DMCA.com Protection Status

Join Whatsapp Group

সরকারের বিরাট ঘোষণা বিনামূল্যে আগামী তিনমাস রান্নার গ্যাস পাবেন

Spread the love
Free LPG Cylinders for three months under Pradhan Mantri Ujjwala Yojana
Pradhan Mantri Ujjwala Yojana

সরকারের বিরাট ঘোষণা বিনামূল্যে আগামী তিনমাস রান্নার গ্যাস পাবেন

Free LPG Cylinders for three months under Pradhan Mantri Ujjwala Yojana : করোনা ভাইরাসের জেরে সারা দেশ জুড়ে একুশ দিনের লক ডাউন ঘোষণা করা হয়েছে । আর এর দ্বারা দেশের একটা বড় অংশের মানুষ ক্ষতিগ্রস্থ হতে চলেছে ।

সেই ক্ষতি কিছুটা পূরণের উদ্দেশ্যে এবার কেন্দ্রীয় সরকারের তরফে ঘোষণা করা হল আগামী তিনমাস বিনামুল্যে রান্নার গ্যাস সরবরাহ করা হবে উজ্বলা যোজনার মাধ্যমে ।

প্রধানমন্ত্রী উজ্বলা যোজনার ঘোষণা করেছিলেন দেশের গরীব মানুষেরাও যার মাধ্যমে রান্নার গ্যাস পান । আর এবার এই লক ডাউনের পরিস্থিতির কারনে সেই উজ্বলা যোজনার মাধ্যমে সরবরাহ করা হবে বিনামুল্যে রান্নার গ্যাস ।

এই উজ্বলা যোজনার সুবিধা ভোগ করেন প্রায় ৮৩ মিলিয়ন মানুষ । যাদের মধ্যে সব থেকে বেশি গ্রাহক রয়েছে উত্তর প্রদেশে । এই রাজ্যের গ্রাহকসংখ্যা ১৫ মিলিয়ন । আর এবার এই যোজনার মাধ্যমেই উপকৃত হতে চলেছে দেশের লক্ষ লক্ষ পরিবার ।

কেন্দ্রীয় পেট্রলিয়াম মন্ত্রী জানিয়েছেন আমাদের এই অদৃশ্য শক্তির বিরুদ্ধে একসাথে লড়াই করতে হবে । আমাদের সরকার যাতে সমাজে এর কুপ্রভাব কাটানো যায় তার জন্য গুরুত্বপুর্ন পদক্ষেপ নিচ্ছে । তিনি আরও জানিয়েছেন প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার মাধ্যমে আগামী তিনমাস বিনামুল্যে রান্নার গ্যাস সরবরাহ করার ফলে লক্ষ লক্ষ মানুষ উপকৃত হবেন ।

উজ্জ্বলা যোজনা প্রথমে শুরু হয়েছিল বিপিএল গ্রাহকদের জন্য তারপর এটি বিস্তার করা হয় এপিএল দের জন্যও ।

করোনা ভাইরাসের মোকাবিলায় সরকার আগামীতে হয়তো আরও অনেক অভাবী পরিবাদের জন্য আরও অনেক প্যাকেজের ঘোষণা করতে পারে । এক্ষেত্রে যেহেতু সরকারের কাছে ব্যাঙ্ক আকাউন্ট নম্বরসহ আধার নম্বর সবই রয়েছে তাই সরাসরি গ্রাহকের আকাউন্টে শেই সুবিধা প্রদান করা খুব একটা অসুবিধার নয় ।

SOURCE: ECONOMIC TIMES

সব খবর সবার আগে পেতে এখানে ক্লিক করুন !