
ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে স্টাইপেন্ড ট্রেনি নিয়োগ
barc stipendiary trainee recruitment : কেন্দ্রীয় সরকারের ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার ‘স্টাইপেন্ডিয়ারি ট্রেনি (ক্যাটেগরি-।)’ ও ‘স্টাইপেন্ডিয়ারি ট্রেনি (ক্যাটেগরি -।।)’ পদে ১৫৬ জন লোক নিচ্ছে।
কারা কোন শাখার জন্য যোগ্য :
স্টাইপেন্ডিয়ারি ট্রেনি -। এ নেওয়া হবে এইসব পদে―
কেমিস্ট্রি :–
মোট অন্তত ৬০% নম্বর পেয়ে বি.এসসি কোর্স পাশরা আবেদন করতে পারেন।
শূন্যপদ :- ৪ টি (জেনাঃ ২, ও.বি.সি ১, তঃউঃজাঃ ১)।
মেকানিক্যাল :–
উচ্চমাধ্যমিক বা বি.এসসি কোর্স পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশ হলে আবেদন করতে পারেন।
শূন্যপদ :– ১৩ টি (জেনাঃ ৬, ও.বি.সি ৩, তঃউঃজাঃ ২, ই.ডব্লু.এস ১)।
ইলেক্ট্রিক্যাল :–
উচ্চমাধ্যমিক বা বি.এসসি কোর্স পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশ হলে আবেদন করতে পারেন।
শূন্যপদ :– ৬ (জেনাঃ ৩, ও.বি.সি ২, তঃউঃজাঃ ১)।
সিভিল :–
উচ্চমাধ্যমিক বা বি.এসসি কোর্স পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশ হলে আবেদন করতে পারেন।
শূন্যপদ :– ১৩ টি (জেনাঃ ৫, ও.বি.সি ৩, তঃজাঃ ২,তঃউঃজাঃ ২, ই.ডব্লু.এস ১,)।
ইলক্ট্রনিক্স :–
উচ্চমাধ্যমিক বা বি.এসসি কোর্স পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে ইলেক্ট্রনিক্স বা ইলেক্ট্রনিক্স বা অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশ হলে আবেদন করতে পারেন ।
শূন্যপদ :– ৩ টি (জেনাঃ ২, ও.বি.সি ১)।
ইন্সট্রুমেন্টেশন :–
উচ্চমাধ্যমিক বা বি.এসসি কোর্স পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইন্সট্রুমেন্টশন, ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, ইন্সট্রুমেন্টেশন টেকনোলজি, ইন্সট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশ হলে আবেদন করতে পারেন।
শূন্যপদ :– ৪ টি (জেনাঃ ১,ও.বি.সি ২, তঃউঃজাঃ ১)।
ওপরের সব পদের বেলায় বয়স হতে হবে ১৮ থেকে ২৪ বছরের মধ্যে। স্টাইপেন্ড প্রথম বছর মাসে ১৬,০০০ টাকা ও দ্বিতীয় বছর মাসে ১৮,০০০ টাকা। ওপরের সব ডিপ্লোমা ট্রেডের বেলায় মাধ্যমিক পাশের পর ৩ বছরের কিংবা উচ্চমাধ্যমিক পাশের পর ২ বছরের ডিপ্লোমা কোর্স পাশ হতে হবে।
মোট শূন্যপদ :– ৫০ (জেনাঃ ২৩, ই.ডব্লু.এস ২, ও.বি.সি ১৪, তঃউঃজাঃ ৮, তঃজাঃ ৩)।
‘স্টাইপেন্ডিয়ারি ট্রেনি (ক্যাটাগরি -।।)’ পদে নেওয়া হবে এই সব শাখায় :–
প্লান্ট অপারেটর :–
ফিজিক্স, কেমিস্ট্রি ও অঙ্ক বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন।
শূন্যপদ :– ১৫ টি (জেনাঃ ৭, ই.ডব্লু.এস ৩, ও.বি.সি ২, তঃউঃজাঃ ৩,)।
ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট :–
ফিজিক্স, কেমিস্ট্রি ও অঙ্ক বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে আবেদন করতে পারেন। বিজ্ঞান ও অঙ্ক বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে আই.টি.আই থেকে ল্যাবরেটরি অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট/ ১ বছরের ন্যাশানাল ট্রেড সার্টিফিকেট কোর্স পাশ সঙ্গে ১ বছর কাজের অভিজ্ঞতা/ ১ বছরের ন্যাশানাল ট্রেডি সার্টিফিকেট ও সঙ্গে ১ বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করে থাকলে যোগ্য।
শূন্যপদ :– ১ টি।
বিজ্ঞান ও অঙ্ক বিষয় নিয়ে উচ্চমাধ্যমিক পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে থাকলে আর আই.টি.আই/ এন.সি.ভি.টি থেকে এ.সি মেকানিক, ফিটার, টার্নার, ওয়েল্ডার, ইলেক্ট্রিশিয়ান, ইলেক্ট্রনিক মেকানিক, মেশিনিস্ট, ইন্সট্রুমেন্ট মেকানিক, মেকানিক ডিজেল, মেশিনিস্ট গ্ৰাইন্ডার ট্রেডের ২ বছরের ন্যাশানাল ট্রেড সার্টিফিকেট/ ২ বছরের ন্যাশনাল অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট/ ১ বছরের ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট কোর্স পাশ সঙ্গে ১ বছর কাজের অভিজ্ঞতা/১ বছরের ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট ও সঙ্গে ১ বছরের অ্যাপ্রেন্টিসশিপ ট্রেনিং করে থাকলে যোগ্য।
শূন্যপদ ও পোস্টনং :– এ.সি মেকানিক ১ টি (ও.বি.সি), ফিটার ৪৫ টি (জেনাঃ ২৫, ই.ডব্লু.এস ৪, ও.বি.সি ১২, তঃউঃজাঃ ৪), ওয়েল্ডার ৫ টি (জেনাঃ ৩, ও.বি.সি ২), ইলেক্ট্রিশিয়ান ৬ টি (জেনাঃ ৩, ও.বি.সি ২), ইলেক্ট্রনিক মেকানিক ১১ টি (জেনাঃ ৭, ও.বি.সি ৪), মেশিনিস্ট ৩ টি (জেনাঃ ২, ও.বি.সি ১), ইন্সট্রুমেন্ট মেকানিক ১৩ টি (জেনাঃ ৮, ও.বি.সি ৫), ওয়েল্ডার (জি.এম.এ.ডব্লু. অ্যান্ড জি.টি.এ.ডব্লু) ১ টি (জেনাঃ), মেকানিক ডিজেল ৩ টি (জেনাঃ), মেশিনিস্ট গ্ৰাইন্ডার ২ টি (জেনাঃ)।
ওপরের সব পদের বেলায় বয়স হতে হবে ১৮ থেকে ২২ বছরের মধ্যে।
স্টাইপেন্ড প্রথম বছর মাসে ১০,৫০০ টাকা ও দ্বিতীয় বছর মাসে ১২,৫০০ টাকা।
ট্রেনিংয়ে সফল হলে ‘টেকনিশিয়ান / বি’ ও ‘টেকনিশিয়ান/সি’ পদে চাকরি।
মূলমাইনে :–’টেকনিশিয়ান/ বি’ পদে মূল মাইনে ২১,৭০০ টাকা ও ‘টেকনিশিয়ান/ সি’ পদে ২৫,৫০০ টাকা।
শূনপদ :– ১০৬ টি শূন্যপদের মধ্যে (জেনাঃ ৬১, ই.ডব্লু.এস ৭, ও.বি.সি ১৪, তঃউঃজাঃ ৮, তঃজাঃ ৩)।
ওপরের সব ক্ষেত্রে বয়স গুণতে হবে ৩১-১-২০২১ এর হিসাবে। তপশিলীরা ৫ বছর, ও.বি.সি রা ৩ বছর, ও প্রতিবন্ধীরা যথারীতি বয়সে ছাড় পারেন। ট্রেনিং হবে তারাপুর বা কালপক্কমে।
প্রার্থী বাছাই হবে ৩ টি পর্যায়ে। প্রথমে প্রিলিমিনারি টেস্ট , অ্যাডভান্সড টেস্ট, স্কিল টেস্ট। প্রিলিমিনারি পরীক্ষায় ৫০ টি অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে এই সব বিষয়ে :–
(ক) অঙ্ক – ২০ টি, (খ) বিজ্ঞান – ২০ টি,
(গ) জেনারেল অ্যাওয়ারনেস – ১০ টি, প্রতিটি প্রশ্নে থাকবে ৩ নম্বর করে।
সময় ১ ঘন্টা। নেগেটিভ মার্কিং আছে। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে ১ নম্বর কাটা হবে।প্রিলি পরীক্ষায় সাধারণ প্রার্থীরা ৪০% ও সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীরা ৩০% নম্বর পেলে সফল হবেন।
অ্যাডভান্সড টেস্টে ৫০ টি অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে। প্রতিটি প্রশ্নে থাকবে ৩ নম্বর। প্রতিটি প্রশ্নের ভুল উত্তরের জন্য প্রাপ্ত নম্বর থেকে ১ নম্বর কাটা হবে। সময় ২ ঘন্টা। অ্যাডভান্সড টেস্টের পরীক্ষায় সাধারণ প্রার্থীরা ৩০%, সংরক্ষিত ক্যাটেগরির প্রার্থীরা ২০% নম্বর পেলে সফল হবেন।
এরপর হবে স্কিল টেস্ট। সব পরীক্ষা হবে মুম্বাইয়ে।
দরখাস্ত করবেন অনলাইনে, ৩১ জানুয়ারির মধ্যে।
এই ওয়েবসাইটে:
https://recruit.barc.gov.in/barcrecruit/
এজন্য বৈধ একটি ই-মেল আই.ডি থাকতে হবে। তখন পরীক্ষা ফী বাবদ স্টাইপেন্ডিয়ারি ট্রেনি ক্যাটেগরি-। পদের বেলায় ১৫০ টাকার আর অন্যান্য পদের বেলায় ১০০ টাকা অনলাইনে দিতে হবে। তপশিলী, প্রতিবন্ধী, প্রাক্তন সমরকর্মী ও মহিলাদের ফী লাগবে না। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন। পরীক্ষা দিতে যাওয়ার সময় বয়স, শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতার সার্টিফিকেট নিয়ে যেতে হবে ।
শিক্ষা , চাকরি ও ব্যবসা সংক্রান্ত খবরের সেরা ঠিকানা কর্মসাথী ডট কম !
- Karmabhandu Recruitment : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে অষ্টম শ্রেণী পাশে কর্মী নিয়োগSpread the loveKarmabhandu Recruitment : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Telegram গ্রুপ Join Now Karmabhandu Recruitment সমস্ত বেকার যুবক-যুবতীদের … Read more
- Stenographer Recruitment : জেলা আদালতে উচ্চমাধ্যমিক পাশে কর্মী নিয়োগSpread the loveStenographer Recruitment : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Telegram গ্রুপ Join Now Stenographer Recruitment সমস্ত বেকার যুবক-যুবতীদের … Read more
- Miscellaneous Job : পাবলিক সার্ভিস কমিশনে মিসলেনিয়াস পদে কর্মী নিয়োগSpread the loveMiscellaneous Job : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Telegram গ্রুপ Join Now Miscellaneous Job সমস্ত বেকার যুবক-যুবতীদের … Read more
- PPO Recruitment 2023 : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে রাজ্যের খাদ্য দপ্তরে কর্মী নিয়োগSpread the lovePPO Recruitment 2023 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Telegram গ্রুপ Join Now PPO Recruitment 2023 এই … Read more
- NIELIT Vacancy 2023 : কেন্দ্রীয় সংস্থায় মাধ্যমিক পাশে হেল্পার নিয়োগSpread the loveNIELIT Vacancy 2023 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Telegram গ্রুপ Join Now NIELIT Vacancy 2023 সমস্ত … Read more