজে লাগবে । আপনাদের জন্য সম্পূর্ণ সূচিটির পিডি এফ করে দেওয়া হল । পিডিএফ ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন ।
শিক্ষা , চাকরি ও ব্যবসা সংক্রান্ত খবরের সেরা ঠিকানা কর্মসাথী ডট কম !
- মাতৃবন্দনা প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর ! পাওয়া যাবে ২৫ হাজার কোটি টাকার লোণ ।matri bandana prakalpa announced mamata banerjee : এবার রাজ্য বাজেটে চমকের পর চমক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ।
- “তরুণের স্বপ্ন” রাজ্যে নতুন প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীরtaruner swopno scheme announced mamata banerjee : রাজ্যের প্রথমবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী রাজ্য বাজেট পেশ করেছেন ।
- Primary TET 2021 Exam Answer Key Pdf File DownloadPrimary TET 2021 Exam Answer Key : অবশেষে আপনাদের অনুরোধে প্রাইমারী টেট ২০২১ পরীক্ষার সম্পূর্ণ উত্তর পত্র আপনাদের সামনে নিয়ে আসা হল ।
- Primary TET Exam 2021 Math SolutionPrimary TET Exam 2021 Math Solution : কর্মসাথী এর পক্ষ থেকে গতকালই ফেসবুক থেকে সংগ্রহ করে প্রাইমারী টেট এর প্রশ্নপত্রটি শেয়ার করা হয়েছিল ।
- wb primary tet Exam 2017 question paper with answerSpread the lovewb primary tet Exam 2017 question paper with answer wb primary tet Exam 2017 question paper : বহু টালবাহানার পর ২০১৭ সালের WB Primary TET 2017 লিখিত পরীক্ষা 31 জানুয়ারি ২০২১ সালে অনুষ্ঠিত হল ।পরীক্ষার প্রশ্নপত্রটি আপনাদের সাথে শেয়ার করা হল । খুব শীঘ্রই এই প্রশ্নের উত্তরপত্রটিও আপনাদের শেয়ার করা হবে । এই …