
ব্যাঙ্ক এ ‘ম্যানেজমেন্ট ট্রেনি’ পদে নিয়োগ || বেতন ৪০ হাজার টাকা
banking jobs : এক্সপোর্ট ইমপোর্ট ব্যাঙ্ক ‘ম্যানেজমেন্ট ট্রেনি’ পদে ৬০ জন লোক নিচ্ছে।
কারা কোন পদের জন্য যোগ্য :–
ম্যানেজমেন্ট ট্রেনি (হিউম্যান রিসোর্স) :–
মোট অন্তত ৬০% নম্বর পেয়ে যে কোনো শাখার পোস্ট-গ্ৰ্যাজুয়েটরা হিউম্যান রিসোর্স, পার্সোনাল ম্যানেজমেন্টর ডিগ্ৰি বা ডিপ্লোমা কোর্স পাশ হলে আবেদন করতে পারেন। পোস্ট-গ্ৰ্যাজুয়েট ডিগ্ৰি, ডিগ্ৰি বা ডিপ্লোমা কোর্সের যে কোনো একটিতে অন্তত ৬০% নম্বর পেয়ে থাকতে হবে।
ম্যানেজমেন্ট ট্রেনি (ইনফর্মেশন টেকনোলজি) :–
মোট অন্তত ৬০% পেয়ে কম্পিউটার সায়েন্স, ইনফর্মেশন টেকনোলজি, ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্ৰি (বি.ই বা বি.টেক) কোর্স পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে যোগ্য। এম.সি.এ কোর্স পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে যোগ্য। ম্যানেজমেন্ট ট্রেনি (ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ফিনান্স/ইন্ডাস্ট্রি/কান্ট্রি রিস্ক অ্যানালাইসিস অ্যান্ড ইকনমিক রিসার্চ) : মোট অন্তত ৬০% নম্বর পেয়ে ডিগ্ৰি কোর্স পাশরা ইন্টারন্যাশনাল ট্রেড, ফিনান্সিয়াল ইকনমিক্স, ইন্ডাস্ট্রিয়াল ইকনমিক্স বা অ্যাগ্ৰিকালচার ইকনমিক্সের পোস্ট-গ্ৰ্যাজুয়েটরা মোট অন্তত ৬০% নম্বর থাকলে যোগ্য।
ম্যানেজমেন্ট ট্রেনি(ল’) :–
আইনের ডিগ্ৰি কোর্স পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে যোগ্য। ম্যানেজমেন্ট ট্রেনি (কর্পোরেশন লোনস অ্যান্ড অ্যাডভান্সড/প্রোজেক্ট ট্রেড/লাইন্স অফ ক্রেডিট অডিট/রিস্ক ম্যানেজমেন্ট/কমপ্লিয়েন্স/ট্রেজারি অ্যান্ড অ্যাকাউন্টস) :
ফিনান্স স্পেশালাইজেশন হিসাবে নিয়ে এম.বি.এ কোর্স পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। ফিনান্স স্পেশালাইজেশন হিসাবে নিয়ে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের পোস্ট-গ্ৰ্যাজুয়েট ডিপ্লোমা কোর্স পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলেও যোগ্য।
সব ক্ষেত্রে ডিগ্ৰি কোর্স অন্তত ৬০% নম্বর থাকতে হবে। এম.সি.এ কোর্স পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলেও যোগ্য। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সি কোর্স পাশরাও যোগ্য।
২০১৯ বা ২০২০ সালের পরীক্ষার্থীরা ২০২১ সালে ফল বেরোনোর বিষয়ে নিশ্চিত হলেও যোগ্য।
শূন্যপদ :–
৬০ টি (জেনাঃ ২৭, তঃজাঃ ৮, তঃউঃজাঃ ৪, ও.বি.সি ১৬, ই.ডব্লু.এস ৫)।
বয়স :–
সব ক্ষেত্রে বয়স হতে হবে ১-১২-২০২০ এর হিসাবে ২৫ বছরের মধ্যে। তপশিলীরা ৫ বছর, ও.বি.সি রা ৩ বছর বয়সে ছাড় পাবেন।
প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষা বা ইন্টারভিউয়ের মাধ্যমে। মনোনীত হলে মাসে স্টাইপেন্ড পাবেন ৪০,০০০ টাকা।
৩১, ডিসেম্বরের মধ্যে অনলাইনে দরখাস্ত করবেন।
ওয়েবসাইট
এজন্য বৈধ ই-মেল আই.ডি থাকতে হবে। এছাড়াও পাশপোর্ট মাপের রঙিন ফটো, সিগনেচার স্ক্যান করে নেবেন। প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে।তারপর পরীক্ষা ফী বাবদ ৬০০ (তপশিলী, প্রতিবন্ধী হলে ১০০) টাকা অনলাইনে জমা দেবেন।
টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। আরো বিস্তারিত তথ্য পাবেন ওই ওয়েবসাইটে।
শিক্ষা , চাকরি ও ব্যবসা সংক্রান্ত খবরের সেরা ঠিকানা কর্মসাথী ডট কম !
- মাতৃবন্দনা প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীর ! পাওয়া যাবে ২৫ হাজার কোটি টাকার লোণ ।matri bandana prakalpa announced mamata banerjee : এবার রাজ্য বাজেটে চমকের পর চমক দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী ।
- “তরুণের স্বপ্ন” রাজ্যে নতুন প্রকল্পের ঘোষণা মুখ্যমন্ত্রীরtaruner swopno scheme announced mamata banerjee : রাজ্যের প্রথমবারের জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী রাজ্য বাজেট পেশ করেছেন ।
- Primary TET 2021 Exam Answer Key Pdf File DownloadPrimary TET 2021 Exam Answer Key : অবশেষে আপনাদের অনুরোধে প্রাইমারী টেট ২০২১ পরীক্ষার সম্পূর্ণ উত্তর পত্র আপনাদের সামনে নিয়ে আসা হল ।
- Primary TET Exam 2021 Math SolutionPrimary TET Exam 2021 Math Solution : কর্মসাথী এর পক্ষ থেকে গতকালই ফেসবুক থেকে সংগ্রহ করে প্রাইমারী টেট এর প্রশ্নপত্রটি শেয়ার করা হয়েছিল ।
- wb primary tet Exam 2017 question paper with answerSpread the lovewb primary tet Exam 2017 question paper with answer wb primary tet Exam 2017 question paper : বহু টালবাহানার পর ২০১৭ সালের WB Primary TET 2017 লিখিত পরীক্ষা 31 জানুয়ারি ২০২১ সালে অনুষ্ঠিত হল ।পরীক্ষার প্রশ্নপত্রটি আপনাদের সাথে শেয়ার করা হল । খুব শীঘ্রই এই প্রশ্নের উত্তরপত্রটিও আপনাদের শেয়ার করা হবে । এই …