DMCA.com Protection Status

Join Whatsapp Group

ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডস ‘সায়েন্টিস্ট-বি’ পদে ২৮ জন লোক নিয়োগ

Spread the love
Bureau of Indian Standards Recruitment 26 people to the post of 'Scientist-B'
Bureau of Indian Standards Recruitment 26 people to the post of ‘Scientist-B’

ব‍্যুরো অফ ইন্ডিয়ান স্ট‍্যান্ডার্ডস ‘সায়েন্টিস্ট-বি’ পদে ২৮ জন লোক নিয়োগ

ব‍্যুরো অফ ইন্ডিয়ান স্ট‍্যান্ডার্ডস ‘সায়েন্টিস্ট-বি’ পদে ২৮ জন লোক নিচ্ছে। নেওয়া হবে এইসব শাখায় : সিভিল, ইন্সট্রুমেন্টেশন, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং টেক্সটাইল, কেমিস্ট্রি।

মোট অন্তত ৬০% (তপশিলী হলে ৫০%) নম্বর পেয়ে সিভিল, ইন্সট্রুমেন্টেশন, এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের ডিগ্ৰি কোর্স পাশরা ইঞ্জিনিয়ারিংয়ের সংশ্লিষ্ট শাখার জন্য আবেদন করতে পারেন।

মোট অন্তত ৬০% (তপশিলী হলে ৫০%) নম্বর পেয়ে কেমিস্ট্রির পোস্ট-গ্ৰ‍্যাজুয়েটরা কেমিস্ট্রি শাখার জন্য আবেদন করতে পারেন।

সব ক্ষেত্রে ২০১৯, ২০২০, ২০২১ সালের ‘গেট’ পরীক্ষায় স্কোর করে থাকতে হবে।

বয়স – বয়স হতে হবে ২৫-৬-২০২১’ এর হিসাবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে।  তপশিলী,  ও.বি.সি ও প্রতিবন্ধীরা যথারীতি বয়সে ছাড় পাবেন।

মাইনে – শুরুতে মাইনে মাসে প্রায় ৮৭,৫২৫ টাকা।

শূন‍্যপদ – সিভিলে ১৩ টি (জেনাঃ ৫, ও.বি.সি ৪, তঃজাঃ ১, তঃউঃজাঃ ২, ই.ডব্লু.এস ১)। ইন্সট্রুমেন্টেশনে ২ টি (জেনাঃ১, ও.বি.সি ১)। এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং ২ টি (জেনাঃ ১, ও.বি.সি ১)। কেমিস্ট্রি ৭ টি (জেনাঃ ২, ও.বি.সি ২, তঃজাঃ ১, তঃউঃজাঃ ১, ই.ডব্লু.এস ১)। টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ৪ টি (জেনাঃ ২, ও.বি.সি ১, তঃউঃজাঃ ১)।

প্রার্থী বাছাই হবে ‘গেট’ পরীক্ষায় পাওয়া স্কোর দেখে। সফল হলে ইন্টারভিউ। দরখাস্ত করবেন অনলাইনে, ২৫ জুন পর্যন্ত। এই ওয়েবসাইটে : www.bis.gov.in এজন্য বৈধ একটি ই-মেল আই.ডি থাকতে হবে। এছাড়াও পাশপোর্ট মাপের রঙিন ফটো, সিগনেচার স্ক‍্যান করে নেবেন। প্রথমে ওপরের ওই ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলেই নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপর পরীক্ষা ফী বাবদ ১০০ টাকা অনলাইনে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড বা নেট ব‍্যাঙ্কিংয়ে জমা দিতে হবে। তপশিলী, প্রতিবন্ধী, মহিলা ও প্রাক্তন সমরকর্মীদের ফী লাগবে না। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবেন।

 • কল্যাণী বিশ্ববিদ্যালয় স্বীকৃত কৃষি বিজ্ঞান কোর্স করে চাকরির সুযোগ
  Spread the loveকল‍্যাণী বিশ্ববিদ্যালয় স্বীকৃত কৃষি বিজ্ঞান কোর্স করে চাকরির সুযোগ ভারত সহ আন্তর্জাতিক বাজারে কৃষি-শিল্প ও সহযোগীক্ষেত্রে উপযুক্ত প্রশিক্ষিত পেশাদারের চাহিদা সর্বত্র। এই বৃহৎ কর্মক্ষেত্রের উপযোগী পেশাদের তৈরির লক্ষ্যে কল‍্যাণী বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতি নিয়ে শুরু হয়েছে কৃষিবিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সুসংহত ডিপ্লোমা ও পোস্ট-গ্ৰ‍্যাজুয়েট ডিপ্লোমা কোর্স যা পশ্চিমবঙ্গে প্রথম। দক্ষ ও উদ‍্যেগী যুবসমাজের সামনে বৃহত্তর …

  Continue reading

 • নেভিতে ৫০ জন অফিসার নিয়োগ
  Spread the loveনেভিতে ৫০ জন অফিসার নিয়োগ ভারতীয় নৌবাহিনী শর্ট সার্ভিস কমিশনে জেনারেল সার্ভিস (এক্সিকিউটিভ) ও হাইড্রোগ্ৰাফি শাখায় এক্সটেনডেড ন‍্যাভাল ওরিয়েন্টেশন কোর্স পড়িয়ে অফিসার পদে ৫০ জন অবিবাহিত ছেলে নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য :  জেনারেল সার্ভিস (এক্সিকিউটিভ) : ইঞ্জিনিয়ারিংয়ের যে কোনো শাখার ডিগ্ৰি (বি.ই বা বি.টেক) কোর্স পাশরা মোট অন্তত ৬০% নম্বর পেয়ে …

  Continue reading

 • মিশ্র ধাতু নিগম লিমিটেডে ‘অ্যাসিস্ট্যান্ট’ পদে লোক নিয়োগ
  Spread the loveমিশ্র ধাতু নিগম লিমিটেডে ‘অ্যাসিস্ট‍্যান্ট’ পদে লোক নিয়োগ কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকের অধীন মিশ্র ধাতু নিগম লিমিটেড ‘অ্যাসিস্ট‍্যান্ট’ পদে ২১ জন লোক নিচ্ছে। মেটালার্জিক‍্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা কোর্স পাশরা মোট অন্তত ৬০% (তপশিলী হলে ৪৫%) নম্বর পেয়ে থাকলে যোগ্য। কোনো শিল্প সংস্থায় ১ বছরের পোস্ট কোয়ালিফিকেশন অভিজ্ঞতা থাকতে হবে। বয়স – বয়স হতে হবে …

  Continue reading

 • পাওয়ার গ্ৰিড কর্পোরেশনে ৩৫ জন লোক নিয়োগ
  Spread the loveপাওয়ার গ্ৰিড কর্পোরেশনে ৩৫ জন লোক নিয়োগ কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থা, পাওয়ার গ্ৰিড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড ‘ডিপ্লোমা ট্রেনি (ইলেক্ট্রিক‍্যাল)’ পদে ৩৫ জন লোক নিচ্ছে। পলিটেকনিক থেকে ইলেক্ট্রিক‍্যাল, ইলেক্ট্রিক‍্যাল (পাওয়ার),  ইলেক্ট্রিক‍্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স, পাওয়ার সিস্টেম ইঞ্জিনিয়ারিং বা পাওয়ার ইঞ্জিনিয়ারিং (ইলেক্ট্রিক‍্যাল) ট্রেডের ডিপ্লোমা কোর্স  পাশরা মোট অন্তত ৭০% (তপশিলী হলে সাধারণভাবে পাশ) নম্বর পেয়ে …

  Continue reading

 • ইন্ডিয়ান কোস্ট গার্ড-এ ৩৫০ জন প্রার্থী নিয়োগ । জানুন বিস্তারিত
  Spread the loveইন্ডিয়ান কোস্ট গার্ড-এ ৩৫০ জন প্রার্থী নিয়োগ । জানুন বিস্তারিত ভারতীয় উপকূল রক্ষীবাহিনী (ইন্ডিয়ান কোস্ট গার্ড) ‘নাবিক ডোমেস্টিক ব্রাঞ্চ (কুক ও স্টুডেন্ট)’ , ‘নাবিক (জেনারেল ডিউটি)’ ও ‘যান্ত্রিক’ পদে ৩৫০ জন লোক নিচ্ছে। এই পদের ব‍্যাচ নং : 01/2022.  কারা কোন পদের জন্য যোগ্য :  নাবিক (জেনারেল ডিউটি) : অঙ্ক ও ফিজিক্স বিষয় …

  Continue reading

Leave a Reply

Your email address will not be published.