DMCA.com Protection Status

Join Whatsapp Group

রাজ্যের দুয়ারে ত্রান প্রকল্প । বিরাট ঘোষণা মমতার

Spread the love
duare tran prakalpa mamata banerjee announced
duare tran prakalpa mamata banerjee announced

রাজ্যের দুয়ারে ত্রান প্রকল্প । বিরাট ঘোষণা মমতার

duare tran prakalpa mamata banerjee announced : পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে বহু বারই নানা প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়েছে। আর সেই প্রত্যেকটি সময়েয় সামনের সারিতে দেখা গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। প্রত্যেক বারই তিনি নিজেই নবান্নে তৈরি কন্ট্রোলরুমে বসে গোটা পরিস্থিতি দেখে দরকারি পরামর্শ দিয়েছেন। ফণী’, ‘আমফান’-এর মতো শক্তিশালী ঘুর্ণিঝড়ের সময় তাঁর ভীষন রকমের সক্রিয়তা দেখা গিয়েছিল। আর এবারও ‘ইয়াস’ ঘূর্ণিঝড়ের সময়েও টানা দুদিন তিনি নিজে নবান্নের কন্ট্রোল রুমে উপস্থিত থেকে ক্ষয়ক্ষতি কতটা, তা দেখে বুঝে নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Join Our NIOS NEWS Official Whatsapp Group

নিজে উপস্থিত থেকে যেহেতু ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষ্য করেছেন তাই ইয়াস এর ২৪ ঘন্টার মধেই ক্ষয়ক্ষতির হিসাব করে নিতে সক্ষম হয়েছেন। আর আজ সাংবাদিক সম্মেলনে সেই ক্ষয়ক্ষতির পরিমাণ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী। প্রায় ১৫হাজার কোটি টাকা।

বিধ্বস্ত এলাকার ক্ষতিপূরণ করার জন্য মাত্র একদিনের মাথাতেই ব্লুপ্রিন্ট তৈরি করতে শুরু করে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও তিনি আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন, ইয়াস এর বিপর্যয় কাটলেই সবচেয়ে দ্রুত উদ্ধারকাজ, ক্ষতিপূরণের কাজ শুরু হবে।

আজই ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিভিন্ন দপ্তরের সচিবদের থেকে ক্ষতির পরিমান জেনে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় জানান, ১.১৬ লক্ষ হেক্টর কৃষিজমির ক্ষতি হয়েছে। তার আর্থিক ক্ষতি প্রায় ২০০০ কোটি টাকা।

CLICK TO JOIN – PRIMARY TET WHATSAPP GROUP

তাছাড়াও ইয়াস এর আগে পরে আশেপাশের এলাকায় নিম্নচাপ ও টর্নেডো তৈরি হওয়ায় বহু কাঁচা বাড়ি ভেঙে গেছে। ক্ষতি হয়েছে বহু বাড়ির।
এছাড়া ‘যশ’-এর আগে,পরে স্থানীয় স্তরে বিভিন্ন জায়গায় টর্নেডো তৈরি হওয়ায় প্রচুর বাড়ির ক্ষতি হয়েছে, ভেঙে গিয়েছে কাঁচাবাড়ি। এই পরিস্থিতিতে কীভাবে ক্ষতিপূরণের কাজ হবে, তার একটা ধারণাও স্থির করে দিলেন মুখ্যমন্ত্রী।

আপাতত রাজ্যের তরফ থেকে ১০০০ কোটি টাকা দিয়ে এই কাজ শুরু করা হবে। এব্যাপারে মুখ্যসচিবের নেতৃত্বে তৈরি করলেন টাস্ক ফোর্স। মুখমন্ত্রী কড়া নির্দেশ দিয়ে জানান, এই বরাদ্দ টাকা যেন ঠিক মত খরচ করা হয়। আর এই ত্রাণের টাকা পৌঁছে দিতে শুরু হবে সরকারের ‘দুয়ারে ত্রাণ’ প্রকল্প৷

‘দুয়ারে সরকার’-এর আদলে ‘দুয়ারে ত্রাণ’ বিলি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে জল ঢুকে ঘরবাড়ি, চাষের জমির প্রভূত ক্ষতি হয়েছে৷ যাবতীয় ক্ষয়ক্ষতি পৃথক পৃথক ভাবে সার্ভে করা হবে৷ এর জন্য দুয়ারে সরকারের মতো দুয়ারে ত্রাণ প্রকল্প নেওয়া হয়েছে৷ মুখ্যমন্ত্রী জানান, এই সুবিধা গ্রাম পঞ্চায়েত এলাকাতেও যেমন থাকবে, তেমনই ব্লক স্তরেও থাকবে৷ তবে এই প্রকল্প সম্পূর্ণভাবে চালাবে রাজ্য সরকার৷

কীভাবে ত্রাণ ঘরে ঘরে পৌঁছে দেওয়া হবে, তা বিস্তারিত জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগামী ৩ থেকে ১৮ জুন ‘দুয়ারে ত্রাণ’ শিবিরে ক্ষতিগ্রস্তদের আবেদন নেওয়া হবে। কারও মাধ্যমে নয়, যিনি ক্ষতিগ্রস্ত, তিনি সরাসরিই আবেদন জানাতে পারবেন। তবে কারও মুখের কথায় ত্রাণ বণ্টন হবে না৷ দাবি খতিয়ে দেখার পরেই মিলবে প্রাপ্য সাহায্য৷

এরপর ১৯ থেকে ৩০ জুন – এই সময়ে আবেদনগুলি খতিয়ে দেখা হবে। এরপর ১ জুলাই থেকে ৮ জুলাইয়ের মধ্যে ব্যাঙ্কের মাধ্যমে সরাসরি ক্ষতিগ্রস্তদের কাছে ত্রাণের সাহায্য পৌঁছে দেওয়া হবে৷

গত বছরের আমফানের ত্রানের দুর্নীতির অভিযোগ নিয়ে কলকাতা হইকোর্টে এখনো মামলা চলছে। তাই এবারে যেন আর কোনো রকম কোনো অভিযোগ না ওঠে, সেই জন্যই ত্রানে স্বচ্ছতা বজায় রাখতে মুখ্যমন্ত্রী এই পরিকল্পনা নিয়েছেন।

শিক্ষা , চাকরি ও ব্যবসা সংক্রান্ত খবরের সেরা ঠিকানা কর্মসাথী ডট কম !

  • CPPRI Recruitment 2023 : কেন্দ্রীয় কাগজ অনুসন্ধান সংস্থায় কর্মী নিয়োগ
    Spread the loveCPPRI Recruitment 2023 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Telegram গ্রুপ Join Now CPPRI Recruitment 2023 সমস্ত … Read more
  • Asha Karmi Apply Opportunity : আশাকর্মী নিয়োগে পুনরায় আবেদন শুরু! কারা পাচ্ছেন সুযোগ?
    Spread the loveAsha Karmi Apply Opportunity : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাকে স্বাগত জানাই । আমরা নিয়মিত আপনাদের চাকরি , ব্যবসা , সরকারি প্রকল্প , ইনকামের বিভিন্ন পদ্ধতি কথা আমাদের প্রতিবেদনের মধ্যে দিয়ে প্রকাশ করে থাকি । আজ আপনাদের সামনে নতুন একটি জেলার আশা কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম । আমাদের … Read more
  • AIIMS Kalyani Recruitment : কল্যাণী এইমসে উচ্চমাধ্যমিক পাশে কর্মী নিয়োগ
    Spread the loveAIIMS Kalyani Recruitment : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Telegram গ্রুপ Join Now AIIMS Kalyani Recruitment সমস্ত … Read more
  • Multi Tasking Staff : ন্যাশানাল ইনস্টিটিউট অফ প্ল্যান্ট জিনোম রিসার্চে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ
    Spread the loveMulti Tasking Staff : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Telegram গ্রুপ Join Now Multi Tasking Staff সমস্ত … Read more
  • Gorkha Training Centre Recruitment : গোর্খা ট্রেনিং সেন্টারে মাধ্যমিক পাশে কর্মী নিয়োগ
    Spread the loveGorkha Training Centre Recruitment : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Telegram গ্রুপ Join Now Gorkha Training Centre … Read more