DMCA.com Protection Status

Join Whatsapp Group

Cantonment Board Recruitment 2023 : অষ্টম শ্রেণী পাশে কেন্দ্র সরকারি অফিসে কর্মী নিয়োগ । এক্ষুনি আবেদন করুন !

Spread the love
Cantonment Board Recruitment 2023
Cantonment Board Recruitment 2023

Cantonment Board Recruitment 2023 : অষ্টম শ্রেণী পাশে কেন্দ্র সরকারি অফিসে কর্মী নিয়োগ । এক্ষুনি আবেদন করুন !

যারা ন্যুনতম অষ্টম শ্রেণী পাশ করার পর উচ্চশিক্ষা গ্রহণ করতে পারেননি, অথচ সরকারি চাকরির খোঁজে হন্যে হয়ে ঘুরছেন, তাদের জন্য সুখবর।  অষ্টম পাশ যোগ্যতাতেই মাসে ২৫  হাজার টাকার উপরে মাইনের চাকরি পেতে পারেন।

Join Our Whatsapp Group – Click Here

ভারত সরকারের ক্যান্টনমেন্ট বোর্ডের ( Cantonment Board ) তরফে বিভিন্ন পদে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।  প্রতিটি পদে পুরুষ এবং মহিলা উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। একইসাথে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার প্রার্থীরাও আবেদন করতে পারবেন ।

কিভাবে আবেদন করবেন ? শিক্ষাগত যোগ্যতা ? কোন কোন ডকুমেন্টস লাগবে ? কত বেতন সহ বিস্তারিত এই প্রতিবেদনে দেওয়া রইল।

বিজ্ঞপ্তি নাম্বার – C/111/1E/VOl X//222

 ১. পদের নাম-

Labour

 শিক্ষাগত যোগ্যতা-

অষ্টম শ্রেণী পাশ

বয়স-

২১ বছর থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে।

আরও পড়ুনঃ Yuvasree Prakalpa : প্রতিমাসে পান ১৫০০ টাকা । এই প্রকল্পে আবেদন করেছেন তো ?

বেতন-

প্রতিমাসে পে লেভেল অনুযায়ী ১৬,২০০ টাকা।

 ২.  পদের নাম-

Meter Reader

শিক্ষাগত যোগ্যতা-

মাধ্যমিক পাশ, সঙ্গে কম্পিউটারে কাজের অভিজ্ঞতা।

বয়স-

২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে হতে হবে।

বেতন-

প্রতিমাসে পে লেভেল অনুযায়ী ২৫ হাজার ২০০ টাকা

Join Our Whatsapp Group – Click Here

৩. পদের নাম-

Pump Operator

শিক্ষাগত যোগ্যতা-

অষ্টম শ্রেণী পাশ, সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ।

বয়স-

২১ বছর থেকে ৪০ বছরের মধ্যে।

আরও পড়ুনঃ How To Open Computer Institute : মাত্র ৯৯৯ টাকা বিনিয়োগ করে এই ব্যবসা শুরু করুন !

 বেতন-

প্রতিমাসে পে লেভেল অনুযায়ী ২৫ হাজার ২০০ টাকা।

৪. পদের নাম- 

Sub-Assistant Engineer

শিক্ষাগত যোগ্যতা-

স্টেট কাউন্সিল শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং এ ডিপ্লোমা, পাশাপাশি সংশ্লিষ্ট ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা।

বয়স-

২১ বছর থেকে ৩০ বছরের মধ্যে।

বেতন-

পে লেভেল অনুযায়ী প্রতি মাসে ৪০ হাজার ৫০০ টাকা।

আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে ?

আবেদন করার পূর্বে নিম্নলিখিত ডকুমেন্টগুলির স্ক্যান কপি করে রাখবেন । যথা –

১. পরিচয় পত্র হিসেবে ভোটার কার্ড/আধার কার্ড/প্যান কার্ড/[পাসপোর্ট

২. জন্ম সার্টিফিকেট অথবা মাধ্যমিকের এডমিট কার্ড

৩. শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও শার্টিফিকেট ।

Join Our Whatsapp Group – Click Here

৪. এস.সি এস.টি সার্টিফিকেট  ( যদি থাকে )

৫. প্রতিবন্ধী সার্টিফিকেট (যদি থাকে) 

৬. সরকারি চাকরির সঙ্গে যুক্ত থাকলে নো অবজেকশন সার্টিফিকেট বাধ্যতামূলক ।

কিভাবে আবেদন করবেন ?

আবেদন করতে হবে অনলাইনে । নিচে কিভাবে ধাপে ধাপে আবেদন করবেন তার তথ্য দেওয়া হলো –

১. আবেদন করার জন্য নিচে উল্লেখিত অফিসিয়াল ওয়েবসাইটে লিঙ্কে ক্লিক করবেন । তাহলে আপনার সামনে নিচের ছবির মত একটি স্ক্রিন খুলে যাবে ।

২. এবার স্ক্রল ডাউন করলে যে যে পদে নিয়োগ করা হবে তার লিস্ট আপনি দেখতে পাবেন । সেখান থেকে পছন্দের শূন্য পদে আবেদন করার জন্য নির্দিষ্ট স্থানের VIEW বোতামে ক্লিক করবেন  । 

৩. আপনার সামনে নতুন একটি স্ক্রিন খুলে যাবে । সেখানে কিভাবে আবেদন করবেন তার সমস্ত ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে । আপনি স্ক্রলডাউন করে নিচের দিকে আসবেন । এবং “I here by declare…” চেকবক্সে ক্লিক করবেন এবং তারপর Proceed বোতামে ক্লিক করবেন । 

৪. এবার আপনার সামনে আবেদনের ফরমটি খুলে যাবে । যেখানে আপনি আপনার সমস্ত ডিটেইলস যথা – আপনার নাম ক্যাটেগরি লিঙ্গ ইমেইল আইডি ঠিকানা শিক্ষাগত যোগ্যতা , পূর্বে কোন কাজের অভিজ্ঞতা থাকলে তার তথ্য যথাযথভাবে পূরণ করবেন । এখানে আপনাকে আপনার ফটো সিগনেচার তথা যোগ্যতা এবং অন্যান্য ডকুমেন্ট গুলিকেও আপলোড করতে হবে। 

Join Our Whatsapp Group – Click Here

৫. সবশেষে ” I Agree” চেকবক্সে ক্লিক করে নির্দিষ্ট ক্যাপচা প্রদান করে Submit বোতামে ক্লিক করতে হবে ।

৬. এরপর আপনাকে অনলাইনে ডেবিট কার্ড ক্রেডিট কার্ড এর মাধ্যমে আবেদন ফি জমা দিতে হবে । তাহলেই আপনার আবেদন সম্পূর্ণ হবে ।

আবেদনের শেষ তারিখ –

ইচ্ছুক প্রার্থীদের ৩১.০১.২০২৩ এর মধ্যে অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে ।

আবেদন ফি –

আবেদন ফি অনলাইনে জমা দিতে হবে । নিম্নলিখিত গুলির জন্য আলাদা আলাদা আবেদন ফি রয়েছে । নিচে ছকের সাহায্যে দেখানো হলো –

ক্রমিক নংপদের নামআবেদন ফি
সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার১০০০ টাকা
পাম্প অপারেটরকিছু না
মিটার রিডার১০০০ টাকা
লেবারকিছু না

নির্বাচন পদ্ধতি –

বেশ কয়েকটি ধাপে নির্বাচন করা হবে । প্রথমে স্ক্রিনিং টেস্ট নেওয়া হবে । তার ভিত্তিতে শর্ট লিস্টেড প্রার্থীদের অরিজিনাল ডকুমেন্ট ভেরিফিকেশন এর পর ইন্টারভিউ / স্কিল টেস্ট/ শারীরিক সক্ষমতার পরীক্ষা নেওয়া হবে ।

আবেদন সংক্রান্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য –

১. একটির বেশি আবেদন করলে আপনার সমস্ত আবেদন বাতিল বলে গণ্য হবে ।

২. আবেদন অসম্পূর্ণ হলে আবেদন বাতিল করা হবে ।

৩. আবেদনের ভিত্তিতে এডমিট কার্ড দেওয়া হবে । স্ক্রিনিং টেস্টের জন্য এডমিট কার্ডের প্রিন্ট আউট সঙ্গে নিয়ে যেতে হবে ।

৪. এডমিট কার্ড অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবেন ।

৫. এডমিট কার্ড এর মধ্যেই প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টের জন্য সমস্ত ইন্সট্রাকশন দেওয়া থাকবে ।

Join Our Whatsapp Group – Click Here

৬. স্ক্রিনিং টেস্টের জন্য পরীক্ষা হলে এক ঘন্টা পূর্বে পৌঁছাতে হবে ।

৭. শিক্ষাগত যোগ্যতার সমস্ত মার্কসিট এবং সার্টিফিকেট অবশ্যই কোন বিশ্ববিদ্যালয় থেকে প্রাপ্ত হতে হবে ।

৮. প্রার্থীকে আবেদনপত্রের কোন হার্ড কপি পাঠানোর প্রয়োজন নেই। 

৯. এই নিয়োগ সংক্রান্ত সমস্ত তথ্য নির্দিষ্ট সময়ে সময়ে অফিশিয়াল ওয়েবসাইটে পাবেন ।

১০. পরীক্ষা হলে তামাকজাত দ্রব্য , গুটকা সম্পূর্ণরূপে নিষিদ্ধ

১১. পরীক্ষা হলে চা কফি বা যে কোন ধরনের ঠান্ডা পানীয় সম্পূর্ণরূপে নিষিদ্ধ ।

১২. বিস্তারিত তথ্যের জন্য অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করুন । নিচে অফিশিয়াল ওয়েবসাইট এবং অফিশিয়াল নোটিফিকেশনের লিংক দেওয়া হল ।

অফিসিয়াল ওয়েবসাইট – CLICK HERE

ওফিসিয়াল নোটিফিকেশন – Download Now

এইধরনের শিক্ষা , চাকরি , ব্যবসা , সরকারি প্রকল্প , রেল , ব্যাঙ্ক তথা রাজ্য এবং দেশের ট্রেণ্ডিং খবরের আপডেট পেতে আমাদের Whatsapp গ্রুপে জয়েন করুন । নিচে লিংক দেওয়া হল –

Join Our Whatsapp Group – Click Here

  • WBPSC Job Vacancy 2024 : রাজ্যের মৎস দপ্তরে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ
    Spread the loveWBPSC Job Vacancy 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল …

    Continue reading

  • KPSC Recruitment 2024 : কেরালা পাবলিক সার্ভিস কমিশনে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ
    Spread the loveKPSC Recruitment 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল Join …

    Continue reading

  • Sainik School Job Vacancy 2024 : সৈনিক স্কুলে কর্মী নিয়োগ
    Spread the loveSainik School Job Vacancy 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook …

    Continue reading

  • Dist Judge Court Recruitment : ইন্টারভিউয়ের মাধ্যমে জেলা আদালতে এইট পাশে কর্মী নিয়োগ
    Spread the loveDist Judge Court Recruitment : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল …

    Continue reading

  • NPCIL Recruitment 2024 : ইন্টারভিউয়ের মাধ্যমে পারমাণবিক শক্তি বিভাগে কর্মী নিয়োগ
    Spread the loveNPCIL Recruitment 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল Join …

    Continue reading