তপশিলীদের নিখরচায় প্লাস্টিক শিল্পের আবাসিক ট্রেনিং
পশ্চিমবঙ্গ তপশিলী জাতি, আদিবাসী ও অন্যান্য অনগ্ৰসর শ্রেণী উন্নয়ন ও বিত্তনিগম ও সিপেটের যৌথ উদ্যেগে রাজ্যের তপশিলী সম্প্রদায়ের ছেলেমেয়েদের প্লাস্টিক শিল্পের দক্ষতা বাড়ানোর ৪ টি ট্রেডে ট্রেনিং দেওয়া হচ্ছে। এইসব ট্রেড হল ― ১. মেশিন অপারেটর ইনজেকশন মোল্ডিং ২. মেশিন অপারেটর -এক্সট্রুশন প্রসেস ৩. মেশিন অপারেটর প্লাস্টিক প্রসেসিং ৪.মেশিন অপারটের ব্লো মোল্ডিং। সব ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দরকার এইট পাশ। বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে। সীট সব ক্ষেত্রে ১৫০ টি। ট্রেনিং হবে এই ঠিকানায় -সিপেট সি.এসটি.এস, হলদিয়া, সিটি সেন্টার, পূর্বমেদিনীপুর, পিন – ৭২১৬৫৭, ফোন – ০৩২২৪-২৫৫৫৩৪। আগ্ৰহীদের বায়োডাটা ও সেই সঙ্গে যাবতীয় যোগ্যতার প্রত্যয়িত দিয়ে দরখাস্ত করতে হবে ৩০ আগস্টের মধ্যে, এই ঠিকানায় – সিপেট সিএসটি এস, হলদি, সিটি সেন্টার, পূর্ব মেদিনীপুর, পিন – ৭২১৬৫৭, ফোন – ০৩২২৪-২৫৫৫৩৪, ৯৪৩৪০৩৯৪৬৬। এছাড়াও ই মেল করতে পারেন – cipet.haldia.stc@gmail.com।
- ASHA Karmi Recruitment 2023 purba bardhaman district : রাজ্যের ব্লকে ব্লকে আশাকর্মী নিয়োগ । মাধ্যমিক ফেল হলেও আবেদনের যোগ্য ।ASHA Karmi Recruitment 2023 purba bardhaman district : রাজ্যের ব্লকে ব্লকে আশাকর্মী নিয়োগ । মাধ্যমিক ফেল হলেও আবেদনের যোগ্য ।
- Mahila Samman Saving Certificate : মহিলা সম্মান সঞ্চয় প্রকল্প ।Mahila Samman Saving Certificate : মহিলা সম্মান সঞ্চয় প্রকল্প । বাজেটে মহিলাদের জন্য নতুন প্রকল্প । ২ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের সুযোগ !
- Axis Bank Recruitment 2023 : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ব্যাঙ্কে প্রচুর কর্মী নিয়োগ । যোগ্যতা উচ্চ-মাধ্যমিক ।Axis Bank Recruitment 2023 : সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে ব্যাঙ্কে প্রচুর কর্মী নিয়োগ । যোগ্যতা উচ্চ-মাধ্যমিক ।
- Primary TET 2022 OMR Sheet PDF Safety : প্রাইমারি টেট ২০২২ ও.এম.আর শিট সংক্রান্ত পর্ষদের গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি ।Primary TET 2022 OMR Sheet PDF Safety : প্রাইমারি টেট ২০২২ ও.এম.আর শিট সংক্রান্ত পর্ষদের গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি ।
- Teacher Recruitment in Batikar Abhedananda Vidyapith : রাজ্যের স্কুলে শিক্ষক নিয়োগ । সরকারি নিয়ম অনুসারে বেতন পাবেন ।Teacher Recruitment in Batikar Abhedananda Vidyapith : রাজ্যের স্কুলে শিক্ষক নিয়োগ । সরকারি নিয়ম অনুসারে বেতন পাবেন ।