অটোম্যাটিক পাউচ প্যাকিং মেশিন কিনুন মাসে হাজার হাজার টাকা আয় করুন
“সরকারী চাকরি নেই মানেই সে বেকার” এই বস্তাপচা ধারণা থেকে বেরিয়ে আসার সময় হয়েছে । ব্যাবসা করুন , নিজের পায়ে দাঁড়ান । সরকারী চাকুরে জীবীর থেকেও অনেক বেশি আয় করুন । এর জন্য দরকার শুধু মনের ইচ্ছা ।আপনার ব্যবসাকে দাড় করাতে আমরা সাহায্য করবো । আমরা দেখাবো পথ হাঁটতে হবে আপনাকেই । চলুন আজ আলচনা করবো অটোম্যাটিক পাউচ মেশিন কিনে কিভাবে মাসে হাজার হাজার টাকা আয় করা সম্ভব ।
অটোম্যাটিক পাউচ প্যাকিং মেশিন এর সাহায্যে দুধ , ঘি , তেল , মধু , মিনারেল ওয়াটার প্রভৃতি তরল পদার্থ পাউচ প্যাকিং করে বাজারে বিক্রি করতে পারেন বা অর্ডার অনুযায়ী সাপ্লাই করতে পারেন । এবং এই অটোম্যাটিক পাউচ প্যাকিং মেশিনের মাধ্যমে মাসে হাজার হাজার টাকা আয় করুন ।
অটোম্যাটিক পাউচ প্যাকিং মেশিন কিভাবে ব্যবহার করবেন ?
এই মেশিনে একটি ট্যাঙ্ক থাকে । প্রথমে দুধ , ঘি , তেল , জল যে জিনিসেরই পাউচ প্যাকিং করতে চান , ট্যাঙ্কে পছন্দমতো সেই জিনিস ঢেলে ভর্তি করে দিতে হবে। মেশিনের মধ্যে একটি পাম্প আছে । আপনি ৫০ গ্রাম , ১০০ গ্রাম , ২০০ গ্রাম বা যে ওজনের তরল প্যাকিং করতে চান , সেই অনুযায়ী মেশিনকে চিহ্নিত করে দিলে পাম্পের লকটা সেই ওজন অবধি গিয়ে বন্ধ হয়ে যাবে । এবার সম্পুর্ন স্বয়ংক্রিয়ভাবে মেশিনের নির্দেশ অনুযায়ী নির্দিষ্ট পদ্ধতিতে পছন্দমতো ওজনের তরল পাউচ প্যাকিং হয়ে চেনের আকারে বেরিয়ে আসতে থাকবে । এই মেশিনটির জন্য ১/৪ হর্সপাওয়ার মোটর লাগবে এবং বিদ্যুৎ লাগবে ২২০ ভোল্ট ।
অটোম্যাটিক পাউচ মেশিন এর দাম কত ?
মোটর সমেত ৩০০ গ্রাম অবধি ক্ষমতা সম্পন্ন অটোম্যাটিক পাউচ মেশিন টির দাম পড়বে ১০ হাজার টাকা মাত্র ।
অটোম্যাটিক পাউচ মেশিন কোথায় কিনতে পাবেন ?
অটোম্যাটিক পাউচ মেশিন কিনতে পাবেন নিচের লিঙ্কে ক্লিক করুন –