
প্রবেশনারি অফিসার পদে লোক নেওয়া হচ্ছে || যোগ্যতা – গ্র্যাজুয়েট
ecgc recruitment 2021 : কেন্দ্রীয় সরকারি সংস্থার ই.সি.জি.সি লিমিটেড ‘প্রবেশনারি অফিসার’ পদে ৫৯ জন লোক নিচ্ছে। যে কোনো শাখার গ্ৰ্যাজুয়েটরা আবেদন করতে পারেন।
আমাদের গ্রুপে জয়েন করতে এখানে ক্লিক করুন !
বয়স :-
বয়স হতে হবে ১-১-২০২১’এর হিসাবে ২১ থেকে ৩০ বছরের মধ্যে অর্থাৎ, জন্ম-তারিখ হতে হবে ২-১-১৯৯১ থেকে ১-১-২০০০’এর মধ্যে। তপশিলীরা ৫ বছর, ও.বি.সি-রা ৩ বছর ও প্রতিবন্ধী ১০ বছর বয়সে ছাড় পাবেন।
শূন্যপদ:–
৫৯ টি (জেনাঃ ২৫,ই.ডব্লু.এস ৫, ও.বি.সি ১৫, তঃজাঃ ৯, তঃউঃজাঃ ৪)।
মূল মাইনে :-
৩২,৭৯৫–৬২,৩১৫ টাকা।
প্রার্থী বাছাই পদ্ধতি –
প্রার্থী বাছাইয়ের অনলাইনে টেস্ট হবে ১৪ মার্চ। পরীক্ষা হবে পূর্ব ভারতে কলকাতা, গুয়াহাটি, ভুবনেশ্বরে। ২০০ নম্বরের ২০০ টি প্রশ্ন হবে এইসব বিষয়ে :- রিজনিং এবিলিটি, ইংলিশ ল্যঙ্গোয়েজ, জেনারেল নলেজ, জেনারেল অ্যাওয়ারনেস, কোয়ান্টিটেটিভ অ্যাপ্টিটিউট। সময় থাকবে ২ ঘন্টা ২০ মিনিট। কল লেটার ডাইনলোড করতে পারবেন মার্চের প্রথম সপ্তাহ থেকে। ফল বেরোবে ২০-৩১ মার্চের মধ্যে। সফল হলে ৬০ নম্বরের ইন্টারভিউ হবে মুম্বাইয়ে, এপ্রিল মাস নাগাদ। চূড়ান্ত ফল বেরোবে এপ্রিল/ মে মাস নাগাদ। প্রি-এক্সামিনেশন ট্রেনিং হবে ফেব্রুয়ারির দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে। প্রি-এক্সামিনেশন ট্রেনিংয়ের অ্যাডমিট কার্ড ডাইনলোড করতে পারবেন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ থেকে।
দরখাস্ত করবেন অনলাইনে, ৩১ জানুয়ারির মধ্যে।
এই ওয়েবসাইটে:
আরো বিস্তারিত তথ্য পাবেন উপরের ওই ওয়েবসাইটে।
শিক্ষা চাকরি ও ব্যবসা সংক্রান্ত খবরের সেরা ঠিকানা কর্মসাথী ডট কম !
- ASHA Karmi Recruitment 2023 purba bardhaman district : রাজ্যের ব্লকে ব্লকে আশাকর্মী নিয়োগ । মাধ্যমিক ফেল হলেও আবেদনের যোগ্য ।ASHA Karmi Recruitment 2023 purba bardhaman district : রাজ্যের ব্লকে ব্লকে আশাকর্মী নিয়োগ । মাধ্যমিক ফেল হলেও আবেদনের যোগ্য ।
- Mahila Samman Saving Certificate : মহিলা সম্মান সঞ্চয় প্রকল্প ।Mahila Samman Saving Certificate : মহিলা সম্মান সঞ্চয় প্রকল্প । বাজেটে মহিলাদের জন্য নতুন প্রকল্প । ২ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের সুযোগ !
- Axis Bank Recruitment 2023 : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ব্যাঙ্কে প্রচুর কর্মী নিয়োগ । যোগ্যতা উচ্চ-মাধ্যমিক ।Axis Bank Recruitment 2023 : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ব্যাঙ্কে প্রচুর কর্মী নিয়োগ । যোগ্যতা উচ্চ-মাধ্যমিক ।
- Primary TET 2022 OMR Sheet PDF Safety : প্রাইমারি টেট ২০২২ ও.এম.আর শিট সংক্রান্ত পর্ষদের গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি ।Primary TET 2022 OMR Sheet PDF Safety : প্রাইমারি টেট ২০২২ ও.এম.আর শিট সংক্রান্ত পর্ষদের গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি ।
- Teacher Recruitment in Batikar Abhedananda Vidyapith : রাজ্যের স্কুলে শিক্ষক নিয়োগ । সরকারি নিয়ম অনুসারে বেতন পাবেন ।Teacher Recruitment in Batikar Abhedananda Vidyapith : রাজ্যের স্কুলে শিক্ষক নিয়োগ । সরকারি নিয়ম অনুসারে বেতন পাবেন ।