
করোনা মোকাবিলায় প্রিয় দেশবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বার্তা
Coronavirus India Narendra Modi address to the nations : যত সময় পার হচ্ছে করোনা পরিস্থিতি ততই ভয়ানক হয়ে উঠছে । মৃত্যু মিছিল বেড়েই চলেছে । আমাদের দেশেও চিত্রটা একই ।
শেষ পাওয়া আপডেট অনুসারে সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা 2341 জন । মারা গিয়েছেন 68 জন ।সুস্থ হয়ে ফিরেছেন 177 জন । লক্ষাধিক মানুষ রয়েছেন কোয়ারেন্টাইনে ।
এই পরিস্থিতিতে দেশ এবং রাজ্যের সরকার একজোট হয়ে লড়াই করছে । সময় সময়ে বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী । প্রধানমন্ত্রীও এর আগে করোনা বিষয়ে জনসাধারনের উদ্দেশ্যে দুইবার বার্তা দিয়েছেন ।
প্রথমবার তিনি বার্তা দিয়ে জনগণের কাছে অনুরোধ করেছিলেন জনতা কার্ফু করার জন্য । যা অভুতপুর্ব ভাবে সফল হয় । এরপর তিনি বার্তা দিয়ে ২১ দিনের লক ডাউন ঘোষণা করেন ।
আর আজ লক ডাউনের নবম দিনে প্রধান মন্ত্রী টুইট করে জানান আগামী ৩ রা এপ্রিল সকাল ৯ টায় তিনি আবার প্রিয় দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দেবেন ।
তারপরেই সারা দেশ জুড়ে শুরু হয়েছে জল্পনা । এবার তিনি কি ঘোষণা করতে চলেছেন । আর কয়েকঘণ্টা পরই সেই জল্পনার অবসান ঘটবে ।
পাঠকদের উদ্দেশ্যে অনুরোধ কিছু সময় অন্তর পেজটিকে রিফ্রেস করতে থাকুন যখনই প্রধানমন্ত্রী দেশবাসীর উদ্দেশ্যে বার্তা দেওয়া শুরু করবেন , বিদ্যুৎ গতিতে তার আপডেট এখানে দেখতে পাবেন ।
Coronavirus India Narendra Modi address to the nations
প্রধানমন্ত্রী যা বললেন –
- লক ডাউনের সময়ে আপনারা সবাই যে অনুশাসনের পরিচয় দিয়েছেন তা অভুতপুর্ব ।
- শাসন প্রশাসন আর জনতা সকলে মিলে এই পরিস্থিতিকে ভালোভাবে সামলেছেন ।
- আপনারা ২২ শে মার্চ রবিবার যারা করোনার সাথে লড়াই করছেন তাদের সকলকে ধন্যবাদ দিয়েছিলেন ঐ বিষয়টি আজ সারা বিশ্বে প্রশংশিত হয়েছে । সারা বিশ্ব সেটিকে অনুসরণ করছে । জনতা কার্ফু হোক অথবা থালা বাজান হোক সেটি অন্য দেশেও করা হচ্ছে ।
- এই সংকটময় পরিস্থিতিতে দেশের একত্রিত শক্তির পরিচয় দিয়েছে । এটা প্রমান করেছে সমগ্র দেশবাসী একসাথে মিলে করোনার বিরুদ্ধে লড়াই করতে সক্ষম ।
- এখন লক ডাউনের সময়ে দেশ এবং আপনাদের সবার এইঐক্য নজরে আসছে ।
- আজ যখন দেশের কোটি কোটি মানুষ ঘরে আছে তখন হয়ত অনেকেই ভাবছেন – তো একা কি করে লড়বেন ? কতদিন আর এভাবে কাটাতে হবে ? বন্ধুরা এই লকডাউনের সময় আমরা ঘরে একা থাকতে পারি কিন্তু আমরা কেউই একা নয় । ১৩০ কোটি দেশবাসীর ঐক্য বদ্ধ শক্তি সকল ব্যক্তির সাথে রয়েছে ।
- সময় স্ময়ে দেশের এই
- আমাদের দেশে এখানে মানুষ মানে জনগণই ঈশ্বরের রুপ । তাই যখন দেশ এতবড় লড়াই লড়ছে তখন এই লড়াইয়ে বারবার জনতার এই বিরাট শক্তির সাক্ষাত করা দরকার । এটা আমাদের মনবল দেয় , শক্তি দেয় । আমাদের পথকে আরও স্পষ্ট করে ।
- বন্ধুরা করোনা মহামারীর ফলে অন্ধকারের মধ্যে থেকে আমদের আলোর দিকে যেতে হবে ।
- যে এই করোনা সঙ্কতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্থ আমাদের গরীব ভাইবোন । তাদের করোনা সঙ্কটের তৈরি হওয়া হতাশা থেকে আশার দিকে নিয়ে যেতে হবে ।
- এই করনা সঙ্কটের ফলে যে অন্ধকার এবং অনিসচয়তা তৈরি হয়েছে তার সমাপ্তি ঘতিয়ে আলোর দিকে নিয়ে যেতে হবে ।
- এই অন্ধকার ময় করোনা সঙ্কটকে পরাজিত করার জন্য আমাদের আলোর দীপ্তিকে চারিদিকে ছড়াতে হবে ।
- আর এর জন্য এই রবিবার ৫ ই এপ্রিল আমাদের সবাইকে মিলে করোনা সঙ্কটের অন্ধকারকে চ্যালেঞ্জ করতে হবে । তাঁকে দেখাতে হবে আলোর দীপ্তির ক্ষমতা ।
- এই ৫ ই এপ্রিল আমাদের ১৩০ কোটি দেশবাসীর মহাশক্তির জাগরন ঘটাতে হবে । ১৩০ কোটি মানুষের মহা শপথকে নতুন উচ্চতায় নিয়ে যেতে হবে ।
- ৫ ই এপ্রিল রবিবার রাত ৯ টায় আমি আপনাদের সবার ৯ মিনিট চাই । ভালো করে শুনবেন ৫ ই এপ্রিল রাত ৯ টায় ঘরের সব লাইট বন্ধ করে ঘরের সামনে অথবা ঘরের ব্যাল্কনিতে দাড়িয়ে ৯ মিনিটের জন্য মোমবাতি , প্রদীপ , টর্চ অথবা মবাইলের ফ্লাস লাইট জ্বালান ।
- আর ঐ সময় যদি ঘরের সব লাইট বন্ধ করে চারিদিকে যখন এক একজন একটি করে প্রদীপ জ্বালাবে তখন আলোর মহাশক্তির আসল প্রকাশ ঘটবে । যার মাধ্যমে একটি লক্ষ্যেী গোটা দেশ লড়াই করছে এটা প্রমানিত হবে ।
- চলুন ঐ প্রকাশে , ঐ আলোয় , ঐ উজ্জ্বলতায় আমরা শপথ নি যে আমরা একা নয় ।আমরা ১৩০ কোটি দেশবাশী একটি সঙ্কল্পের সাথে একত্রিত ।
- বন্ধুরা আমার আর একটি প্রার্থনা এই আয়জনের সময় কেউ যেন একত্রিত হবেন না । কেউ বাড়ির বাইরে বের হবেন । রাস্তায় , গলিতে অথাবা পাড়ায় কেউ বের হবেন না । আপনার ঘরের দরজায় অথবা ব্যাল্কনিতেই এটা করতে হবে । সোশ্যাল ডিসত্যান্সিং এর যে লক্ষন রেখাকে কখনই ভাংলে চলবে না । করোনার চেন ভাংতে এটাই রাম বান ।
- এই কারনে ৫ ই এপ্রিল রাত ৯ টায় কিছুক্ষন একা বসে মা ভারতীর স্মরন করুন ১৩০ কোটি দেশবাসীর চেহারার কল্পনা করুন । ১৩০ কোটি দেশ বাসীর ঐক্যবদ্ধ শক্তির উপলব্ধি করুন । এটা আমাদের এই সঙ্কটের মধ্যে লড়াই করার ক্ষমতা দেবে । আর বিজয় হওয়ার আত্মবিস্বাসও দেবে ।
- আমাদের দেশে বলা হয় আমাদের উৎসাহের থেকে বড় শক্তি আর কিছু নেই । দুনিয়াতে এমন কিছুই নেই যা এই উৎসাহের থেকে পাবো না ।
- তাই আসুন সাথে মিলে করোনাকে হারায় ভারতকে বিজয়ি করি । অনেক অনেক ধন্যবাদ ।
আরও পড়ুনঃ করোনা মোকাবিলায় ৫ ই এপ্রিল রাত নটায় ঠিক কি করতে হবে ?
घर की सभी लाइटें बंद करके,
— PMO India (@PMOIndia) April 3, 2020
घर के दरवाजे पर या बालकनी में,
खड़े रहकर,
9 मिनट के लिए मोमबत्ती,
दीया,
टॉर्च या मोबाइल की फ्लैशलाइट जलाएं: PM @narendramodi #IndiaFightsCorona
সব খবর সবার আগে পেতে এখানে ক্লিক করুন ।
To know the news in English Language CLICK HERE
- WB Primary TET 2014 Panel ListWB Primary TET 2014 Panel List খুব শীঘ্রই প্রকাশিত হতে চলেছে ।আপনারা অবগত আছেন দীর্ঘ টালবাহানা কেস , আন্দোলনের পর সরকার সিদ্ধান্ত নেই প্রাথমিক শিক্ষক নিয়োগ করার ।
- WB Primary TET Admit Card 2021 DownloadWB Primary TET Admit Card 2021 Download : ৩১ শে জানুয়ারি পরীক্ষার অ্যাডমিট ডাউনলোড করতে হলে নিচের লিংকে ক্লিক করুন ।
- Amazon Great Republic Day Sale to begin on Jan 20 know Great offersAmazon Great Republic Day Sale : Amazon Republic Day Sale to begin 20 January 2021 and the offers will closed 23 January 2021.
- কেন্দ্রীয় সরকারের প্রতিরক্ষা মন্ত্রকে কর্মী নিয়োগ || আবেদন চলছেgtre recruitment : প্রতিরক্ষা মন্ত্রকের অধীন গ্যাস টারবাইন রিসার্চ এস্ট্যাবলিশমেন্ট ‘গ্ৰ্যাজুয়েট অ্যাপ্রেন্টিস’, ‘ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস’ ও
- প্রবেশনারি অফিসার পদে লোক নেওয়া হচ্ছে || যোগ্যতা – গ্র্যাজুয়েটecgc recruitment 2021 : কেন্দ্রীয় সরকারি সংস্থার ই.সি.জি.সি লিমিটেড ‘প্রবেশনারি অফিসার’ পদে ৫৯ জন লোক নিচ্ছে। যে কোনো শাখার গ্ৰ্যাজুয়েটরা আবেদন করতে পারেন।
- কলকাতা হাইকোর্টে ডাটা এন্ট্রি অপারেটর নিয়োগdata entry operator recruitment in west bengal : কলকাতা হাইকোর্টের অ্যাপেলেট সাইড ‘ডাটা এন্ট্রি অপারেটর’ পদে ১৫৩ জন ছেলেমেয়ে নেওয়া হচ্ছে।
- প্রকাশিত হল স্টাফ সিলেকশন কমিশন পরীক্ষার ( CGL ) বিস্তারিত তথ্যcombined graduate level examination : কেন্দ্রীয় সরকারের রেলওয়ে বোর্ড, পররাষ্ট্র মন্ত্রক, আর্মাড ফোর্সেস হেডকোয়ার্টার্স,
- প্রাইমারী টেট পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া শুরু হলwb primary tet admit card download : দীর্ঘ বছর ঝুলে থাকা প্রাইমারী টেট পরীক্ষা নিয়ে নতুন করে সরকার ভাবনা চিন্তা শুরু করেছে ।
- কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থা ম্যাজাগন ডক লিমিটেডে কর্মী নিয়োগcentral government jobs 2021 : কেন্দ্রীয় সরকারের অধীন সংস্থা ম্যাজাগন ডক লিমিটেড ‘অ্যাপ্রেন্টিস’ হিসাবে ৪১০ জন লোক নিচ্ছে।
- স্টেট ব্যাঙ্কে অফিসার নিয়োগ || বেতন ৪৫ হাজার টাকাsbi careers : স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সিস্টেম)’, ‘অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (সিকিউরিটি অ্যানালিস্ট)’, ও ‘ডিপুটি
- আপার প্রাইমারী নিয়োগ সংক্রান্ত নতুন ঘোষণা স্কুল সার্ভিস কমিশনের !wbssc issued new notification regarding upper primary recruitment : উচ্চ প্রাথমিকের নতুন করে শিক্ষক নিয়োগের জন্য জরুরি বিজ্ঞপ্তি জারি করল
- কোন পদ্ধতিতে নিয়োগ করা হবে ১৬৫০০ প্রাথমিক শিক্ষক ?wb primary teachers recruitment process : রাজ্যের প্রাথমিক স্কুলে প্রাইমারি টিচার পদে ১৬,৫০০ টি শূন্যপদের জন্য দরখাস্ত নেওয়া হচ্ছে।
- ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারে স্টাইপেন্ড ট্রেনি নিয়োগbarc stipendiary trainee recruitment : কেন্দ্রীয় সরকারের ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টার ‘স্টাইপেন্ডিয়ারি ট্রেনি (ক্যাটেগরি-।)’ ও ‘স্টাইপেন্ডি
- ১ লক্ষ যুবকের কর্ম সংস্থান এর ঘোষণা মুখ্যমন্ত্রীরThe Cm Mamata Banerjee announced the 1 lakh youth employment : বীরভূমে ডেউচা পাঁচামি কয়লাখনি ব্লকের কাজ নিয়ে দীর্ঘ সময় ধরে চলছে জটিলতা ।
- উচ্চ প্রাথমিকে ভেরিফিকেশন প্রক্রিয়া || কি কি নথি লাগবে জানুন ?upper primary latest news : আগামী ৪ জানুয়ারি থেকে শুরু হচ্ছে উচ্চ প্রাথমিকের নথি যাচাই বা ভেরিফিকেশন প্রক্রিয়া । এনিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে স্কুল সার্ভিস কমিশন।
- ব্যাঙ্ক এ ‘ম্যানেজমেন্ট ট্রেনি’ পদে নিয়োগ || বেতন ৪০ হাজার টাকাbanking jobs : এক্সপোর্ট ইমপোর্ট ব্যাঙ্ক ‘ম্যানেজমেন্ট ট্রেনি’ পদে ৬০ জন লোক নিচ্ছে।কারা কোন পদের জন্য যোগ্য :–
- শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি || আর্মি পাবলিক স্কুলেarmy public school recruitment : ব্যারাকপুর আর্মি পাব্লিক স্কুল পোস্ট গ্ৰ্যাজুয়েট টিচার, ট্রেন্ড গ্ৰ্যাজুয়েট টিচার, কম্পিউটার টিচার ও
- বিমানবাহিনীতে ১৬৯ অফিসার || যোগ্যতা গ্র্যাজুয়েটindian air force recruitment 2021 : ভারতীয় বিমানবাহিনী তে শর্ট সার্ভিস কমিশনে ‘ফ্লাইং ব্রাঞ্চ’, ‘গ্ৰাউন্ড ডিউটি (টেকনিক্যাল)’,
- আগামী জানুয়ারি মাসে ১৪ দিন ব্যাঙ্ক বন্ধ থাকবে ! দেখে নিন তারিখ গুলি !bank holidays : পূর্বেকার দিনে এমন প্রায়ই ব্যাঙ্কে গিয়ে জানা যেত আজ ব্যাঙ্ক বন্ধ । এক্ষেত্রে একদিকে যেমন সময় নষ্ট হত
- নেভিতে ১২১জন অফিসার || যোগ্যতা সায়েন্স শাখায় গ্র্যাজুয়েটnavy recruitment 2021 : ভারতীয় নৌবাহিনী পার্মানেন্ট কমিশনে এক্সিকিউটিভ ব্রাঞ্চে (ন্যাভাল আর্মামেন্ট ইন্সপেকশন ক্যাডার) ও শট সার্ভিস কমিশনে
- ৭২ মাল্টি টাস্কিং স্টাফ || যোগ্যতা মাধ্যমিক পাশmultitasking staff examination 2020 : গয়ার অফিসার্স ট্রেনি অ্যাকাডেমি ক্যাডেট অর্ডারলি, কুক, সাইকেল রিপেয়াস, গ্ৰাউন্ডসম্যান, এম.টি.এস চৌকিদার, এম.টি.এস গার্ডেনার, এম.টি.এস সাফাইওয়ালা ও ওয়াশারম্যান পদে ৭২ জন লোক নিচ্ছে।