
রাজ্যের দুয়ারে ত্রান প্রকল্প । বিরাট ঘোষণা মমতার
duare tran prakalpa mamata banerjee announced : পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে বহু বারই নানা প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। আর সেই প্রত্যেকটি সময়েয় সামনের সারিতে দেখা গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। প্রত্যেক বারই তিনি নিজেই নবান্নে তৈরি কন্ট্রোলরুমে বসে গোটা পরিস্থিতি দেখে দরকারি পরামর্শ দিয়েছেন। ফণী’, ‘আমফান’-এর মতো শক্তিশালী ঘুর্ণিঝড়ের সময় তাঁর ভীষন রকমের সক্রিয়তা দেখা গিয়েছিল। আর এবারও ‘ইয়াস’ ঘূর্ণিঝড়ের সময়েও টানা দুদিন তিনি নিজে নবান্নের কন্ট্রোল রুমে উপস্থিত থেকে ক্ষয়ক্ষতি কতটা, তা দেখে বুঝে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
Join Our NIOS NEWS Official Whatsapp Group
নিজে উপস্থিত থেকে যেহেতু ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষ্য করেছেন তাই ইয়াস এর ২৪ ঘন্টার মধেই ক্ষয়ক্ষতির হিসাব করে নিতে সক্ষম হয়েছেন। আর আজ সাংবাদিক সম্মেলনে সেই ক্ষয়ক্ষতির পরিমাণ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। প্রায় ১৫হাজার কোটি টাকা।
বিধ্বস্ত এলাকার ক্ষতিপূরণ করার জন্য মাত্র একদিনের মাথাতেই ব্লুপ্রিন্ট তৈরি করতে শুরু করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তিনি আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন, ইয়াস এর বিপর্যয় কাটলেই সবচেয়ে দ্রুত উদ্ধারকাজ, ক্ষতিপূরণের কাজ শুরু হবে।
আজই ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন দপ্তরের সচিবদের থেকে ক্ষতির পরিমান জেনে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, ১.১৬ লক্ষ হেক্টর কৃষিজমির ক্ষতি হয়েছে। তার আর্থিক ক্ষতি প্রায় ২০০০ কোটি টাকা।
CLICK TO JOIN – PRIMARY TET WHATSAPP GROUP
তাছাড়াও ইয়াস এর আগে পরে আশেপাশের এলাকায় নিম্নচাপ ও টর্নেডো তৈরি হওয়ায় বহু কাঁচা বাড়ি ভেঙে গেছে। ক্ষতি হয়েছে বহু বাড়ির।
এছাড়া ‘যশ’-এর আগে,পরে স্থানীয় স্তরে বিভিন্ন জায়গায় টর্নেডো তৈরি হওয়ায় প্রচুর বাড়ির ক্ষতি হয়েছে, ভেঙে গিয়েছে কাঁচাবাড়ি। এই পরিস্থিতিতে কীভাবে ক্ষতিপূরণের কাজ হবে, তার একটা ধারণাও স্থির করে দিলেন মুখ্যমন্ত্রী।
আপাতত রাজ্যের তরফ থেকে ১০০০ কোটি টাকা দিয়ে এই কাজ শুরু করা হবে। এব্যাপারে মুখ্যসচিবের নেতৃত্বে তৈরি করলেন টাস্ক ফোর্স। মুখমন্ত্রী কড়া নির্দেশ দিয়ে জানান, এই বরাদ্দ টাকা যেন ঠিক মত খরচ করা হয়। আর এই ত্রাণের টাকা পৌঁছে দিতে শুরু হবে সরকারের ‘দুয়ারে ত্রাণ’ প্রকল্প৷
‘দুয়ারে সরকার’-এর আদলে ‘দুয়ারে ত্রাণ’ বিলি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে জল ঢুকে ঘরবাড়ি, চাষের জমির প্রভূত ক্ষতি হয়েছে৷ যাবতীয় ক্ষয়ক্ষতি পৃথক পৃথক ভাবে সার্ভে করা হবে৷ এর জন্য দুয়ারে সরকারের মতো দুয়ারে ত্রাণ প্রকল্প নেওয়া হয়েছে৷ মুখ্যমন্ত্রী জানান, এই সুবিধা গ্রাম পঞ্চায়েত এলাকাতেও যেমন থাকবে, তেমনই ব্লক স্তরেও থাকবে৷ তবে এই প্রকল্প সম্পূর্ণভাবে চালাবে রাজ্য সরকার৷
কীভাবে ত্রাণ ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে, তা বিস্তারিত জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৩ থেকে ১৮ জুন ‘দুয়ারে ত্রাণ’ শিবিরে ক্ষতিগ্রস্তদের আবেদন নেওয়া হবে। কারও মাধ্যমে নয়, যিনি ক্ষতিগ্রস্ত, তিনি সরাসরিই আবেদন জানাতে পারবেন। তবে কারও মুখের কথায় ত্রাণ বণ্টন হবে না৷ দাবি খতিয়ে দেখার পরেই মিলবে প্রাপ্য সাহায্য৷
এরপর ১৯ থেকে ৩০ জুন – এই সময়ে আবেদনগুলি খতিয়ে দেখা হবে। এরপর ১ জুলাই থেকে ৮ জুলাইয়ের মধ্যে ব্যাঙ্কের মাধ্যমে সরাসরি ক্ষতিগ্রস্তদের কাছে ত্রাণের সাহায্য পৌঁছে দেওয়া হবে৷
গত বছরের আমফানের ত্রানের দুর্নীতির অভিযোগ নিয়ে কলকাতা হইকোর্টে এখনো মামলা চলছে। তাই এবারে যেন আর কোনো রকম কোনো অভিযোগ না ওঠে, সেই জন্যই ত্রানে স্বচ্ছতা বজায় রাখতে মুখ্যমন্ত্রী এই পরিকল্পনা নিয়েছেন।
শিক্ষা , চাকরি ও ব্যবসা সংক্রান্ত খবরের সেরা ঠিকানা কর্মসাথী ডট কম !
- Krishnanagar Webel IT Park এ ভর্তি শুরু হয়েছে।Spread the loveKrishnanagar Webel IT Park এ ভর্তি শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের রাজ্য কারিগরি শিক্ষা ও বৃত্তিমূলক শিক্ষা ও দক্ষতা বিকাশ (West Bengal State Council of Technical & Vocational Education And Skill Development) দপ্তরের নিয়ন্ত্রণে ও ব্যবস্থাপনায় Krishnagar Webel IT Park এ অ্যাডভান্সড ডিপ্লোমা ইন ফায়ার সেফটি ম্যানেজমেন্ট কোর্সে ২০২১-২২ সেশনে ভর্তি শুরু হয়েছে। দেড় …
- আই.আই.টি কানপুর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে লোক নিয়োগSpread the loveআই.আই.টি কানপুর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে লোক নিয়োগ আই.আই.টি কানপুর জুনিয়র অ্যাসিস্ট্যান্ট পদে ৩১ জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য : যে কোনো শাখার গ্ৰ্যাজুয়েটরা কম্পিউটার অ্যাপ্লিকেশনে জ্ঞান থাকলে যোগ্য। ডিগ্ৰি কোর্সে ৫০% নম্বর থাকলে আর ১-২ বছরের অভিজ্ঞতা থাকলে ভালো হয়। বয়স হতে হবে ১৬-১১-২০২১ এর হিসাবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে। …
- দক্ষিণ মধ্য রেলে লোক নিয়োগSpread the loveদক্ষিণ মধ্য রেলে লোক নিয়োগ দক্ষিণ মধ্য রেল ‘অ্যাপ্রেন্টিস’ হিসাবে ৪,১০৩ জন লোক নিচ্ছে। নেওয়া হবে এইসব ট্রেডে : এ.সি মেকানিক, কার্পেন্টার, ডিজেল মেকানিক, ইলেক্ট্রিশিয়ান, ইলেক্ট্রনিক মেকানিক, ফিটার, মেশিনিস্ট, এম.এম.টি.এম, কে.এম.ডব্লু, পেইন্টার, ওয়েন্ডার। কারা কোন ট্রেডের জন্য যোগ্য। কোনো স্বীকৃত পর্যদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অন্তত ৫০% নম্বর পেয়ে মাধ্যমিক পাশ ছেলেরা এন.সি.ভি.টি …
- নভেম্বর মাসে 17 দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক । জানুন বিস্তারিতSpread the loveননভেম্বর মাসে 17 দিন বন্ধ থাকছে ব্যাঙ্ক । জানুন বিস্তারিত আগামী মাসে ব্যাঙ্কের কোন গুরুত্বপূর্ণ কাজ করার পরিকল্পনা রয়েছে । তাহলে এই খবরটি জেনে রাখা অত্যন্ত জরুরি । নভেম্বর মাসে 17 দিন বন্ধ থাকবে ব্যাংক । রিজার্ভ ব্যাঙ্কের নির্দেশ বাংলায় বেশ কয়েক দিন বন্ধ থাকবে ব্যাংক । দুর্গাপূজা …
- কলকাতার বঙ্গীয় বিজ্ঞান পরিষদে ভর্তি নিচ্ছেSpread the loveকলকাতার বঙ্গীয় বিজ্ঞান পরিষদে ভর্তি নিচ্ছে কলকাতার বঙ্গীয় বিজ্ঞান পরিষদে ‘লাইব্রেরি সায়েন্সে’র সার্টিফিকেট কোর্সে ভর্তি শুরু হয়েছে। উচ্চমাধ্যমিক পাশরা যোগ্য। দরখাস্তের ফর্ম সহ বিস্তারিত তথ্য পাবেন ২৩ অক্টোবরের থেকে ১৩ নভেম্বর পর্যন্ত বেলা ১২ টা থেকে ৫ টার মধ্যে। এছাড়াও অনলাইনে ফর্ম পাবেন। যোগাযোগের ঠিকানা : বঙ্গীয় বিজ্ঞান পরিষদ, পি – ১৩৪, সি.আই.টি …