DMCA.com Protection Status

Join Whatsapp Group

Eshram Card : নিয়মিত পেনশন পেতে এই প্রকল্পে নাম লেখান । জানুন খুঁটিনাটি ।

Spread the love
Eshram Card
Eshram-Card

Eshram Card : নিয়মিত পেনশন পেতে এই প্রকল্পে নাম লেখান । জানুন খুঁটিনাটি ।

অবসর গ্রহণের পর ভবিষ্যতের দিন যাপন কিভাবে করবেন, তার পরিকল্পনা কর্মজীবন থেকেই করে নিতে হয়। যারা সরকারি ক্ষেত্রে চাকরি করেন তাদের কথা একটু আলাদা। কারণ তাদের অধিকাংশই চাকরি থেকে অবসর নেওয়ার পর প্রতি মাসে নিয়মিত পেনশন বা এককালীন মোটা অংকের টাকা পেয়ে থাকেন।

Join Our Whatsapp Group – Click Here

সমস্যায় পড়েন তারা, যারা বেসরকারি জায়গায় কাজ করেন, বিভিন্ন অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক যারা, তাদের সেই অর্থে অবসর গ্রহণের পরে পুরোপুরি হাত ফাঁকাই থেকে যায়। কিছুই মেলেনা। সমস্যা শুরু হয় তখন থেকেই। যতদিন শরীর চলে, কাজ করতে পারেন, ততদিন কোনোরকমে কষ্টে দিন গুজরান করা যায়।

কিন্তু বয়স বাড়লেই ধীরে ধীরে সেই ক্ষমতা হারিয়ে যায়। ফলে সেই সময়ে কিভাবে আর্থিক প্রয়োজন মেটানো যাবে, সেই চিন্তায় স্বাভাবিকভাবেই বিভ্রান্ত হয়ে যান সেই মানুষটি। আর সেই দিকে নজর দিয়েই কেন্দ্রীয় সরকারের তরফে অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকদের জন্য বিশেষ প্রকল্প আনা হয়েছে।

 যে প্রকল্পে ৬০ বছর বয়সের পরে পেনশন এবং বিভিন্ন ধরনের আর্থিক সুবিধা ও সামাজিক সুরক্ষা পাওয়া যেতে পারে। এবার সেই প্রকল্প সম্বন্ধে বিস্তারিত জেনে নেওয়া যাক।

প্রকল্পটির নাম- 

E-Shram Yojana বা শ্রমিক কার্ড প্রকল্প।

 প্রকল্পের শুরু– 

কেন্দ্রীয় সরকার ২০২১ সালের অগাস্ট মাসে Shramik Card প্রকল্প শুরু করে।

প্রকল্পের উদ্দেশ্য– 

ই-শ্রম যোজনা প্রকল্পের মূল উদ্দেশ্য হলো, দেশের বিভিন্ন ক্ষেত্রের যত অসংগঠিত শ্রমিক বা কর্মী রয়েছেন, তাদের পেনশন, আর্থিক সুবিধা এবং সুরক্ষা দেওয়ার জন্য তালিকা প্রস্তুত করা।

 প্রকল্পে কি কি সুবিধা পাওয়া যাবে:

 * এই প্রকল্পে ৬০ বছর বয়স পার হলেই নথিভূক্ত অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকরা নিয়মিত পেনশন পাবেন।

 * কেউ মারা গেলে বা শারীরিকভাবে অক্ষম হলে সেই পরিবারকে নির্দিষ্ট আর্থিক সুরক্ষা দেওয়া হবে।

আরও পড়ুনঃ Jio Careers : এবার জিও কোম্পানি বাড়িতে বসেই ৩০ হাজার টাকা ইনকামের সুযোগ দিচ্ছে । যোগ্যতা মাধ্যমিক ।

 * ই শ্রম কার্ডের সঙ্গে রেশন কার্ডের লিংক করা থাকলে প্রতি মাসে ৫০০ টাকা থেকে ১ হাজার টাকা পর্যন্ত ক্ষেত্রবিশেষে পাওয়া যাবে।

  • এই যোজনায় শারীরিকভাবে অক্ষম হলে ১ লাখ টাকা পাওয়া যাবে।

 * মারা গেলে ২ লক্ষ টাকার Death Insurance পাবে পরিবার।

Join Our Whatsapp Group – Click Here

 * এই প্রকল্পে UAN নম্বর সহ আরো বেশ কিছু সুবিধা, সংশ্লিষ্ট রাজ্য থেকে দেওয়া হয়।

 * কার্ডহোল্ডারের পরিবারের কম বয়সী সদস্যদের বিনামূল্যে সাইকেল, সেলাই মেশিন ইত্যাদি দেওয়া হয়।

 কারা এই সুবিধা পেতে পারেন:

 * ১৬ থেকে ৫৯ বছর বয়সি যে কোনো ব্যক্তি এই প্রকল্পের সুবিধা পাবেন।

 * অবশ্যই যেকোনো অসংগঠিত ক্ষেত্রের শ্রমিক হতে হবে। যেমন, (রাজমিস্ত্রি, জোগাড়ে, ড্রাইভার, খালাসী, কন্ডাক্টার, রিকশাচালক, ভ্যান চালক, টোটো চালক, অটোচালক, ইলেকট্রিক মিস্ত্রি, ছুতোর, জলের পাইপ লাইনের মিস্ত্রি, রঙের মিস্ত্রি, চাষের জমিতে কাজ করা শ্রমিক, হোটেল কর্মী, রেস্তোরাঁ কর্মী, যেকোনো দোকান কর্মী, ফেরিওয়ালা, ট্রেনের হকার, ফুটপাতের বিক্রেতা, সাইকেল, রিক্সা, অটো, টোটো সহ যানবাহন সারাইয়ের মিস্ত্রি, সহ আরো একাধিক ক্ষেত্রের শ্রমিক)

আরও পড়ুনঃ Karmai Dharma Scheme : বেকার যুবক-যুবতীদের মোটরবাইক বা স্কুটি দেওয়া হবে এই নয়া প্রকল্পে । জানুন বিস্তারিত !

 কারা সুবিধা পাবেন না:

 যারা আয়কর দেন তারা এই সুবিধা পাবেন না।

 যারা EPFO এবং ESIC-র জন্য নথিভুক্ত রয়েছেন তারাও এই সুবিধা পাবেন না।

 আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস:

 * আধার কার্ড (অবশ্যই ব্যাংক অ্যাকাউন্ট এবং মোবাইল নম্বরের সঙ্গে আধার কার্ডের লিংক করা থাকতে হবে)

 * যেখানে কাজ করেন, সেই অসংগঠিত ক্ষেত্রের শ্রমিকের বিস্তারিত বিবরণ।

 কিভাবে আবেদন করবেন:

  •  এই প্রকল্পে অনলাইনে আবেদন করা যায়। সেক্ষেত্রে প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক নিচে দেওয়া হল ।
  •  এরপরে মোবাইল নম্বরে OTP আসবে।
  •  ওটিপির নম্বর দেওয়ার পরেই রেজিস্ট্রেশন সম্পূর্ণ করা যাবে।
  •  নিজের নাম, ঠিকানা, শিক্ষাগত যোগ্যতা, কি কাজ করেন, এই তথ্য পূরণ করতে হবে।
  •  এরপরে ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দিয়ে সাবমিট করতে হবে।
  •  যেখানে এই তথ্য পূরণ করে সাবমিট করা হবে, সেখান থেকেই শ্রম কার্ড ডাউনলোড করা যাবে। ডাউনলোড করার সময়ও ওটিপি চাইবে, সেই ওটিপি নির্দিষ্ট মোবাইল নম্বরে আসবে। সেটা দেওয়ার পরেই এই কার্ড ডাউনলোড করা যাবে।

যারা নিজেরা অনলাইনে করতে পারবেন না, তারা নিকটবর্তী যে কোন Common Service Center বা CSC-তে গিয়ে নিজের সমস্ত তথ্য দেখিয়ে আবেদন করতে পারবেন।

অফিসিয়াল ওয়েবসাইট – Click to Apply

এইধরনের শিক্ষা , চাকরি , ব্যবসা , সরকারি প্রকল্প , রেল , ব্যাঙ্ক তথা রাজ্য এবং দেশের ট্রেণ্ডিং খবরের আপডেট পেতে আমাদের Whatsapp গ্রুপে জয়েন করুন । নিচে লিংক দেওয়া হল –

Join Our Whatsapp Group – Click Here

  • Sainik School Job Vacancy 2024 : সৈনিক স্কুলে কর্মী নিয়োগ
    Spread the loveSainik School Job Vacancy 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা , সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook …

    Continue reading

  • Dist Judge Court Recruitment : ইন্টারভিউয়ের মাধ্যমে জেলা আদালতে এইট পাশে কর্মী নিয়োগ
    Spread the loveDist Judge Court Recruitment : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল …

    Continue reading

  • NPCIL Recruitment 2024 : ইন্টারভিউয়ের মাধ্যমে পারমাণবিক শক্তি বিভাগে কর্মী নিয়োগ
    Spread the loveNPCIL Recruitment 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল Join …

    Continue reading

  • BGSYS Recruitment 2024 : গ্রাম স্বরাজ যোজনা সোসাইটিতে প্রচুর শূন্যপদে কর্মী নিয়োগ
    Spread the loveBGSYS Recruitment 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল Join …

    Continue reading

  • Handyman Vacancy 2024 : এয়ারপোর্টে সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ
    Spread the loveHandyman Vacancy 2024 : বন্ধুরা কর্মসাথী ডট কমের আরও একটি প্রতিবেদনে আপনাদের স্বাগত জানাই । আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি, ব্যবসা, সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি । আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম । আমাদের Whatsapp গ্রুপ Join Now আমাদের Whatsapp চ্যানেল Join Now আমাদের Facebook চ্যানেল Join …

    Continue reading